ফাস্ট CPU প্রথম পাঠঃ এন্টিভাইরাসকে না বলি, ভাইরাস মুক্ত সিস্টেম গড়ি (পর্ব এক)

ফাস্ট CPU একটি ধারাবাহিক লেখা এর প্রথম পাঠ এন্টিভাইরাস নিয়ে পরের অংশ বিভিন্ন সফটওয়্যার নিয়ে তারপর ইউজেস নিয়ে এভাবে চলবে.................. ইনশাআল্লাহ

টিউনের ভেতর যা যা পাচ্ছেনঃ

১.এন্টি ভাইরাস কী করে।

২.এন্টি ভাইরাস কেন লাগবে না।

৩.এন্টি ভাইরাস ছাড়াই সিকিউরিটি পাবেন যেভাবে।

৪.টোটাল কেয়ার

শুরুর কথা

বুকে হাত দেন (অবশ্যই নিজের বুকে 😉 ) এবার সত্য ভাবে নিচের প্রশ্ন গুলোর উত্তর দিন অবশ্যই আমার সাথে মিলে যাবে নয়ত আপনি মিথ্যা বলছেন।

প্রশ্নঃ এন্টিভাইরাস কেন ব্যাবহার করেন?

ভুল উত্তরঃ ভাইরাস থেকে মুক্ত থাকতে।

সঠিক উত্তরঃ “হুজুগে”

ভাই নাকি কম্পিউটার কিছেন? এন্টিভাইরাস কোনটা? হ্যা নাই ? খাইছে ভাইরাস আপনারে................

শুনলাম কম্পিউটার কিতাছস? এক্সচক্স এন্টিভাইরাস কিনে আনিস। এটা তোর পিসি ঠিক রাখবে..............

আচ্ছা মামা আমি আইপড লাগালে তুমি ওটা কি কর? এটা ভাইরাস স্ক্যান। দেখ দেখ। দেখে শিখ। বড় হলে কাজে দিবে................

মোট কথা ছোট থেকে দেখতে দেখতে, অন্যকে ব্যাবহার করতে দেখে আমারাও বিনা বাক্যে উন্ডোজের মত এন্টিভাইরাস কেও একটি অবিচ্ছেদ্য অংশ্য বানিয়ে ফেলেছি।

কখনো ভেবেছেন এন্টিভাইরাস কেন চাচ্ছেন?

না

নিশ্চয় উইন্ডোজ আর এন্টিভাইরাস অবিচ্ছেদ্য অংশ বানিয়েছেন?

জ্বী

এন্টিভাইরাস পাইরেটেড?

জ্বী ৭৫% , না ২০% ও পাইরেসি খাদ্য? নাকি বাদ্য? ৫%

এন্টিভাইরাস ছাড়া কম্পিউটার চালাবেন?

হেল নো

কেন?

ভাইরাস ঢুকবে তো!

. এন্টি ভাইরাস কী করে?

  1. একটা ফোল্ডার খুলছেন তার সাব ফোল্ডার ও ফাইল রিড করা শুরু করে। যদি ফোল্ডারে অনেক ফাইল থাকে তবে দেখবেন খুলতে দেরি হচ্ছে। অর্থাৎ পিসি যে স্লো করে তা কিছুটা বুঝবেন। আর দোষ সব আপনার বাবার সেই তো লেটেস্ট প্রোসেসর কিনে দেয়নি!
  2. একটা গান ছাড়ছেন সেটা চেক করে তবেই রিড অনুমতি দিবে। একটা গান ছাড়লে স্লো হচ্ছে বুঝবেন না। ২০০০ ছাড়ুন তারপর...............
  3. গেম খেলছেন মিনিমাম ২০০০ টিএক্স লোড হবে প্রতিটা সার্চ করলে কেমন হবে? আর ইএক্সই টা তো কয়েক মিনিট সার্চ করে অনুমুতি নিয়ে কনফার্ম করে তবেই ছাড়পত্র পাবে। নাহ! দোষ গ্রফিক্স কার্ডের!
  4. ইন্টারনেটের স্পীডও খেয়ে ফেলে এন্টি ভাইরাস। “নাহ! অমুক তমুক দিয়ে দেখি ১০০% ই পাচ্ছি”. ভুল. যখন রিকোয়েস্ট আসে বা যায় তখন সেটা চেক করে পোর্ট ও লিংক মনিটার করে যা রিকোয়েস্ট পাঠাতে দেরি করে। আবার পুরো স্পিডেই ডাটা আসল। তারপর সেগুলো চেক করে প্রসেস স্লো করে দেয় ফলে ওয়েব পেজ শো করতে দেরি হয়।□□□ □□□□ □□□□□□□□□ □□□□ □□□□□ □□□ এটা পরীক্ষা করতে পারেন।
  5. সিপিইউ আর আরএএম এর একটা নির্দিষ্ট স্থান রিজার্ভ করে রাখে।
  6. চলতি সব প্রসেস মনিটর করে যা অন্যন্ত বেদনাদায়ক।
  7. “নারে ভাই! আমি এক্সক্সক্স ইউস করি এটা পিসি একদম স্লো করে না!” আপনি যদি জানতেন আপনি কি বলছেন তবে মনের কথা মনেই রাখতেন। আপনি বলছেন আমি তাপ ছাড়াই রান্না করি। মানে হয় আপনি রান্না করেন না কিংবা কাচাই খান।

