

ইউটিউব থেকে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি ওপেন করুন। নিম্নোক্ত ছবির মতো ভিডিওর নিচে ডাউনলোড লেখা আসবে। ডাউনলোডে ক্লিক করে ইচ্ছে মতো যে কোন ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। বিঃদ্রঃ 1 click youtube video download এটি ফায়ারফক্স এর একটি এড-অন

২) IDM (Internet download menager):
অত্যন্ত ভালো একটি ডাউনলোডার। বেশিরভাগ লোকই আইডিএম ব্যবহার করে থাকেন। এটি ডাউনলোড লিঙ্ক অটোম্যাটিক ক্যাচ করে। আইডিএম দিয়ে পছন্দ অনুযায়ী বিভিন্ন ফরম্যাটে ভিডিও ডাউনলোড করা যায়। ![]()

৩) EagleGet:
এর সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। এটি আইডিএম এর মতোই। তবে আইডিএম এর সাথে এর পার্থক্য হচ্ছে, আইডিএম এক মাস ট্রায়াল ভার্সন ইউজ করার পর বিরক্ত করে। কিন্তু ঈগলগেট সম্পূর্ণ ফ্রি। ![]()
টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোহাম্মাদ সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।