
যারা কম্পিউটার সায়েন্সে পড়েন তাদের জন্য এই টিউন। ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ার এ এই বিষয়টা থাকে।কম্পিউটার গ্রাফিক্স নিয়ে আমি অনেক বাংলা টিউটরিয়াল খুজেছি কিন্তু পাইনি।তাই নিজেই যতটুকু শিখেছি তার টিউটরিয়াল বানালাম, কোন ভুল হলে ক্ষমা করবেন।আশা করি ভালো লাগবে।
কম্পিউটার গ্রাফিক্স কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে দৃশ্যমান বিষয়বস্তু কীভাবে ডিজিটাল উপায়ে সমন্বয় করা এবং পরিবর্তন সাধন করা যায়, তা নিয়ে গবেষণা করা হয়। কম্পিউটার গ্রাফিক্স বলতে অনেকেই ত্রিমাত্রিক কম্পিউটার গ্রাফিক্স বোঝেন, তবে এই শাস্ত্রে দ্বিমাত্রিক গ্রাফিক্স এবং ছবি প্রক্রিয়াকরণের বিষয়গুলিও আলোচনা করা হয়।
যা যা লাগবেঃ
1.code blocks
2.opengl file
ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপসনে দেওয়া আছেঃ
কম্পিউটার সায়েন্সে পড়েন তাদের জন্য কম্পিউটার গ্রাফিক্স (Opengl) বাংলায় পর্ব ১
যদি টিউনটি ভাললাগে অবশ্যই শেয়ার করবেন।
যদি টিউনটি ভাল না লাগে অবশ্যই জানাবেন কেন বা কি কারনে ভাল লাগেনি। 😥 😥 😥 😥
আমার কোন সমস্যা হইনাই আশাকরি আপনাদেরও কোন সমস্যা হবেনা। কোন সমস্যা হলে কমমেন্ট করবেন।সবাইকে ধন্যবাদ।আমার জন্য সবাই দোয়া করবেন। 😎 😎 😎 😎 😎 কোন পরামর্শ থাকলে জানাতে পারেন। পরবর্তী টিউনটি কি নিয়ে করা যায় তাও জানাতে পারেন।
YOUTUBE Channel:
https://youtube.com/techpuzzle
facebook page:
আমি মাহবুবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।