আসুন শিখি Microsoft office word part-5(আজকের বিষয় Math এর mathematical term মাইক্রোসফট ওয়ার্ড এ কিভাবে লিখব)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকের টিউন এ আমরা শিখব কিভাবে x2,  X2 এসব লিখা যায়।

মানে chemistry পরীক্ষায় H2, H2o এসব, আর math পরিক্ষায় X2 +Y2= 1 এসব কিভাবে লিখব।

***প্রথমে Microsoft word ওপেন করুন। তারপর, লিখুন H2.

***এবার, 2 কে সিলেক্ট করুন।

****এরপর, format>font  এ ক্লিক করুন।

***তারপর, effect অপশন এ গিয়ে superscript এ সিলেক্ট করে ok ক্লিক করুন।

***দেখুন, H2 হয়ে গেছে। এছাড়া 2 সিলেক্ট করে ctrl, shift, আর = একসাথে ক্লিক করলেও হবে।

***এবার, একই উপায়ে H2 এর 2 সিলেক্ট করে format>font এ ক্লিক করুন।তারপর, subscript সিলেক্ট করে ok ক্লিক করুন।

***দেখুন, H2 হয়ে গেছে।এছাড়া, 2 সিলেক্ট করে ctrl আর = একসাথেও চাপ দিলে হবে।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। যদিও জানতাম। ২০০৭ এর অপশনগুলো দিলে ভালো হয়।

Level 0

আপু আমরা আপনার সাথেই আছি… খুব ভাল লিখেছেন… পরের টিউনের অপেক্ষায়…

Level 0

sundor,,,sundor.

ভালো টিউন ২০০৭ এর জন্য কিভাবে হবে জানালে খুশি হব।

জানতাম

সোজা প্রিয়তে…