HTML5 এর কোর্স করুন ঘড়ে বসে এক দম Free???

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য।

আজকের টিউটোরিয়ালটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেউ মিস করবেন না। আশা করছি আপনাদের ভাল লাগবে।

 

 

HTML এর পূর্ণ রুপ HyperText Markup Language । অনেকেই এটিকে প্রোগ্রামিং ভাষা বলে ভুল করে থাকবেন। এটি কোন প্রোগ্রামিং ভাষা নয়। এটি একটি মারকাপ ভাষা। মারকাপ এমন একটি ভাষা যা কিছু ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ গঠন করে। এগুলো মানুষ পড়তে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মত হাবিজাবি হ-জ-ব-র-ল ভাষা না। এগুলো তে কিছু পরিচিত শব্দ ব্যবহার করা হয়। এইচটিএমএল কে ওয়েবপেজ এর কংকাল বলা হয়। এটি ওয়েবপেজ এর গঠন তৈরি করে।

বাংলাঃ

টিউটোরিয়ালঃ

এইচটিএমএল মোটামোটি ভালো করে শেখার পর সিএসএস শেখা শুরু করতে পারেন। তবে পাশাপাশি এইচটিএমএল এর এডভান্স ও শিখতে হবে। HTML 5 হচ্ছে HTML এর একটি নতুন ভার্সন। এতে নতুন অনেক সুবিধা যোগ করা হয়েছে।

HTML5 শেখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো

HTML5 শেখার জন্য কোন কোর্স করতে যাওয়ার কোন দরকার নেই।

HTML5 এর কোর্স করুন ঘড়ে বসে এক দম Free.তাহলে আর দেরি কেন আজই html 5শিখার জন্য নিচের 

 বাংলাঃ Video টিউটোরিয়াল দেখা শুরু করুন

এগুলো আমাদের বাংলাঃ Video টিউটোরিয়ালঃ দেখে  শিখে নিতে পারেন।

 

 

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না,

 

https://www.youtube.com/watch?v=qIhsgXBy5yE

Level 0

আমি নিকর সিকদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস