
সবাইকে ধন্যবাদ জানিয়ে সুরু করছি
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন এর আগে আমি এই টিউন টি করেছিলাম কিন্তু আমি একটু ব্যাস্ত থাকায় ভিডিও গুল দিতে পারি নি। আজ থেকে সুরু করছি আবার আজ একটি ভিডিও দিব। এবং আগামি ১০ দিনে ১০ টি ভিডিও দিব যেখানে আমি ইউটিউব মারকেটিং এ খুটি নাটি সকল বিষয় তুলে ধরেছি।
আমাদের এই ভিডিও গুলো দেখলে যারা একদম নতুন তারাও বুঝতে পারবেন।এবং যারা অনেকদিন ইউতিউবিং সুরু করেছেন তাদের কেও আমাদের এই কোর্স টি হেল্প করবে।
ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে দেখা গেছে অনেকে অনেক টাকা খরজ করে কোর্স কিনে থকেছেন।পেইড কোর্স এ জা থাকে আমাদের এই ফ্রি কোর্স এও তাই পাবেন সুধু আপনাকে একটু কষ্ট করে ভিডিও গুল দেখতে হবে।
হয়তো বা আমার ভিডিও কন্টেন্ট ততটা ভাল নয়।কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আমাদের এই ভিডিও গুলই তথ্য পাবেন হাজার হাজার টাকা খরজ করলেও বাংলাদেশের কেও আপনাকে শেখাতে পারবে না।সব থেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস আর আপনি যদি সেই বিশ্বাস রেখে আমাদের ভিডিও গুল দেখেন তা হলে আপনি একজন ইউতিউবার হবেন আমি গারান্টি দিতে পারি।জাইহক আর বেশি কিছু বলবো না সুধু টেকটিউনস এর অনুমতি চায় আমাদের এই কোর্স এর ভিডিও গুল এখানে দিতে পারবো কি না?
অনুমতি ছাড়াই প্রথম পর্বের ভিডিও দিলাম এবং আগামি কাল থেকে মুল ভিডিও গুল পাবেন ইনশাহল্লাহ
আমি লিমন হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।