আপনার স্মার্ট ফোন থেকেই শুরু করুন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট, তাও আবার কোন প্রকার নেট কানেকশন ছারাই (গুরুত্বপূর্ণ 5th Tutorial ভিডিও সহ) Android Onclick Button Event

শুরুতেই সবাইকে  আন্তরিক শুভেচ্ছা  এবং  স্বাগতম  জানাচ্ছি  আশাকরি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আবার ফিরে আসলাম। 😀 আর  হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়।  🙂

 

l
IDE FOR ANDROID JAVA C++ (Programmer RaseL)


আগেই বলে নিচ্ছিঃ AIDE ভিত্তিক Android app development এর এটি ৫ম  টিউন, সুতরাং আপনি যদি প্রথম টিউনটি বা দ্বিতীয় টিউনটি না দেখে থাকেন তাহলে, এই টিউনটির ঘোড়ার ডিমও বুঝবেন নাহ। সুতরাং প্রথম টিউনটি এখনি এখান থেকে দেখে নিন।

আমি আবার বলছি, আমার আমাদের মধ্যে যে সকল ছোটরা আছে, প্রোগ্রামিং বা Web Developer হবার মতো বিশাল বড় স্বপ্ন নিয়ে টিটির মতো বড় ব্লগে ঘুরাঘুরি করে কিন্তু কোন কাজ হয় নাহ। হবেই বা ক্যামনে? কারন বাপের কাছে সেই কবে একটা কম্পিঊটার চাইয়া বইসা আছে তার খবর নাই। বাপেও বা দিবে ক্যামনে অভাবের সংসার।   তাই পিসি নেই বলে হতাশায় দিন গুনতে থাকি, পিসি কেনার জন্য। কিন্তু ব্যাপারটা হলো সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ, আর আমার মতো গরিব ঘড়ের সন্তান হলে তো কথাই নেই, আস্তে আস্তে যখন হতাশার দিকটা ভারি হতে থাকে তখন দেখা যায় আমাদের অনেকেরই ইচ্ছা গুলোও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে আমাদের সুন্দর সুন্দর স্বপ্ন গুলো, শুধুমাত্র প্রয়োজনিও জিনিস গুলোর অভাবে। তাই আমরা অনেকেই এই অবস্থায় হাল ছেরে দেই, তবে একটা কথা মনে রাখবেন, যে হাল ছেঁড়ে দেয় সে-ই পরাজিত বাদ বাকি সবাই বিজয়ী; তাই বলতেছিলাম আমরা যারা এই ক্যাটাগরির কিন্তু স্বপ্নটা দেখে-ফেলেছেন Android App Developer হওয়ার মতো বিশাল। তারা পিসি না কেনা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে আমার ধারাবাহিক পর্ব গুলো নিয়মিত ফলো করুন এবং প্রাকষ্টিস করে যান ইনশাআল্লাহ আগামী দিন গুলোতে অনেক কাজে আসবে...

শুরু করার আগে নিচের ভিডিও টা থেকে জেনে নিন AIDE কি?

ভিডিও লিংকঃ

গতোপর্বে: আমারা দেখেছিলাম simply book app layout গুলো কিভাবে ডিজাইন করা হয় এবং অ্যাপ এর আইকন কিভানে সেট করতে হয়। আমরা পর্বের শেষের দিকে একটা ছোট খাট অ্যাপ develop ও করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, আমরা যে বিষয় গুলো দেখে ছিলাম। তাহলোঃ

  • কিভাবে বাটন সেট করা যায়।
  • কিভাবে ইমেজ বাটন নেওয়া যায়।
  • ও XML use করে বাটন ডিজাইন করা যায়,
  • android button focus style
  • ও কিভাবে অ্যাপ এর আইকন সেট করতে হয়।
  • At last আমরা application টি run করে ছিলাম।

তো আজ আমি নতুন কোন অ্যাপ develop করবো নাহ, তবে আমাদের পূর্বের projecter অ্যাপটি আমরা use করে নতুন কিছু বিষয় শিখবো, তাহলোঃ

  • XML Layout design
  • Android OnClick Method
  • ও manifest.xml এ add activity
  • LogCat check করা।
  • At last আমরা application টি আবার  run করবো।


আজকের application এর কিছু গুরুত্ব পূর্ণ ScreenShot দেখে নিনঃ


Programmer RaseLProgrammer RaseL

 

এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন
এবং তৈরি করুন জিবনের ৫ম Android App  :p

প্রযুক্তিগত যেকোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে জানাতে পারেন,
ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো... https://www.facebook.com/It.ProgrammerRasel

 

Level 0

আমি Programmer Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অসাধারন বুদ্ধিমান এই পৃথিবীতে অতি সাধারন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তা ছাড়াও আমি ভালোবাসি প্রযুক্তিকে। যদিও খুব বেশি কিছু জানিনা। তবুও যা জানি তাই সবার সাথে শেয়ার করতে চাই। এই লক্ষ্য থেকেই আমার পথ চলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Aide এ onclick exit কিভাবে বন্ধ করব সে বিষয়ে একটা টিউন/ ভিডিও দেন।