দ্রুত টাইপ করুন কী বোর্ড ছাড়াই (যারা ডাটা এন্ট্রির কাজ করেন)

অনেক সময় আউটসোর্সিং ডাটাি এন্ট্রি কাজের  জন্য আমাদের দ্রুত টাইপ করতে হয়। এর জন্য রয়েছে একটি মাারাত্বক সফটওয়ার। টুলসটি হলো গুগলের। এর মাধ্যমে আপনি  মাইক্রোফোনের মাধ্যমে দ্রুত টাইপ করতে পারেন। এটা বাংলা ছাড়া অন্য অনেক ভাষা সাফোর্ট করে।

যেহেতু এটা বাংলা ভাষাকে সাপোর্ট করে না তাহলে ইংরেজী টাইপ করা যাবে। কারণ আমরা যখন টাইপের কাজ পাই তখন শুধু ইংরেজী টাইপ করতে হয়। আপওয়ার্ক সহ বিভিন্ন প্লাটফর্ম এ ইংরেজী টাইপ করতে হয়।

এর জন্য আপনার প্রথমে যেটা দরকার হবে

  • গুগল ক্রম ব্রাউজার
  • মাইক্রফোন

প্রথমে আপনি গুগলে গিয়ে ওয়েব স্পিচ এ পি আই লিখে সার্চ দিন। এর পর এখানে ক্লিক করুন। দেখবে web speech api নামে একটি উইনডো আসছে। এবার সাদা একটি বক্স থাকবে। এর পর ভাষা সিলেক্ট করে দিতে হবে। এখন ইউএস অথবা ইউকে ইংলিশ নির্বাচন করতে হবে। এর পর হাতের বামে দেখবেন মাইক্রফোন চিহ্নিত একটি আইকন রয়েছে। ওখানে ক্লিক দিন। মাইক্রোফোন টিতে ক্লিক দিলে লাল হয়ে যাবেএবং  সময় গোননা শুরু হবে। সাদা অংশে আপনার শব্দ টাইপ হবে। আবার মাইক্রোফনে ক্লিক দিলে লেখা বন্ধ হয়ে যাবে। এর পর কপি বাটনে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে দিন।

এর আপনার ভয়েস দিন দেখবেন টাইপ হচ্ছে। ভাল না বুঝলে পূর্ণাঙ্গ দেখুন ভিডিওতে ।

Level 0

আমি মোস্তাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস