বন্ধুরা একেবারই সিম্পল একটি লগো টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির এলাম। এবারের লগো টি খুবই সহজ। যে কেউ তৈরী করতে পারে। তবে যারা নতুন তাদের জন্য মজাদার। কারণ নতুন রা লগো ডিজাইন শিখতে চাইলে সহজ কিছু দিয়ে শুরু করতে চায়। কারণ সহজ টিউটোরিয়াল থেকে কাজ করার আগ্রহ বেশি জাগে। তাই আমার উদ্দেশ্য যারা নতুন তাদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আমি এবার এই টিউটোরিয়াল করেছি। দেখেন যারা নতুন আছেন। এবং বেশি বেশি করে টিউটোরিয়াল দেখেন,বেশি বেশি কাজ করেন। বেশি বেশি বিদেশী ডলার ইনকাম করতে পারবেন। একজন যদি পারে তাহলে আপনও পারবেন।
আর এবারের লগো টি সিম্পল হলেও মজার ব্যাপার হলো বড় বড় কোম্পানী গুলো কিন্তু সিম্পল লগোই বেশি পছন্দ করে এবং বেশি দামে ক্রয় করে। তাই আমার পরামর্শ হচ্ছে সিম্পল লগো তৈরী করা যেটা হবে কোম্পানীর কর্মকান্ডের সাথে অর্থ বহ হয়। এবং এটাই সফলতার চাবি কাঠি। বিশেষ করে যারা বৈদেশিক ডলার আয় করতে চায়। তো ধন্যবাদ নিচে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হলো আপনারা দেখে নিবেন।
আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN