সহজ উপায়ে ইংরেজী শব্দ শিখুন, ইংরেজী ভীতি দূর করুন। (নিজের ক্যারিয়ারকে কন্টক মুক্ত করতে ইংরেজী শেখার কোন বিকল্প নেই।)

আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী ইংরেজী বিষয়ে অত্যন্ত দুর্বল।  আর এই দুর্বলতার পিছনে একমাত্র কারণ হচ্ছে ইংরেজী শব্দার্থে আমাদের দখল কম। যার কারণে আমরা সহজে ইংরেজী পড়তে, বলতে, বুঝতে এবং লিখতে পারিনা। আসলে, প্রত্যেকটি ভাষা শিখার সর্ব প্রথম বুনিয়াদ হচ্ছে সেই ভাষার শব্দ শিখা। যে যত বেশি এই শব্দ ভান্ডার তৈরি করতে পারবে, সে তত বেশি সেই ভাষাটি সম্পর্কে সর্বক্ষেত্র দক্ষতা অর্জন করতে পারবে। অর্থাৎ সহজে পড়তে, বলতে, বুঝতে এবং লিখতে পারবে।

তাই আমি আপনাদের জন্য তৈরি করলাম সহজে ইংরেজী শব্দার্থ শিখার ভিডিও লেসন। মুলত, যে কোন কিছু শেখার ক্ষেত্রে ভিডিও লেসন অত্যন্ত কার্যকরি একটি মাধ্যম। ভিডিও দেখার মাধ্যমে আমরা যে কোন বিষয় অত্যন্ত সহজ ভাবে আয়ত্ব করতে পারি।

এই ভিডিও লেসনে  যা যা থাকছে:

১) প্রতিটি শব্দের যতা যত ইংরেজী এবং বাংলা অর্থ।

২) বাক্যের মাধ্যমে প্রতিটি শব্দের সহজ ব্যবহার।

৩) প্রতিটি শব্দের একের অধিক সমার্থক শব্দ।

৪) প্রতিটি শব্দের একের অধিক বিপরিত শব্দ।

৫) প্রতিটি লেসনে ব্যবহৃত কানপিউজিং শব্দ গুলোর সহজবোধ্য বাংলা অর্থ।

এই ভিডিও লেসন গুলো যাদের জন্য অধিক গুরুত্বপূর্ন:

১) ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীতের জন্য (University Admission Test)

২) বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য (Job Exam, BCS, PSC Etc.)

৩) আইবিএ এর বিবিএ, এমবিএ, ইএমবিএ এর জন্য IBA (BBA, MBA, EMBA Etc.)

৪) GRE/GMAT, SAT, TOEFL, IELTS ইত্যাদি প্রতিযোগিতা মুলক পরীক্ষা জন্য।

তাই আর দেখি না করে আজই ইংরেজী শব্দের ভান্ডার তৈরি করুন। নিজের ক্যারিয়ারকে কন্টক মুক্ত করতে ইংরেজী শেখার কোন বিকল্প নেই। আশা করি সকলেই এই ভিডিও লেসনের মাধ্যমে উপকৃত হবেন। আপনারা উপকৃত হলেই আমি মনে করি আমার কষ্ট একটুখানি হলেও সার্থক হবে।

নিয়মিত টিয়োটোরিয়ার পেতে এই পেইজটিতে যুক্ত থাকুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন টিয়োটোরিয়াল উপহার দিতে পারব।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোহাম্মদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস