গত পর্বে দেখিয়েছি কীভাবে ‘ওরে নীল দরিয়া’ গানটি কম্পোজ করবেন। আজ দেখাব কীভাবে আপনার গলায় গানটি রেকর্ড করবেন। আর এরপর মিক্সিং ও মাস্টারিং করবেন।
এই ভিডিওটির জন্য বিশেষ কিছু বিষয় লক্ষণীয়-
১। এটি ডেস্কটপ ভিডিও রেকর্ডিং সফটওয়্যার দিয়ে করা হয় নি। কারণ, একইসাথে দুইটা সাউন্ড ডিভাইস একসাথে কাজ করতে পারে না। শেষে কোনো কাজই হয় না। এটি ক্যামেরা দিয়ে করা হয়েছে।
২। মনে রাখবেন ভিডিওটির শেষ অংশে যখন নিজের কন্ঠে রেকর্ড করছিলাম তখন কিন্তু আমি হেডফোনে মিউজিকটা শুনে শুনে গানটা রেকর্ড করছিলাম যে মিউজিকটা ভিজ্যুয়ালে আনা সম্ভব ছিল না। কারণ, সেটা কানে বাজছিল।
৩। গানটি শুধুমাত্র আপনাদের টিউটোরিয়াল বানানোর জন্য গাওয়া। লিরিক ভুল হতে পারে। সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
৪। একইসাথে স্পিকার ও মাইক্রোফোনের রেকর্ড হবার ফলে বাড়তি কিছু নয়েজ এসেছে। এগুলো আমার রেকর্ডিং এরিয়ার নয়েজ।
ভিডিওগুলোর দেয়া হলো-
আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।
Youtube Channel>> সাবস্ক্রাইব করুন।
Me on Facebook>> ফেইসবুকে আমি।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।