বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন। আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আসলে তেমন কিছুই চোখ ধাঁধানো টি্িুটোরিয়াল দিতে পারলাম না। তার পরও এই টিউনটি সকলেরই কাজে আসবে কারণ। আমরা অনেকই আছে যারা অনেক দিন ধরে লগো ডিজাইনের কাজ করে কোন লাভ পাইনা। তাই অনেকে ভাবেন শুধু সময় নষ্ট করে এগুলো করে কী হয়। আসলে এ ধারণাটা ভুল। চোখে চমকদার হলেই যে আপনার লগো একটি কোম্পানী নিবে তার কোন কারণ নাই। একটি কোম্পানী তখনই আপনার লগোটিকে দাম দিয়ে নিবে যখন দেখবে আপনার বানানো লগোটি সেই কোম্পানীর কার্য কলাপ বা তার শ্লোগান এর ইঙ্গীত আছে।
এ ক্ষেত্রে কয়েকটি উদাহরণ বলি। যেমন ধরুন পৃথিবী বিখ্যাত মোবাইল কোম্পানী আ্যপেল, তো এই আ্যাপল আবার একটু কামড় দেওয়া চিণ্হ আছে। লগোটি দেখতে কিন্তু কোন ভাবেই চমকদার না হলেও ওর ভিতরে অনেক অর্থ আছে বুঝে নিতে হবে। এবার আসি মাইক্রোসফট উইন্ডোস খালি চোখে দেখলে মনে হবে চারটি চতুর্ভূজ এর সমাহার বর্তমানে কালার ফুল আর একটু শাইনি ইফেক্ট দিয়ে দেখতে ভালো করেছে। বন্ধুরা এর ভিতরেও ওই কোম্পানীর মর্মার্থ লুকায়িত আছে। অনেক কথা বলা যায় এ দুটো কোম্পানীর লগো নিয়ে।
যাই হোক যে কারণে কথা বল্লাম তা হলো আমি এখন চেষ্টা করব আপনাদের কাছে চমকদার লগো সাথে সাথে কোম্পানী লগো যেটা সেই কোম্পানীর মর্মার্থ বুঝাবে। হয়তো দেখতে খারাপ লাগতে পারে কিন্তু এটাও জানার দরকার আছে। তো আজকে একবারে দুটো লগো আপনাদের সামনে হাজির করলাম দেখে নিয়েন আর কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করবেন আপনাদের প্রশ্ন’র ভিতরে আমার অনেক কিছু শিখার আছে। আর যারা গুরু আছেন বরাবরের মতো এবারো বলছি আমাকে একটু সাহায্য করলে আমি চির কৃতজ্ঞ থাকব। আর কথা নয় নিচে ভিডিও দেওয়া হলো দেখে নেবেন আর অবশ্যই সমালোচনা করবেন উৎসাহ মুলোক।যেন হেয়ালিমুলোক না হয়।
আমি mastar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।