এবার TP Link রাওটার কনফিগার করুন পিসি ছাড়া আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়েই

আসসালামু-আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই?    🙂   🙂

আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে বাজার থেকে কিনেই
প্রথমবার পিসি ছাড়া TP-Link রাওটার কনফিগার করবেন, তাও আবার আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে।

এজন্য আমি ১টি ভিডিও টিওটোরিয়াল ক্রিয়েট করেছি। আপনারা যাতে খুব সহজেই টিওটোরিয়ালটি বুঝতে পারেন সে কথা মাথায় রেখে ভয়েস সহ যা কিছু প্রয়োজন তা আমি ভিডিওটিতে বলার বা দেখানোর সব রকম চেস্টা করেছি। আশা করি আপনারা সবাই অনেক উপকৃত হবেন।

ভিডিওতে আমি ম্যাক এড্রেস সম্পর্কে ছোট করে কিছু বলেছি যা বুঝতে সমস্যা হতে পারে, সে কারণে এই টিউনে কিছু কথা এড করছি যাতে যেকোনো সময় যেকোনো ডিভাইস দিয়েই আপনি রাওটার কনফিগার করুন না কেন ম্যাক কি কাজে লাগে তা সকলেই সহজে বুঝে যাবেন ইনশাআল্লাহ।

সহজ করে বললেঃ প্রতিটি গাড়ির যেমন চেসিস নং থাকে আর মোবাইলের আই.এম.ই এড্রেস থাকে ঠিক তেমনি প্রতিটা পিসির সাথে ম্যাক এড্রেস থাকে যা আমরা সকলেই কমবেশি জানি। এখন কথা হচ্ছে নেট কানেক্ট করার সময় সমস্ত আই.এস.পি কোম্পানিই কিন্তু আপনাকে ম্যাক এড্রেসের এগেইনেস্টেই নেট লাইন কানেকশন একটিভ করে দিয়ে থাকে, যা কিনা নেট চালনা করতে অপরিহার্য ভুমিকা পালন করে থাকে। তো রাওটার কনফিগার করার পর সব কিছু করা শেষ মনে হলেও যদি নেট না পায় সেক্ষেত্রে Tp-Link এর সার্ভার অনুযায়ী ম্যাক ক্লোন করে নিলে নেট কানেক্ট হয়ে যাবে ১০০%।

Tp-Link সার্ভার-এর ম্যাক ক্লোন করতে প্রথমে Network-এ ক্লিক তারপর Mac Clone- এ ক্লিক করে Clone Mac Address- এ ক্লিক করুন তারপর Save বাটনে ক্লিক করুন, ব্যাস কাজ শেষ দেখবেন আপনার ডিভাইস নেট কানেকশন পেয়ে গেছে।

তো অনেক কথা হল এবার চলুন দেখে নেই কিভাবে Tp-Link রাওটার কনফিগার করব এন্ড্রয়েড মোবাইল দিয়ে

টিউটোরিয়ালটি দেখতেঃ

ফেবুতে আমাকে পেতেঃ <a href="https://www.facebook.com/irupok

বিঃদ্রঃ আমার টিউন কেমন হল তা জানাতে ভুলবেন না যেন। আর টিওটোরিয়ালে ভুলভ্রান্তি থাকলে এবং টিউনে ভুল কিছু বললে নিজগুনে সবাই ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন এই কামনা করি সবার কাছে

আল্লাহ হাফেজ।

Level 2

আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

    টেকটিউনস মেন্টর আমি একজন নবীণ টিউণার হোওয়া সত্তে আমার ভুলত্রুটি অনেক তা আমি শিকার করছি। আর ভবিষ্যতে যাতে করে আমি ভালো টিউন নিয়ম মেনে পোস্ট করতে পারি সেজন্য কিভাবে ১০০% ওকে করে টিউন করতে হয় তার ১টা লিংক বা টিউটোরিয়াল আমাকে দিতে পারলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকিব। দয়া করে আমার অনুরোধ একটু বিবেচনা করে আমাকে ১টা ভালো উত্তর দিন।

টেকটিউনসের নীতিমালা জানতে https://www.techtunes.io/faq দেখুন। আপনি এই টিউনটি দেখতে পারেন
https://www.techtunes.io/featured/tune-id/336014

    অনেক অনেক ধন্যবাদ। আমি এটাই খুজছিলাম যে কিভাবে আমি টিউন-এর নিয়ম মানতে পারি। আর ২য় লিঙ্ক-এ বুঝলাম যে টিউনটিতে ইংরেজি একপ্রকার নেই বললেই চলে এ বিষয় ছাড়া আমি তেমন কিছু পেলাম না। যাই হোউক আমার পরবর্তী টিউন নিয়ম মেনে ভালোভাবে বুঝে প্রকাশ করব ইনশাল্লাহ।