মাউস এর একটি মজার ব্যবহার

আশাকরি অনেক অনেক ভাল আছেন আপনাদের মাঝে আমি মোহাম্মদ হাফিজ আবারো নতুন টিউন নিয়ে হাজির হলাম আজ আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হল মাউস এর একটি সুন্দর ব্যবহার

আমরা অনেক সময় কম্পিউটার মাউস ব্যবহার করি অথচ মাউস এর গোপন যে টিপস গুলো সেগুলো আমরা জানি না তাই মাউস নিয়ে আমার আরো ভিডিও রয়েছে এমন কি আর্টিকেল রয়েছে সেগুলো দেখে আশাকরি উপকারে আসবে অবশ্যই ভালো লাগবে

আজ আমরা দেখব কিভাবে মাউস দিয়ে মার্ক করে কপি করতে পারি আমরা সব দিনে মাউস দিয়ে মার্ক করি অথবা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে মারক করি আজ দেখব একটি নতুন সিস্টেম কিভাবে অন্য ভাবে শুধু মাউস দিয়ে নতুন ভাবে মার্ক করব এবং আমরা স্বাভাবিক ভাবে যে কাজগুলো করি সেগুলো  করব

সরাসরি ভিডিও দেখতে পারেন এবং নিচে লিখে দিচ্ছি সেটা দেখতে পারেন

 

আপনার কম্পিউটারের সার্চ বক্সে গিয়ে লিখবেন ফোল্ডার অপশন ওখান থেকে ভিউ ক্লিক করবেন

এবার নিচের দিকে যান দেখবেন

use chack boxes select items এই বক্সটি টিক মার্ক দেওয়া থাকবে না আপনি টিক মার্ক দিয়ে নিন তারপর ওকে প্রেস করে বেরিয়ে আসুন দেখবেন আপনার কাজ শেষ এবার মাউসের কার্সার যেখানে নেবেন সেখানে একটি বক্স দেখতে পাবেন আপনি বক্স এর উপর ক্লিক করুন এবং মার্ক করুন আপনার কাজ ইচ্ছামত করতে পারবেন

 

 

Level 2

আমি মোঃ হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস