কিভাবে করাপ্ট avi ফাইল ঠিক করবেন?

আমরা প্রায়ই  নেট থেকে avi ফাইল ডাউনলোড করে চালাতে গিয়ে দেখি ফাইলের ইনডেক্স করাপ্ট অথবা ফ্রেমরেট খারাপ।তাই ফাইলটি চালানো যায়না।তখন আবার ডাউনলোডের ঝামেলা আমরা না গিয়ে করাপ্ট ফাইল রিপেয়ার করা যায় এমন টুল[tool] খুজে বের করি।এরকম একটি টুল হল ডাইভফিক্স++ [divfix++]।এটি ফ্রী,মাল্টি প্লাটফরমে পাওয়া যায়,একবারে অনেক গুলো ফাইল ফিক্স করতে পারে এবং গুরুত্বপূর্ণ কথা হল এটি কাজ করে।
এটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানায়   http://divfixpp.sourceforge.net/download.php
আপনারা divfix++ এর তিন ধরণের প্লাটফরম পাবেন লিনাক্স[RPM এবং DEB],ম্যাকওএস[MAC OSX] এবং উইন্ডোজ।
যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা এটি একটি জিপ ফাইল হিসেবে ডাউনলোড করবেন।এটি ইন্সটল দেওয়ার প্রয়োজন নেই শুধু উইনরার[winrar] দিয়ে এক্সট্রাক্ট করে DivFix++.exe নামে ফাইলটি এক্সট্রাক্টকৃত ফোল্ডার থেকে চালালেই হবে।
এটি আর একটি ভাল সুবিধা হল একটির ফাইলের বদলে অনেকগুলো ফাইল একসাথে ফিক্স করা যায়।যে ফাইল গুলো ফিক্স করতে চান সেগুলো Add Files ক্লিক করে লোড করুন।আমি এখানে kingdom of heaven লোড করেছি।কারন আমার এই ফাইলটি ইন্ডেক্স করেনা।
ফিক্স শুরু করার আগে আর একটি জিনিস হল ডিফল্ট ভাবে divfix++ যেখানে অরিজিনাল ফাইল আছে ফিক্স করা ফাইলটি রিপেয়ার করে নতুন নামে সেখানেই সেভ করে।যদি তা বদলাতে চান বা নিজের পছন্দ মত ফোল্ডারে সেভ করতে চান তাহলে উপরে বাম কোনায় দেখবেন Relative Output Folder and File নামে চেকবক্স আছে তা আনচেক[uncheck] করে দিয়ে নতুন লোকেশন দিয়ে দিন।
এখন লোড করা ফাইলে কোন এরর[error] আছে কিনা চেক করতে check error  বাটনে ক্লিক
করুন।অল্প কিছুক্ষন সময় নেবে এরর চেক করতে।
আর একটি বিষয়ের দিকে খেয়ার রাখতে হবে তা হল নিচে add files,remove files,clear lists ইত্যাদি বাটনের পাশে তিনটি চেক বক্স আছে এগুলো ঠিক করে নেওয়া।
১।cut out bad parts সিলেক্ট করলে ফাইল ফিক্স করার সময় খারাপ অংশ গুলো কেটে বাদ দিবে।
২।keep original file সিলেক্ট করলে ফিক্স করার পর অরিজিনাল ফাইল রেখে দিবে নয়তো ডিলেট করে দিবে।
৩।recover from key frames সিলেক্ট করলে bad ফ্রেম রেট থাকলে তা ফিক্স করবে।
এখন fix বাটনে ক্লিক করে ফাইল ফিক্স শুরু করেন।অল্প কিছুক্ষন লাগবে ফাইলটি ফিক্স করতে।
ফাইল ফিক্সিং শেষ হওয়ার পর আপনার দেওয়া আউটপুট ফোল্ডারের লোকেশন এ যান।সেখানে দেখবেন আপনার ফিক্স করা ফাইলটি আছে।

Level 2

আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a bad boy - Me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অশেষ ধন্যবাদ। এটা মনে হচ্ছে ১০০% কার্যকর। :-b

    জ্বী ভাই,এটা কাজ করে।আমি ট্রাই করে তারপর দিয়েছি।

প্রিয়তে…………

প্রিয়তে………… 🙂
ধন্যবাদ

Level 3

জোস একটা টিউন করলেন ভাই।আমার অনেক উপকারে আসবে। ধন্যবাদ।

    আপনার উপকারে আসবে জেনে খুশি হলাম।তবে অনেকের মনে হয় ভাল লাগেনি নেগেটিভ ৫ ভোট।

অনেক সুন্দর এবং উপকারি টিউন,
আমিও প্রিয়তে নিয়ে নিলাম,
অসংখ্য ধন্যবাদ টিউনের জন্য।

    আতাউর ভাই ধন্যবাদ।আপনি মনে হয় সবার টিউনে মন্তব্য করেন।আপনার এই কাজের জন্য আমার তরফ থেকে মেডেল।দীর্ঘজীবি হোন।