মেগা টিউনঃ সিপিএ ও অ্যাফেলিয়েট মার্কেটিং এঁর জন্য ফ্রি ফেসবুক মার্কেটিং ৯টি টিউটোরিয়াল

বিসমিল্লাহির রহমানির রহিম

ফেসবুক মার্কেটিং সিক্রেট ধারাবাহিক টিউটোরিয়াল  সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বর্তমান সময়ে সোসিয়াল মিডিয়া মার্কেটিং এঁর মধ্যে ফেসবুক ও ইউটিউব অন্যতম। অনলাইন থেকে ইনকাম, নিজের বেবসার প্রচার এঁর জন্য ফ্রী তে  ফেসবুক মার্কেটিং সিক্রেট বিসয়ের মধ্যে অনেক খুতিনাতি বিষয় আছে, জেইগুলা আমার একান্তই বেক্তিগত অভিজ্ঞতা। অনেকেই ফেসবুকে হাজার হাজার আইডি খুলে গ্রুপ টিউন করে স্পামিং করেন কিন্তু সেই তুলনাই সফলতার হার খুবি কম। আমার বিশ্বাস আমি জেইভাবে প্রথম থেকে সব কিছু দেখাব সেইমত কাজ করেন তবে ইন্সাআল্লাহ সফল হবেন।

এছাড়া যেসকল বিষয়ে ফেসবুক মার্কেটিং কাজে লাগবেঃ

  • সিপিএ মার্কেটিং এঁর জন্য
  • অ্যাফেলিয়েট মার্কেটিং এঁর জন্য
  • নিজের বেবসার প্রচার এঁর জন্য
  • ডিজিটাল মার্কেটিং এঁর জন্য।
  • এছাড়া আরও অনেক কাজে লাগবে।

গুরুত্তপূর্ণ আগের টিউনটি পড়ে নিন এখানে ক্লিক করে।

আজকে মুলত একদম শুরুর টিউটোরিয়াল তাই বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না। পুর ভিডিও অন্ততও ২ বার দেখবেন (না কেটে দেখবেন)। এঁর আগে আমি ইউটিউব এঁর পুরনাঙ্গ টিউটোরিয়াল দিয়েছিলাম আর বলেছিলাম অনলাইন আরনিং এঁর ১৫০ টি ভিডিও দিব সব ফ্রী তে। কিন্তু ভালো কাজে বাধা বেশি আসে, কয়েকজন মিলে আমার চ্যানেলে লাগাতার রিপোর্ট করে চ্যানেলের বারোটা বাজিয়ে দিয়েছে। তারপরও ফেসবুক পেজে অনেক ভিডিও শেয়ার করেছিলাম। আর আপনাদের জন্য আবার নতুন একটি চ্যানেল খুলে ফেললাম।

সৌজন্যে:

 ফেইসবুক গ্রুপে এখানে ক্লিক করে:

 ফেইসবুক পেজে এখানে ক্লিক করে:

Level 0

আমি nayon paka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস