আসুন শিখি Microsoft office word part-12 (table:part-4:আজকের বিষয় কিভাবে table এর দুটো সেল কে marge বা, সংযুক্ত করা যায়।)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে table এর দুটো সেল কে marge বা, সংযুক্ত করা যায়।

***প্রথমে Microsoft office word খুলুন।

***তারপর, আমার টেবিল বিষয়ক আগের দুটো টিউন এর নিয়ম অনুসারে একটি টেবিল বানান।

***তারপর, আগের টেবিল বিষয়ক টিউন অনুসারে টেবিলটি বড় করুন।

***এবার, যে দুটো সেল কে marge বা, সংযুক্ত করতে হবে সেই সেল দুটোকে সিলেক্ট বা মারক করুন।সেল দুটোকে মাউস দিয়ে ড্রাগ করে বা, shift আর ডানদিকের arrow তে ক্লিক করে সিলেক্ট করুন।

(arrow হল আমরা racing game যে চারটা বাটন দিয়ে খেলি ওগুলা)

***তারপর, মেনু থেকে table এ ক্লিক করে নিচের দিকে arrow তে ক্লিক করুন।

***এরপর, merge cells এ ক্লিক করুন।

***দেখুন, cell দুটো মিলে একটি cell এ পরিনত হয়েছে।

আমার একটি অনুশোচনাঃ(আমার টিউনার নাম বিষয়ে):

আমি techtunes এর সাথে একটা প্রতারনা করেছি।আমি সেজন্য techtunes এর সবার কাছে ক্ষমা চাচ্ছি।আমরা এক ভাই এক বোন।আমার নাম সাকিব, আর আমার বোনের নাম সাবিহা।আমি jagannath university তে পড়ি।physics dep. এ। আমার বোন mohammadpur preparatory তে পড়ে।আমি জীবনের প্রতিটি যুদ্ধে পরাজিত।অনেক কস্ট করেছি ভাল varsity তে ভরতি হওয়ার জন্য।পারিনি।তখনি আমি সিদ্ধান্ত নেই আমি হেরে গেলেও, আমার বোন যেন না হারে।তাই আমি তাকে সবদিক থেকে গড়ে তুলব।সে যেন আমার মত কস্ট না পায়।
আমি তাকে কম্পিউটার এর প্রতিটি জিনিষ শিখাচ্ছি।আমি যখন টিউন করি আমার বোন সবসময় আমার পাশে থাকে।তার নামে টিউন করি বলে সে খুব খুশি হয়।সে সবসময় comment পড়ে, আর উতসাহিত হয়। আরো শিখতে চায়।তার একটাই আশা।সেও একদিন আমার মত টিউন করবে।সবাই তার টিউন পরে comment করবে।
আমি মনে হয় আমার বোনকে খুশি করার জন্য একটু অপরাধ করে ফেলেছি।বলুনতো আমি কাউকে এই নামে ঠকিয়েছি।
আমি টিউটোরিয়াল লেখি।আমার বোন সেগুলো দেখে।শিখার চেস্টা করে।বলুন আমি কিভাবে ওর নাম change করি।

দেখুন মেয়ের নামে লিখে আমার বেনিফিট কি?আমি comment এর জন্য লিখলে টিউটোরিয়াল করতাম না।অন্য বিষয়ে লিখতাম।আর আমার জানামতে techtunes এ কেউ comment পাবার জন্য লেখে না।

Techtunes panel এর মডারেটগন ইচ্ছে করলে আমাকে ব্যান করে দিতে পারেন, আমার এই অপরাধের জন্য।আর, যদি আপনারা আমাকে মানা করে দেন তবে আমি টিউন করা বন্ধ করে দিব। আপনাদের হাতেই আমি আমার সবকিছু তুলে দিচ্ছি।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অবশেষে! আমি শুরু থেকেই জানতাম আপনি ছেলে। একদিন ফেসবুকে নাজমুস সাকিবকে দেখে সেটা আরো ১০০% ধীর হয়। সে সূত্রে আপনাকে ভাই বলেই ডাকতাম। কিন্তু হঠাৎ করে আপনার পাওয়ার পয়েন্টের বইটা ডাউনলোড করে যখন দেখি জেরিন লিখা আছে। চরম বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলাম। হা হা হা। আর এটা কোন ব্যাপার না। আমার মনে হয় না টিটিতে এমন কেউ আছে যে একটা মেয়ের নাম দেখেই টিউনে ঢুকে কমেন্ট করবে।
আর আপনার টিউনের ব্যাপারে বরাবরই আমি অবাক হয়ে যায়। আপনার ধর্য্য দেখে। আপনি চালিয়ে যান। আর আপনার বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আশা করি খুব শীঘ্রই তাকেও আমরা পাশে পাব। 😀

ধন্যবাদ আবারো একটি ভালো টিউন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নতুনদের অনেক কাজে লাগবে।
ভালো থাকবেন।

দেরীতে হলেও অনুশোচনায় পড়ে আপনার পরিচয় সবার সামনে খোলাসা করেছেন এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।আপনার বোনের জন্য শুভকামনা রইল।ইনশাআল্লাহ্‌ সেও একদিন টিউন করবে টেকটিউনস এ।আর টিউন চালিয়ে যান।

বোনের জন্য শুভকামনা রইল

বুঝতে পারলাম…..আপনার বোনকে আপনি কতটুকু ভালভাসেন…………….আর টিটি অন্য ৮-১০ টা ব্লগের মত না সে মেয়ে নামে নিক খুলেছে তাই সবাই কমেন্ট করবে। টিউন ভাল ত্ত অবশ্যই তার সম্মান তিনি পাবেন। সাকিব ভাই আপনি ভাল লিখেন। লেখা চালিয়ে যান এই নামে আমার কোন সমস্য নেই বলে আমি মনে করি। হউক একটু খুশি আপনার ছোট বোনটি।
আমার কোন ছোট বোন নেই আপন। মাঝে মাঝে মনে হয় এটা ছোন বোন থাকলে মন্দ হত না……… এটা লেখা শেয়ার না করে পারাম না
http://tusin.wordpress.com/2010/11/23/%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A8/
আমার সেই ছোট বোন জন্য আজত্ত খারাপ লাগে…….
ভাল থাকুন সাকিব ভাই আপনার বোনকে নিয়ে। আশা করি সে একদিন অনেক বড় হবে এবং আমার ইচ্ছা পূরন করেব।

Level 0

চালিয়ে যান ভাই, সবার জন্য শুভকামনা

আগে থেকেই জানতাম । তোমাকে উৎসর্গ করে করা টিউনে আমি তোমার আসল নাম উল্লেখ করেছিলাম ।
নিজেই স্বীকার করাতে ভাল হয়েছে ।
চালিয়ে যাও ………………….

Level 0

নাম কোনো ব্যাপার না।
জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজিত কথাটা বুঝলাম না। কথাটার মধ্যে কেমন যেনো একটা ক্লান্তির ছাপ, হাল ছেড়ে দেয়ার ছাপ,বেদনা,হতাশা আর নিরাশা ছাপ আছে,দয়া করে একটু বলবেন কি?
আপনার বোন আমার বোনের মতই(আমার কোনো বোন নেই)। শুভ কামনা তার জন্য।
মেয়ে কোনো ছেলের বা ছেলে কোনো মেয়ের নাম নিয়ে টিউন করার ব্যাপারে যেহেতু টিটির কোনো নীতিমালা নেই তাই ব্যান করার কোনো কারণ থাকতে পারে না।

ভাই নাম কোন ফ্যাক্টর না।
আর আপনি ছেলে না মেয়ে সেটা দেখে কখনো কোন কমেন্ট করিনি।
আপনার টিউন অবশ্যই ভাল লাগে তাই কমেন্ট করি।

Level 0

so sweeet 🙂
and your 'about me: i am just walking…' too cool \m/

আপনি একটি public varsity তে physics এ পড়ছেন!! কয়জন পারে??!! আমার কত্ত শখ ছিল physics পড়ার! 🙁 🙁
keep cool \m/

এভাবে টিউন পড়ে পড়ে যদি কাজগুলো শিখতে পারি তাহলে আর কষ্ট করে গাদা খানেক সময় নষ্ট করে কারো কাছে বা কোন প্রতিষ্ঠানে শিখতে যাওয়ার দরকার হবে না ।

হুম সব সমস্যার সমাধান। নাম ব্যাপারে সমস্যা শেষ!

    বুঝতে পারলাম…..আপনার বোনকে আপনি কতটুকু ভালভাসেন…
    —-তুসিনের সাথে একমত।

আপনার পাওয়ার পয়েন্ট দুই পার্ট ডাউনলোড করেছি, এম.এস. ওয়ার্ড ১ম পার্টটাও ডাউনলোড করলাম। এখন না আরো আগে। আপনার টউনগুলো সত্যই খুব ভাল হয়। আপনি যেভাবে এত সহজ ভাবে বুঝান কোন ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নাই।এম.এস.ওর্য়াড আমার জানা আছে তাই কমেন্ট কম ছিল।আপনার টউন গুলো আমি ফলো করি এবং অন্যদেরকে পিডিএফ ফাইল দেই।

Goood. carry on. I like ur tune very much.