আমার কথা বিশ্বাস না হলে এন্টিভাইরাস আনইস্টল করে একটু পিসি চালান, গেম খেলুন , নেট চালান (এক্ষেত্রে গুগল,ইয়াহুর মত বিশ্বস্ত সাইটেই যান কারন এখনেও আপনি স্মপূর্ন শিখেননি)

আমার মনে হয় জানি আপনি কখনোই আর এন্টিভাইরাস ইন্সটল করবেন না।

এন্টিভাইরাস কেন লাগবে না?

  1. কারন আপনি স্লো সিস্টেম চান না।
  2. আপনি ফাস্ট কাজ করতে চান
  3. আপনি গ্রাফিক্স বা গেম নিয়ে থাকতে চান
  4. ফাস্ট বুট চান
  5. ঝামেলা মুক্ত সিস্টেম চান
  6. আপনি এক্সট্রিম কনফিগারাশানের সিপিইউ চালান না।
  7. পাইরেটেড এন্টিভাইরাস ব্যাবহার কাজের না
  8. আপনি ভাইরাস মুক্ত থাকার কৌশল জানেন
  9. সঠিক ব্রাউসিং জানেন তাই ফিশিঙের ভয় নেই
  10. আপনি এমন কিছু ট্রিক্স পাচ্ছেন যাতে নিজেই এন্টিহাইরাসে পরিনত হবেন

আগামি পর্বে দেখা হবে এন্টিভাইরাস এর বাকি অংশ নিয়ে.................... কমেন্ট করুন। পর্যাপ্ত কমেন্ট না পেলে আগামি পর্ব লেখা হবেনা (খামোখা কষ্ট না করে অন্য কিছু নিয়ে লেখাই ভাল হবে)

শেষ কথাঃ

পরীক্ষা ও বিশেষ কাজে গত ২ তারিখ থেকে ৩০ তারিখ টিটি তে আসতে পারিনি। পিসি তে নেট অফ ছিল। মোবাইল দিয়ে টিটি ভিসিট করতে পার পেজ গড়ে ৭-১০ টাকা খরচ হয় যা বিলাসিতা। মোবাইল ভার্শনের আবেদন থাকবে।

পরীক্ষা ভাল হয়েছে এবং বিশেষ কাজটাও সফল হয়েছে। আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষার রেজাল্ট মনের মত হয়।

ও হ্যা আরেকটা কথা যারা আমার ইমেল আর মেসেজ বক্স ‘শ্রভ্র রঙের গ্রহ’ এর দ্বিতীয় পর্বের জন্য ভরিয়েছেন তাদের জন্য, আসছে...............

আপনি নতুন? আমার আগের লেখা টিউন গুলো মিস করেন নি তো?

উইন্ডোজ ৮ কেমন হবে? জানতে চান? তাহলে এই টিউনে চোখ বুলান!

অসাধু টিউনারের কেচ্ছা কাহিনী জানতে  এই টিউন দেখুন।

কোন কোন সাইটের ব্যাবহারকারীরা বেশি প্রতারিত হয় তা দেখতে এই টিউনে স্ক্রল করুন

হাতে সময় আছে? সায়েন্স ফিকশান পড়বেন? তাহলে এই টিউনে সচিত্র সায়েন্স ফিকশান পড়ে নিতে পারেন

আরও টিউন পাবেন আমার টিউনার পাতায়।

আমার কুখাদ্য (পচাঁ টিউন) খাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকবেন, শুভ বিদায়।

Level 0

আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আপনার সাথে একমত। এন্টিভাইরাস ছা্ড়া‌ই চালাচ্ছি ২ বছর যাবত।

    মহানবী (স) বলেছেন "আমার উম্মতগন কখনোই কোন ভ্রান্ত বিষয়ে এক মত হবে না"।
    তার মানে এন্টিভাইরাসের কোন দরকারই নাই এটা প্রমান হল।

    মহানবী (স) বলেছেন "আমার উম্মতগন কখনোই কোন ভ্রান্ত বিষয়ে এক মত হবে না"।
    এর মানে কি সবাই যাতে একমত হবে সেটা ভ্রান্ত নয়? মসজিদের চেয়ে সিনেমাহলে লোক বেশি থাকে, তাহলে কি সিনেমা মসজিদের চেয়ে ভাল হবে? ব্যাপারটা আমি যতদুর জানি তা হচ্ছে, যারা ভ্রান্ত বিষয়ে একমত হবে তারা নবীজীর উম্মত হিসেবে গ্রাহ্য হবে না।

    ঠিক। তবে মাঝে মধ্যে কিছু বিশেষজ্ঞ (?) pc তে হাত দেয়, আমার মনে হয় ভাইরাস মূলত এদের জন্যই তৈরী। এ বিষয়ে সমাধান চাই।

Level 0

বলেন কি?
আমি বিশেষ কারনে ২-৩ মাস এন্টিভেন্টি ছাড়াই চালাতে বাধ্য হয়েছিলাম। মানসিক ভাবে খুব ভয়ের মধ্যে থাকতাম।
আর আপনি কিনা বলছেন……………………… !!!

    মনের ভয় বড় ভয়। একবার আমি (ছোটবেলায়) উন্ডোজ সেটআপ দিয়ে ভুলে এন্টিভাইরাস সেটআপ না দিয়ে ব্রাউস করছিলাম…….. পরে আবার সেটআপ দিলাম। ২-৩ মাসে এন্টিভাইরাস ব্যাবহার করেননি এতে নিশ্চয় ভইরাস ঢুকেনি? তাহলে বুঝুন!

    খুব ভয় পেলে কি আর করা হার্টে এটাক থেকে এন্টিভাইরাস ভাল 😉

নতুন চিন্তা ধারনা…………..খুব ভাল লাগল………..
পরের পর্বের অপেক্ষায় আছি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ধন্যবাদ

    কলকাতা ভাই আমার একটা প্রশ্ন যদি সম্ভব হয় বলবেন। আচ্ছা আপনি সব কমেন্টের মাঝে ভাব অস্মূর্ন বোঝান কেন?

    যেমনঃ
    নতুন চিন্তা ধারনা…………..খুব ভাল লাগল………..
    পরের পর্বের অপেক্ষায় আছি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ধন্যবাদ । এভাবে লিখেছেন

    নতুন চিন্তা ধারনা। খুব ভাল লাগল।
    পরের পর্বের অপেক্ষায় আছি। ধন্যবাদ। এভাবে নয় কেন?

    আপনিই প্রথম যিনি এই ধরনের ভাবনাটি ভেবেছেন……..যা আমার মনের ভাবনা থেকে জাগ্রত নিজস্ব স্টাইল……তাই কারণ জানিয়ে আমি ব্যক্তিগত ভাবে আপনাকে মেল করলাম……………
    দেখে নিন…………….ধন্যবাদ

    আপনার উত্তর পড়ে খুবই অবাক হলাম। এত সুন্দর কথা কক্ষনই কেউ ভেবেছে বলে মনে হয় না। আপনার নতুন চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাই।

কি বলেন ভাই এন্টিভাইরাস সেটআপ দিয়াই ভাইরাস যায় না।
১ মাস আগে একজনের পিসি তে ৯৪০ টা ভাইরাস পাইছি একসাথে, সে এন্টিভাইরাস চালাইত না। এখন আমি যদি না চালাই তবে কয়দিন পর আমি ১৮৮০ টা ভাইরাস পামু।

    তা পয়ে থাকতে পারেন। কিন্তু আমি যে ট্রিক্স দেব তাতে ১ বছরেও কিছু হবেনা। আমার নতুন পিসি ২ বছর বাট কোন দিন একটা ভাইরাসও ঢুকেনাই। মাঝে মাঝে নানা এন্টিভাইরাস টেস্ট করি শুধুই টাইম নষ্ট ।

    আজকেই দিয়া দেন। এই জ্বালা আর ভাল লাগেনা।

    ট্রিক্স গুলো একটু সাবধানে ডিটেলস লিখতে হবে। নয়ত আমার চৌদ্দ পুরুষ করব থেকে উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
    আজ একটু পরে আমার প্রাক্টিক্যাল পরীক্ষা।

Level 0

ভাই আিমও অাপনার সেেঈ এক মত তেবে অািম ভেেয় ইন্টার েনট ইউস করেেত িছ না য িদ েকান িটপস িদেেতন তাহেেল উপকৃত হতাম। অার একটা সমস্যা বাংলা েলখেতে পািরনা। অািম চাই অাপিিন িটউনটা ক ন্টিিনউ করুন। অাপনার িটউনটা অামার পছন্দ হইেছ। Thank U

    আপনি যে সফটওয়্যার ব্যাবহার করছেন তার মেনুয়াল পরে নিন আশা করা যায় বাংলা ঠিক ভাবে লিখতে পারবেন।
    ইনশাআল্লাহ কন্টিনিউয়ের চেস্টা থাকবে।

Level 0

অপেক্ষাই থাকলাম……………………………………

আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাই। তারাতারি বিশ্বাস করান।পরের পর্বের জন্য wait করছি আরকি।

    Level 0

    আমার প্রথম দিকের তিনটি টিউন কাজে লাগতে পারে।

    আশা করি দ্রুতই পূর্ন পর্ব লেখা হবে।

    @ MITHU লিংক তিনটা দিলে আমরা পড়তে পারতাম! চাইলে দিতে পারেন। জ্ঞানার্জন কখনোই পূর্ন নয়। সবখান থেকেই শেখা যায়।

Level New

কিছু কথা বলতে সাহস পাই না, আপনার লেখা দেখে আজ বললাম। কম্পিউটার-ইন্টারনেট নিয়েই আমার কাজ-পেশা। বাসায় ৫১২ kbps ডেডিকেটেড ব্রডব্যান্ড। ৪টা পিসি বাসাতেই, নেট আছে। ওয়েবসাইট আছে কয়েকটা।
যেটা নেই সেটা হচ্ছে সেটা হচ্ছে এন্টিভাইরাস। জীবনে ধরেও দেখি নাই। কেননা জিনিসটা একটা হুজুগে পণ্য ছাড়া আর কিছুই মনে হয় না আমার কাছে। আর হ্যা ঝামেলা তো অবশ্যই। আমি ভাই কম্পিউটার দিয়ে কাজ করি। আমার প্রতিটা কাজে মাঝখানে কেউ হাত দিবে সেটা আমি কেনো সহ্য করবো।
তবে এসব কথা মানুষকে বলতে যাই না। কেউ সাহায্যের জন্য আসলে তাকে এন্টিভাইরাস ফরজ এইটাই বলে দিই। এন্টিভাইরাস ব্যবহার করিনা শুনলে অনেকেই এমন ভাব করে আমি কম্পিউটারের কিছুই জানি না। এটা দেখলে বিরক্ত লাগে।

    আমিও একি জ্বালায় আছি। কিন্তু মনের প্রশান্তি বড় শান্তি।

ভাইরাস-এন্টিভাইরাস-এত্তসব জ্বালা ভাল লাগে না। আছি আপনার পিছনে। আগে বাড়ান, গো এহেড।

Level New

আরেকটা উদাহরণ দেই। ল্যাপটপ কিনেছি গত বছরের জুলাই এর ১৩ তারিখ। সেদিন উইন্ডোজ সেটাপ দিয়েছি। আজ পর্যন্ত ঐ সেটাপেই চলতেছি। নো এন্টিভাইরাস। ল্যাপটপ গড়ে সাড়ে ২৩ ঘন্টা করে চলতেছে কেনার দিন থেকে। ১০০% টাইম নেটে কানেক্টেড। আজ পর্যন্ত ভাই ভাইরাস কিছু করে নায়।

    ঠিকই বলেছেন। ভাইরাস যতটানা ক্ষতিকর তার থেকে বেশি মনের ভয়।

Level New

আপনি একটি অত্যন্ত দামী কথা বলেছেন এন্টিভাইরাস কেন লাগবে না? এই পয়েন্টে-
9.সঠিক ব্রাউসিং জানেন তাই ফিশিঙের ভয় নেই
কথাটি অবশ্যই সত্যি। একজন সাধারণ ইউজার আসলে বলতেও পারে না ইন্টারনেট ব্রাউজ করে কিভাবে যে তিনি ভাইরাসকে পিসিতে দাওয়াত দিয়ে বসে থাকেন। আর পরে হায়হায় করেন আমার এন্টিভাইরাস কাজে না।

Level 0

ভাই অপেক্ষাই থাকলাম…

Level 0

খুবই প্রয়জনীয় টিউন করেছেন।আসলে anti virus নিয়ে আমাদের অনেকের মাথা ব্যথা আছে।আপ্নার পরের টিউন এর অপেক্ষায় রইলাম।

    মাথা বতাথাটা আমারও ছিল। আশা করি দ্রুতই পূর্ন পর্ব লেখা হবে………..

নতুন পন্ডিত ভাই আমি শুধু Usb Disk Security ব্যবহার করি। আপনার তথ্য গুলো দেখা খুব ভাল লাগল।
ধন্যবাদ আপনাকে।

অপেক্ষায় রইলাম

    আশা করি দ্রুতই পূর্ন পর্ব লেখা হবে…… আপনারে কাজে দিবে

Level 0

নতুন পন্ডিত ভাই…আপনি কিছু নতুন নিয়ে এসেছেন। আপনার পদ্ধতিটা দেখতে হবে। যদি মনের মত হয় তাহলে তো কথাই নেই…ভাইরাসকেই বেঁধে রাখব। আর আমাগো আপামর জনতার জন্য যদি না হয় তাহলে তো আমার উবুন্টুটাই চালাইতে হবে। ধন্যবাদ।

Level 0

এন্টিভাইরাস ছাড়াই চালাচ্ছি গত চার মাস।তবে ভয়ে আছি কি জানি কি হয়।আপনার নেক্সট টিউনের অপেক্ষায় রইলাম

Level New

antivirus use na kora ar hand wash na kora khabar khoa akie kaj.

asa kore sobi bojassen.

Level 0

খুবই দরকারি একটা টিউন করেছেন, আছি আপনার পিছনে আপনার পদ্ধতিটা দেখতে হবে। পোরের টিউনের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

চালিয়ে যান ভালো উদ্যোগ… আমি এন্টিভাইরাস শুনতে কেমন কেমন? 😀

খুব ভাল লাগল A+

যা খারাপ লাগল…..
ভাল টিউন হলে comments আবশ্যই পাবেন তা ………….

কমেন্ট করুন। পর্যাপ্ত কমেন্ট না পেলে আগামি পর্ব লেখা হবেনা (খামোখা কষ্ট না করে অন্য কিছু নিয়ে লেখাই ভাল হবে)

    কমেন্ট কম মানে তেমন একটা কজের টিউন না। তাই এটা না বাড়ানই ঠিক কিন্তু এজনেরো জদি ভাল লাগে তাহলে সে ইমেল করে জানতে চায় পরের পর্বের কথা। তখন কি করি বলুন?

Yes bhi ami o antivirus use kori na. kisu tips and tricks use korle virus dhore na…. but virus attack korle tokhon anti virus er kotha mone pore..
tai thokhon antivirus er dorkar hoi..

Level 0

ভাই পরের লেখার জন্য ওয়েট করতাসি । তারাতারি করেন ।

এন্টিভাইরাস পিসি স্লো করে এটা ঠিক আছে। কিন্তু আপনি চোখে দেখে কিভাবে ভাইরাস ডিটেক্ট করবেন সেটাই দেখার আশায় থাকলাম 😀

ভাই পেন ড্রাইভ থাকেও ভাইরাস ছরায়

Level 0

পন্ডিত বেয়াদবি ও ইয়াকি অন্য কারো সাথে করলে মানায় । নবিজীকে নিয়ে ইয়াকি যুক্তি, লিখতে কেন আপনার বিবেক বাধা দিলোনা । মুছে ফেলুন যুক্তি ! ধীক ঈমান্দার হয়েও ইয়াকি যুক্তির জন্য !!!

    আপনার যুক্তি ভাল এবং সঠিক। তাই কমেন্ট ডিলেট করা হচ্ছে।

গত সাড়ে চার বছর ধরে ভাইরাস বা এন্টি ভাইরাস কি জিনিষ জানার দরকার হয় নাই। অবশ্য তার আগের ৯ বছরের বেশির ভাগ সময়ে ভাইরাস-এন্টিভাইরাস নিয়ে অনেক কিচ্ছা কাহিনী হয়েছে 🙂

Level 0

Go on

Level 0

উপস্থাপনা মজার,শুরু হিসেবে খারাপ না। এন্টীভাইরাস ram এর একটা বড় অংশ দখল করে থাকে বলে অন্য প্রোগ্রাম লোড হওয়ার জন্য জায়গা কম পায়। ram ইউজ যত বেশি হয়,তত পিসির কার্যক্ষমতা ধীর হয়।
আমার প্রথম দিকের তিনটি টিউনেও এন্টিভাইরাস ছাড়া মুক্ত থাকার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম।
আপনার টিউনও ভাল লাগলো। নতুন টিপসগুলোও ভাল হবে আশা করি।
আমিও এন্টিভাইরাস বিরোধী, হলে অনেকেই আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে "দোস্ত, এন্টিভাইরাসের লেটেস্ট আপডেট আছে",তখন খুব বিরক্ত লাগে। আমার কাছে মনে হয়, যারা এন্টিভাইরাসের বিকল্প বলে কিছু আছে বলে ভাবতে পারেনা,তারা পিসি সম্পর্কে একেবারেই অজ্ঞ।

    আমিও হুজুগে দলে ছিলাম এই চাই, ঐ চাই, এটা, ওটা, কিতু বুকে হাত দিয়ে সব ছড়ে দিয়েছি বেশ কিছু দিন আগে থেকে।

পরের Tune-টি তাড়াতাড়ি করেন…

nice!!!!!!!!!!!!!!! waiting for next !!!

আপনার ট্রিকস কি শুধু ভাইরাস প্রতিরোধ করবে? কিন্তু যদি আমার সিস্টেম ইতিমধ্যে আক্রান্ত হয়ে থাকে ??? আশা করি সেটার সমাধান দিবেন. আমি নিজেও এন্টিভাইরাস ব্যবহার করি না , যতগুলো ট্রিকস আমি জানতাম সেটা দিয়ে ১ বছর ভালই গেছে কিন্তু হটাত আক্রান্ত হবার পর সমাধান পাচ্ছি না. 🙁

Level 0

এত ভয়ের কারন কি? আমি ভাইরাস নিয়ে খেলা করি। অবাক হচ্ছেন? আপনিও পারবেন, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পাল্টান আর লিনাক্স (উবুন্টু, মিন্ট, ফিডোরা…) ব্যবহার করেন, সান্তিতে থাকেন সারা জীবন।

    আমার পুরান পিসি পিসিতে (ছোটবেলায়) একটা ভাইরাস ঢুকে ছিল ওটা উন্ডোজে বসে এডিট করেছি 🙂

একটা ছোট উপহার পাঠালাম…………একবার মেল চেক করে নিন

    সত্যি! অপূর্ব এক স্বৃতি হয়ে থাকবে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবনা। আচ্ছা আপনার চোখে পড়ল কীভাবে? ( সাধারনত ওই অংশে কেউ যায়না)

Level 0

hudai vautabaji(!) kortechee ei lok !! comments paitache shomane , jei karone polapna re jhulay rakhche . 4 mash jabot ami eikhane proyojonio tunes gula potechilam shudhumatro guest hoye . ajke ei loker vautabajir(!) karone registered kore dhukte holo !! tobe jai koruk na keno ei lok,ei loker tune er chaite beshi bhalo hoiche polapaner montobbo gulare proti-montobbo !

    ভাই দেখি রেগে গিয়েছেন! আজ কালের মধ্যেই নতুন পর্ব প্রকাশ হবে ইনশাআল্লাহ।

ব্যাপারটা আসলে এরকমঃ
১. আপনি কি অনলাইন ব্যাংকিং করেন?
২. জরুরী ডকুমেন্ট ও ফাইল কম্পিউটারে সেভ করেন?
৩. অফিস সহ অন্যন্য প্রফেশনাল কাজের জন্য কম্পিউটার ব্যবহার করেন?

