ফটোশপ জোন(পর্বঃ২৩- কাঠের টেক্সার তৈরি)

ফটোশপ জোন

বন্ধুরা,ফটোশপের আজকের পর্বে আমি আপনাদের দেখাব,কিভাবে খুব সহজে কাঠের টেক্সার তৈরি করা যায়। পদ্ধতি সহজ, তবে খুব মন দিয়ে দেখবেন, কারণ ওয়েব ডিজাইনিং টিউটোরিয়ালে বাটন তৈরি করতে গেলে আমি এ পদ্ধতি apply করব। উল্লেখ্য, তৈরিকৃত কাঠের টেক্সারটি পালিশ না করা কাঠের টেক্সার।

প্রথমে একটি ডকুমেন্ট খুলুন। নিচের মত ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে তা দিয়ে ডকুমেন্টটি ফিল করুন।

এখন filter->noise->add noise কমান্ড দিয়ে যে ডায়লগ বক্স পাবেন তাতে নিচের মত মান দিন।

নিচের মত পাবেন।

এরপর filter->blur->motion blur কমান্ড দিয়ে প্রাপ্ত ডায়লগ বক্সে নিচের মত মান দিন। ok করুন।

নিচের মত হবে।

উল্লেখ্য,এভাবে আপনি মেটাল টেক্সার তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ফরগ্রাউন্ড কালার হিসেবে এই ব্রাউন কালার সিলেক্ট না করে ধুসর বা হালকা ধুসর অর্থাৎ চকচকে মেটাল যে রঙ হয় সে রঙের কালার দিয়ে কাজ করুন। আর noise, motion blur হিসেবে তখন মেটালের সাথে সামঞ্জস্য পূর্ণ মান দেবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ মামা

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

Thanks..

ধন্যবাদ। এগিয়ে যান সাথেই আছি, থাকব।

    Level 0

    উৎসাহিত করার জন্য ধন্যবাদ। 🙂

ধণ্যবাদ।