আসুন শিখি Microsoft office word part-6 (আজকের বিষয় কিভাবে image এর উপরে লেখা যায়)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি শুরু করব Microsoft office word এর ৬ষ্ঠ টিউন।আজকে আমি আলোচোনা করব কিভাবে image এর উপরে text লেখা যায়।

Image এর উপরে ২ভাবে লেখা যায়।আজকে আপনাদের একভাবে দেখাচ্ছি।এর পরের টিউনে আরেকভাবে দেখাব।

***প্রথমে Microsoft office word খুলুন।

***তারপর, insert>picture>from file এ ক্লিক করুন।

***এরপর, যেকোন image সিলেক্ট করে insert এ ক্লিক করুন।

***দেখুন image টি চলে এসেছে।

***তারপর, insert>text box এ ক্লিক করুন।

***এবার, mouse এর left side টিপ দিয়ে ধরে রেখে mouse টি নাড়ান, মানে মাউস এর cursor টি drag করে একটি বক্স আকুন।

***এরপর, বক্স এ কিছু লিখুন।

***এবার, format এ গিয়ে text  box এ ক্লিক করুন।

***তারপর, colour box এ নিচের দিকে arrow তে ক্লিক করে no fill এ ক্লিক করুন।

***এবার, line এর colour বক্স এ নিচের দিকে arrow তে ক্লিক করে no line এ ক্লিক করুন।এবার ok ক্লিক করুন।

***এবার, text বক্স টি drag করে image এ রাখুন।

***দেখুন, image এর উপরে লেখা দেখা যাচ্ছে।

সবাই ভাল থাকবেন।আমার লেখা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুমম,এই পর্বে আরেকটা নতুন জিনিস শিখলাম, ভালো লাগলো। ঃ)

    আপনার comment দেখে খুব খুব ভাল লাগছে।

    Level 0

    তাই!!!! 😀

    হুমমমমমমমমমমমম…………………………………………

    Level 0

    বাহ,আমার কমেন্ট তাহলে মন ভালো রাখার ওষুধ। ঃ) হা হা হা,ভালোই হল, সওয়াব পাওয়া গেলো।

    সত্যি কথা বলতে কি সবাই বিশেষ করে আমি টিউন লেখার পর অপেক্ষা করি কখন comment আসবে।

    যখন দেখি comment এসেছে তখন খুব ভাল লাগে।

    আপনি নিয়মিত comment করেন তো তাই আপনার comment মানেই মন ভাল রাখার ওষধ।

    আসলে techtunes এর সবাই আমরা বন্ধু তো।তাই techtunes এর সবাইকে দেখলে মন ভাল হয়ে যায়।

    আপনার প্রিয় লেখক কে? জানাবেন।

    Level 0

    হা হা হা, বই, হা হা হা। বই পড়ায় সময় দিলে কি আর টেকনিক্যাল সাইডে এতটা ইনভল্ব থাকা হত না। কারণ, আমাকে আরো অন্যান্য কাজে(আড্ডা) সময় দিতে হয়। তার উপর রুয়েটের সিভিল হল ননস্টপ লেখাপড়ার ডীপার্টমেন্ট। আসলে সত্য কথা বলতে কি, আমি কখনোই বইয়ের পোকা ছিলাম না,তাই বিশেষ কোনো প্রিয় লেখক নেই।
    আমি নিয়মিত কমেন্ট করলেও আমার গত পোষ্টে কিন্তু আপনার কমেন্ট পাইনি। ঃ(

অনেক কষ্ট করে লিখেছেন। শিখতে পারলাম। ধন্যবাদ।
[img]http://www.clicksmilies.com/s1106/aktion/action-smiley-033.gif[/img]

    আপনাদের কাজে আসলেই তো আমার টিউন করা সারথক।

আসলেই অনেক কাজের টিউন!!!!!

আচ্ছা, একটা ব্যাপারে সাহায্য করতে পারবেন? আমি অফিস ইন্সটল করার সময় শুধু Word, Powerpoint আর Excel নেই। Outlook, Groove, Infopath এসব আমার ভালো লাগেনা। সমস্যা যেটা হল আমি আমার পিসি থেকে কোনো ডকুমেন্ট লিখে অন্য পিসি তে দিলে অফিস ওপেন হওয়ার সময় "Marco" নিয়ে বেশ কয়েকটা ওয়ার্নিং দেখায়। ৩/৪টা উইন্ডোজ আসে যেগুলা বারবার ক্লিক করে ক্লোজ করতে হয়। কেন হয় বলতে পারবেন? উল্লেখ্য আমি Calibri ফন্টে লিখা ডকুমেন্ট নিয়ে বলছি। ফন্ট না থাকার কারণে ওপেন হচ্ছেনা তা না।

    আমি বলতে পারছি না। আমি এরকম সমস্যার মুখোমুখি হই নি।

    আপনি সাহায্য বিভাগে লিখুন, কেউ না কেউ সাড়া দিবে।

দারুন তো , আগে জানতাম নাতো। অনেক …………অনেক……………ধন্যবাদ আপু।

    আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ।

ধনেবাদ

khub sundor hoice, jana silo… dear api…

ভালো হয়েছে ধন্যবাদ।

    দোয়া করবেন। সবসময় যেনো টিউন করতে পারি।

অসাধারন।

    থ্যাঙ্কস……………………………………………………

Level 0

আমি কিন্তু প্রথম থেকেই আছি… ধন্যবাদ এত ব্যাস্ততার মাঝেও টউন করার জন্য… ভালো থাকবেন।

    আপনারা দোয়া করবেন।সাথে থাকুন।

Level 0

কিন্ত আমি যে ms word 2007 use আমি কি করব?

    ভাইয়া আপনি একটা কাজ করতে পারেন। যেমন এখনে বলা আছে insert>picture এ ক্লিক করুন। আপনি এখন দেখতে পারেন আপনার ২০০৭ এ কোথায় এই option টা আছে।এক জায়গায় না এক জায়গায় এটা খুজে পাবেন।

Very Importent Tune. Thank's