———————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকে যে বিষয় নিয়ে টিউন লিখতে বসছি সেটা হলো সেরা অডিও ইডিটিং সফটওয়্যার বিষয়ে। এটা শুধু মাত্র কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। অনেকেই অনেক ভাবে ভয়েজ রেকর্ড করেন এবং ইউটিউবে টিউবিং করে, তাদের ভয়েজ গুলা সুনতেও দারুণ লাগে। যারা টিউবিং করেন তাদের জন্য প্লাস পয়েন্ট হলো দারুণ তিনটা অডিও ইডিটর দিয়ে পারবেন আশা পূরণ করতে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা তিনটা সফটওয়্যার।
একটা অসাধারণ সফটওয়্যার, আপনি একদম প্রফেশনাল ভাবে আপনার অডিও গুলো ইডিট করতে পারবেন।
আরো কি কি কাজ করতে পারবেন তার জন্য আলাদা ভাবে ভিডিও বানিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন।
ডাউনলোড করতে চাইলে Download Audacity For Computerএখানে ক্লিক করেন
অসাধারণ আরেকটা সফটওয়্যার। Audacity'র মতই দারুণ কাজের জিনিষ। এতো এতো বৈশিষ্ঠ্য লিখতে অনেক সময় লাগবে কষ্ট করে ভিডিওতে দেখুন।
আর যদি ডাউনলোড করতে চান তাহলে Download For Mac এখানে ক্লিক করেন।
আরেকটা অসাধারণ জিনিষ। বিস্তারিত বলবো না ইচ্ছা হলে ডাউনলোড করেন না হলে পস্তান। Download Wavepad For Computer
কিভাবে কি করতে হবে সেগুলো নিয়ে আগামীতে টিউন করবো ভিডিও টিউটোরিয়াল দিয়ে।
আমার মনে হয় ভিডিও টিউন না করলেও চলবে। কারণ কাজ বেশি কঠিণ নয়! নিজে ট্রাই করলেই বুঝতে পারবেন। যদি সমস্যা হয়েই থাকে তাহলে টিউন প্রকাশ করবো সমস্যা নেই।
তাহলে আজকের মত আল্লাহ হাফেজ।
দেখা হবে আগামী টিউনে সে প্রর্যন্ত ভাল থাকুন, সুস্থ্য থাকুন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}