

আমরা বর্তমান এই আধুনিক সময়ে কম্পিউটারে দারুণ এক অধ্যায় অতিবাহিত করছি। বিভিন্ন কাজ সমূহে কম্পিউটার ছাড়া আমাদের চলেনা। তাই কম্পিউটারকে সর্বময় সময়োপযোগী করে রাখতে প্রথমত নিজেকে সার্বক্ষনিক দক্ষ ও কর্মমুখী করে তুলুন। মনে রাখবেন নিজেকে আধুনিকতার সঙ্গে প্রকাশ করতে সক্ষম হতে পারাটা নতুন নতুন দিগন্ত খুলে এগিয়ে যাওয়া এবং দক্ষতার পরিচয় দেওয়া। সেই ক্ষেত্রে দক্ষ প্রশিক্ষক হতে হবে প্রথমেই নিজেকে। নিজের উন্নতি সাধনে গড়ে উঠবে দক্ষ জনগোষ্ঠী। জাতি ও জাতীয়তায় আমাদের গৌরব উজ্জল ভবিষ্যৎ প্রজন্মে প্রতীয়মান হবে এক নতুন সম্ভবনা। বাংলাদেশের উন্নয়নে ভুমিকা রাখতে কম্পিউটার হবে সর্বোপরি সর্বেসর্বা। তাই কম্পিউটারে বাংলাদেশর সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসা অতীব জরুরি। কম্পিউটারে প্রবেশের পূর্বে কম্পিউটার যদি সচল ও খুব গতিশীল না থাকে তবে কম্পিউটারে কাজ করতে সবসময় বিঘ্ন ঘটে। কম্পিউটারের ভিতরের কাজ করতে গিয়ে বারবার থমকে যাওয়া লাগে। এইভাবে থমকে গেলে মানুষিকতন্ত্রে চাপ সৃষ্টির ফলে অনেক মেধাবীর মেধা ক্ষরন হবারও লক্ষন দেখা দিতে পারে। তাই কোনো কাজ করতে গিয়ে বিরক্তি বা কোনো বিড়ম্বনা না রেখে কম্পিউটারে প্রবেশ করাটাই উত্তম। সকলের উন্নতি ও মঙ্গল কামনা করে আমার এই সামান্য প্রয়াস আশাকরি আপনাদের উকারে আসবে।
আপনার কম্পিউটারটি গতিশীল সুন্দর ও সচল করে রাখতে নিচের তথ্যের ভিত্তিতে সকল সাহায্য গ্রহণ করুণ এবং নিজেকে দক্ষ করে তুলুন।
নিচের কাজ গুলো সম্পূর্ণ করুণ।
সর্বপ্রথম মাউসের ডান বাটনে ক্লিক করে নিউয়ে গিয়ে Text documemt এ ক্লিক করুণ। এবার নিচের তথ্যগুলো লিখি -
tree c://
scan c://
clean c://
teamp_del c://
[State]
scanState=scan_STATE_COMPLETE
আমি নাসের কামাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।