প্রিয় টেকি বন্ধুরা কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে এমন একটি সমস্যার সমাধান নিয়ে কথা বলব যা প্রায় সবাইকে কম বেশি পড়তে হয়েছে। অন্তত যারা লেটেস্ট ভার্সন ফায়ার ফক্স ব্যাবহান করছেন অর্থাৎ ফায়অর ফক্স ভার্সন ৪৯। হঠাৎ করেই দেখা গেল আপনার IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ফায়ার ফক্স প্লাগিন IDMcc কাজ করছেনা। এখন কি করার? কোন উপায় খুঁজে পাচ্ছেন না। এ সমস্যার উপায় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই সহজ ভাবে আমি চেষ্টা করেছি টিউটরিয়াল টি আপনাদের সামনে তুলে ধরতে। যদিও মাত্র দু মিনিটের কাজ। কিন্তু অনেকে আছে এ সমস্যা সম্পর্কে একেবারই নতুন। শুধু তাদের কথা মাথায় রেখে আমি মাইক্রো সফ্ট ওয়ার্ড ডকুমেন্ট ও ভিডিও দুটোতেই দেখানোর চেষ্টা করেছি। তাই ভিডিওর লেন্থ বড় হয়েছে। যাই হোক আপনাদের কারোর যদি একটু উপকার হয় তাহলে অন্যকে শেয়ার করবেন। যাতে সকলেই উপকার পায়। আর একটা কথা যদি টিউটোরিয়াল কারোর কাছে খারাপ লাগে তাও জানাবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।
আমি mastar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
IDM Software Letest verson er link ti diben please?