Blogger : blog এর জন্য site feed তৈরী করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আমি আজকে আপনাদের দেখাব সাইট ফিড কিভাবে তৈরী করতে হয়। এই টিউনটি তাদের জন্য যারা ব্লগারের জগতে নতুন।

আসলে সাইট ফিড টা কি তা আমার মোটামুটি ধারণা ছিল। তা পুরোপুরি ক্লিয়ার হয়েছে আমাদের টপটিউনার মাহবুব টিউটো ভাইয়ের টিউনটি দেখে। আপনারাও এখান থেকে ঘুরে আসতে পারেন। উনার টিউনে পড়লে সাইট ফিড সম্পর্কে আপনাদের ভাল ধারণা হবে।

কার্যপ্রণালী :


প্রথমে এখানে ক্লিক করে লগইন করে আপনার ব্লগের Layout > settings> site feed tab এ যান। তারপর নিচের ছবির মত FeedBurner এ ক্লিক করুন।

তারপর একটি নতুন উইন্ডো আসলে আপনার পাসওয়ার্ডটি দিয়ে পুনরায় লগইন করুন। পরে নিচের পেজটি আসবে আপনার সাইটটি লিখুন এবং I ma a podcaster এ টিক চিহ্ন দিয়ে next বাটনে ক্লিক করুন।

পুনরায় next বাটন ক্লিক করে চালিয়ে যান।

আপনাকে অভিনন্দন জানাবে এবং একটি লিঙ্ক আনবে সাথে করে। এটিই আপনার সাইট ফিড ইউআরএল। এটি কপি করে রাখুন। প্রয়োজনে notepad এ লিখে রাখুন। তারপর চালিয়ে যান।

আপনার পছন্দ অনুযায়ী অপশন টিক দিয়ে নিচের পেজের next বাটন ক্লিক করুন।

আপনার মিশন complete।

এবার মিশনটি যেখান থেকে শুরু করেছেন সেখানে আসেন। অর্থাৎ প্রথম ছবিটি লক্ষ্য করুন। এবং যেখানে post feed redirect url লেখা আছে তার ডান পাশের খালি ঘরে আপনার  প্রাপ্ত সাইট ফিড ইউআরএল টি বসিয়ে দিন এবং সেভ করে রাখুন।

এবার আপনার সাইট ফিড ফরম তৈরীর পর্ব। এটি কি হয়ত বুঝতে পেরেছেন। এটি কিভাবে তৈরী করতে হয় তা দেখিয়েছেন আমাদের সম্মানিত টপটিউনার শাকিল আরেফিন ভাই। নিচের লিঙ্ক :

আশা করি সবার ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

আপনার টিউনটি খুবই চমৎকার লাগল। ফিড বার্ণ করার পর তা এডসেন্সে যুক্ত করুন – https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/62118/

কাজে না লেগে যাবে কোথায়। আপনাকে ধন্যবাদ

    সামনের বার ইনশা আল্লাহ সুন্দর ফিড ফর্ম নিয়ে লিখব। ধন্যবাদ সোনার দেশ ভাইকে।