এডোবি সকল সফটওয়ার এর কাজ শিখুন,আর ফ্রিলাঞ্চার হিসেবে নিজেকে গড়ুন

বর্তমান প্রিথিবিতে ফ্রিলাঞ্ছার এর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।তার সাথে পালতে চলেছে কাজের ধরন।আপ্নি যদি নিজেকে ফ্রি লাঞ্ছার হিসেবে গড়ে তুলতে চান।তাহলে আপনাকে যেকোনো বিষয় এর উপর দক্ষতা অর্জন করতে হবে,আমাদের দেশের অনেকেই এখন গ্রাফিক্স দিজাইন শিখে অনলাইন এ কাজ করে।আপনিও শিখতে পারেন।কিন্তু একটা কথা মনে রাখবেন অন্য কেও গ্রাফিক্স দিজাইন শিখেছে বলেছে আপনিও গ্রাপিক্স দিজাইন শিখবেন তা নয় আপনি অন্ন কিছি শিখতে পারেন যেমন ভিডিও এডিটিং, অ্যানিমেসন সিখতে পারেন।বাংলাদেশে এই ধরনের কাজ গুলই অভিজ্ঞ মানুস কম আছে।চাইলে সেই জায়গা গুলো আপনি পুরন করতে পারেন।

আপনি এডোবি সফটওয়ার এর কাজ গুলো শিখতে পারেন adobe after effect,adobe premier pro,adobe illutrator.adobe photoshop. এই চারটি শিখলেই আপনি প্রফেশনাল হয়ে জাবেন।

অনলাইনে অনেকে আছে এই কাজ গুলো সেখাই তেমন একটি ইউটিউব চ্যানেল আছে limon graphics and VFX.আমি কোন কথা মিথ্যা বলব না এই চ্যানেলটি আমার নিজের।আমি নিজেই অনেকদিন ধরে adobe after effect,adobe premier pro,adobe illutrator.adobe photoshop এই সফটওয়ারে এ কাজ শিকেছি।আমি কোন স্পাম টিউমেন্ট করতে চাই না।আপ্নাদের ইচ্ছা হলে এই চানেল দেখতে পারেন।আমি কাউকে দেখতে জোর না।

আমি নিয়মিত টেকটিউনস এ এই সফটওয়ার গুলোর ভিডিও টিউটরিয়াল দিব।আপনাকে আর কষ্ট করতে হবে না।

আপনাদের বোঝার স্বার্থে একটি ভিডিও দিলাম

আশা করি টেকটিউনস এর এডমিন রা আমাকে সাহায্য করবেন।আমি কোন ধরনের খারাপ ভিডিও দেব না।আপনারা জাতে শিখতে পারেন তার জন্যই আমি কাজ করব।অনেকেই ভাবছেন হয়তো আমি নিজের চ্যানেল বড় করার জন্য এমন টিউন করলাম। না আমি এমন কোন কাজ করছি না।আপ্নাদের আমাদের চানেলে জাওয়ার দরকার নেই যে শিখবেন সুধু টেক্টিউন্স এ নিয়মিত ভিসিত করলেই হবে।

Level New

আমি আমিনুর রাহমান রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রচুর বানান ভৃুল এবং অসম্পূর্ণ বাক্য।