কি পদ্ধতিতে কমপিউটারের র‍্যামকে 2 জিবি থেকে 4 জিবি বানাবেন ?

 

কি পদ্ধতিতে কমপিউটারের র‍্যামকে 2 জিবি থেকে 4 জিবি বানাবেন ?

মানুষ সবসময় বিকল্প পথ খুঁজে বের করবার সুজোগ বের করে নেয়। সুবিধাবাদী বা সুবিধাভোগী মানুষ এ সুজোগ কখনো হাত ছাড়া করতে রাজী নয় আর সুবিধে না নিয়ে যারা চুপচাপ বসে থাকে তারা সেই সুবিধে থেকে সবসময় সম্পূর্ণ রুপে বঞ্চিত হয়ে যায় সেও আবার বাড়তি সুবিধে থেকে। অনেকে দুধের স্বাদ ঘোলে মেটাই এটা সেরকম সুবিধে নয় এই পদ্ধতি অবলম্বন করে আপনি অবশ্যই তখন থেকে আপনার কম্পিউটারে বাড়তি সুবিধে পেতে থাকবেন এবং আপনার কম্পিউটারের র‍্যামে সংরক্ষণ ক্ষমতা বেড়ে যাবে পূর্বের চেয়ে বেশী।
আজকাল এই সামান্য পদ্ধতি অবলম্বন করে অনেকেই তাঁর কম্পিউটারে বাড়তি সংরক্ষণ ক্ষমতা বাড়িয়ে দিব্বি চালিয়ে যাচ্ছেন তার প্রয়োজনীয় সর্বমুখী সর্বাত্মক বাড়তি কাজকর্ম।
যথারীতি এই ভিডিওটিতে অত‍্যন্ত সহজ ভাবে দেখানো হলো যাতে আপনারা সহজেই শিক্ষা গ্রহণ করে তার প্রতিফলন বা সুফল পেয়ে আসস্থ বা আস্থাভাজন অর্জন করেন। এমন না যে আপনারা কিছু পাবেননা। এই রকম সুবিধের ব্যাপারে কখনো তা হবেনা। পূর্বেই একবার উল্লেখ করেছি বিশ্বাস ভঙ্গের কোনো কারণ নেই। ভিডিওটি একটিবার দেখলেই পরিস্কার হয়ে যাবেন আপনার বাড়তি সুবিধে আপনি কি ভাবে খুব সহজে পেয়ে যাবেন। আশাকরি আপনারা ভিডিওটি অত‍্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর দেখলে অবশ্যই নিজেরা করতে সক্ষম হবেন। এবং তার সুফল ভোগ করবেন। সকলেই ভালো সুস্থ থাকবেন আগামীতে আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুণ - খোদা হাফেজ।

 ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ

   https://www.youtube.com/watch?v=46HNL7M61tM

Level 0

আমি নাসের কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ও রে লুল ভার্চুয়াল র‌্যামের কথা বলছেন, তাইলে যারা র‌্যাম তৈয়ার করে তাগো কি হইব লুল