যদি উত্তর ”না” হয়, তবে এন্টিভাইরাস না থাকলেও কোন সমস্যা হবার কথা নয়।

তবে যখন আপনি প্রাইভেসী চান, জরুরী ফাইলের নিরাপত্তা চান, এবং অনলাইনে ব্যাংকিং করেন, তবে এন্টিভাইরাস না থাকলে স্পাইওয়্যার ও হ্যাকাররা কি কি কেরামতি আপনাকে দেখিয়ে যাবে, তা ব্যাখ্যা করার দরকার নেই।

সাধারণ ব্যবহারকারীদের এন্টিভাইরাস ব্যবহার না করলেও খুব বেশি সমস্যা পোহাতে হয় না, সমস্যা হয় প্রফেশনালদের।

    "হ্যা" হলেও খুব অসুবিধা নেই যদি আপনার কাছেরজন (যাদের সাথে চলফেরা করেন) সৎ হয়। আমরা দুইজন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি তাই ভিন্ন ফলাফল ভিন্ন।
    অনলাইন ব্যাংকিং ফিশিং লিংক নিত্য নতুন হচ্ছে। আমি নিজেই করলাম (ভিক্টরকে বলেই) কিন্তু তার পিসিতে একটি আপগ্রেটেড শক্তিশালি প্রিমিয়াম জনপ্রিয় ইন্টারনেট সিকিউরিটি ছিল।
    এ ভাবে চললে কি হবে? তাই দরকার নিজের সচেতনতা।

    ফিশিং নয় আপনি বলছিলেন, এন্টিভাইরাসের ব্যাপারে। ফিশিং ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এটা একধরণের ধোকাবাজি, যেটার জন্য এন্টিভাইরাস নয় প্রয়োজন সচেতনতা।

    আসলে ননপ্রফেশনাল ও অতিসাধারণ ব্যবহারকারীদের জন্য এন্টিভাইরাসের গুরুত্ব নাও থাকতে পারে, তবে এন্টিভাইরাস ব্যবহার না করার পক্ষে উৎসাহ প্রদান কখনোই বুদ্ধিমানের পরিচয় নয়।

    আমরা ডিপথেরিয়া, পোলিও, টিটেনাসের অগ্রিম টিকা নিয়ে থাকি। কেউ যদি বলে এসব নিয়ে কি লাভ? একটু সচেতন থাকলেই তো হয়, তবে সেটা আপনার কাছে বড় রকমের নির্বুদ্ধিতা মনে হবে না কি?

    বলে কয়ে শরীরে রোগ বা পিসিতে ভাইরাস কোনটাই আক্রমণ করেনা।
    স্পাইওয়্যার যখন আপনার ব্যাংক একাউন্ট সাফ করে দেবে, বা আপনার পিসির জরুরী ডকুমেন্ট ডিলেট বসে বসে থাকবে, কেবল তখনই আপনার পক্ষে বোঝা সম্ভব হবে এন্টিভাইরাস কেন দরকার ছিল। সাধারণ গানা-বাজানা বা গেমারদের এককথায় বেসিক ইউজারদের তেমন দরকার না থাকলেও সামগ্রিকভাবে
    ”এন্টিভাইরাসকে না বলি”.. এ ধরণের কথা পাঠককে ভুল তথ্য সরবরাহ করে।

    আপনি সঠিক বলেছেন। আগামি কাল পরবর্তী পর্ব পড়ার আম্নত্রন রইল।

Level 0

সত্যি কথা বলতে কি আমার ১ বন্ধু এন্টিভাইরাস ছারাই চলে আর আমি নিয়মিত এন্টিভাইরাস ইউজ করি । ওরটা মোটামোটি ফাস্ট বলা চলে আর আমারটা সুপার ফাস্ট

Level 0

নতুন পন্ডিত ভাই আপনার টিপস গুলো আপনার মত ইউজার দের বেশ কাজে দিবে কিন্তু কম্পিউটার টা যে কেলকুলেটর হয়ে যাবে ।
আর পেন ড্রাইভ ছাড়া কম্পিউটার তো চিন্তাই করতে পারিনা ।
কাজ করব না ভাইরাস এর পেছন ছুটব?