কম দামে ভিপিএস পেতে সিপ্যানেলের অলটারনেটিভ জেডপ্যানেল ব্যবহার করুন – পার্ট ১

এটি একটি ধারাবাহিক টিউন। সিপ্যানেলর অলটারনেটিভ হিসেবে জেডপ্যানেল ব্যবহার করা হয়। জেড প্যানেল ব্যবহার করার কারণ হচ্ছে, জেড প্যানেল ফ্রী। অথচ সিপ্যানেল এর জন্য মাসে ১২-২২ ডলার (হোষ্টিং কোম্পানী ভেদে দাম কম বেশী হয়) পে করতে হয়। আপনি যদি জেড প্যানেল ব্যবহারে অভ্যস্থ হয়ে যান তবে জেড প্যানেল ব্যবহার করে মাসে কিছু টাকা সেইভ করতে পারবেন। বিশেষ করে যারা ইমেল মার্কেটিং এর কাজ করেন তারা কম টাকায় ভিপিএস এর খুজ করে থাকেন। অনেকে আমার কাছে এই বিষয়ে সমাধান চেয়েছেন।

সিপ্যানেলসহ একটি ভিপিএস সবনিন্ম ৩৫ ডলার/মাসিক হিসেবে কিনতে হয়। এর থেকে কম দামে ভার্চুয়্যাল সার্ভার পাওয়া যায় না।

ধারাবাহিক টিউনে আলোচনা করব -
(১) কিভাবে জেডপ্যানেলে ডোমেইন এড করতে হয়
(২) ডোমেইন নেমসারভার কিভাবে একটিভ করতে হয়
(৩) ডিএনএস একটিভ করা
(৪) এফটিপি একাউন্ট ক্রিয়েট করা এবং সারভারে ফাইল আপলোড করা
(৫) ইমেল একাউন্ট ক্রিয়েট করা এবং ব্যবহার করা

হাই ট্রাফিক ওয়েবসাইটের জন্যে কমমূল্যে ভার্চুয়াল সারভার কিনার প্রধান কারণ হতে পারে -  যারা নিউজ ওয়েবসাইট কিংবা অন্য কোন ধরনের হাই ট্রাফিক ওয়েবসাইট রান করতে সমস্যায় আছেন তারা খুব সহজেই কম দামে একটি ভার্চুয়াল সার্ভার তৈরি করে নিতে পারেন। সিপ্যানেল এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করুন জেড প্যানেল।

আমরা হোষ্টিং কোম্পানীগুলো থেকে যে ভিপিএস কিনে থাকি সেখানে জেডপ্যানেল সাধারণত পাওয়া যায় না। খুব কম কোম্পানী জেড প্যানেলনহ ভিপিএস প্রবাইড করে। কোথায় থেকে এরকম জেড প্যানেলনহ ভিপিএস পাওয়া যাবে তা অনেকেরই প্রশ্ন রয়েছে। এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে একটি জেড প্যানেলনহ ভিপিএস কিনা যায়।

ভিডিওটি এখানে দেখুন

পরবর্তী টিউনে আলোচনা করব কিভাবে ডোমেইন সেটআপ করতে হবে। যেকোন প্রয়োজনে আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ

Level 2

আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

excellent tune , keep writing more on it, enjoy this video.
https://www.youtube.com/watch?v=a5bMAVVSE1w

Level 2

Daroon uddeg
Windows VPS e o ki bebohar kora jabe?