Blogspot
কিভাবে ব্লগ টেপ্লেট ইন্সটল করতে হয়ঃ
![]()
প্রথমে একটি টেপ্লেট সিলেক্ট করুনঃ(নেটে অভাব নাই!)ঃ
১।ডাউনলোড করে নিন এবং আনজিপ করুন।
২।আনজিপ করার পরে .xml এক্সটেনশনের একটা ফাইল পাবেন।
৩. এখন কাজ শুরু,ব্লগার ডেসবোর্ড এ লগ ইন করুন।
৪. ব্লগার ডেসবোর্ড Design link এ ক্লিক করুন।
৫.Edit HTML এ ক্লিক করে প্রবেশ করুন।
(অনেক হাবিজাবি লেখা আছে তাই না।গুড! এইগুলারে এখন আপনার রিডিং কইরা পড়তে হবে)।
৬।Browse বাটন এ ক্লিক করে .xml ফাইলটা সিলেক্ট করে ফেলেন।
(TXT file অথবা Internet shortcut থাকতে পারে খেয়াল কইরা .XML ফাইটা সিলেক্ট করবেন।)
৭।Upload ।বাটন এ চাপুন।
9. Confirm and Save.
আপনার ব্লগ তৈরি হয়ে গেছে।আপনি এখন পোস্টিং করা শুরু করতে পারবেন।কিন্তু কাজ শেষ হয় নাই।
![]()
আর যারা ইংরেজিতে পটু তারা এখানথেকে ১-৭ পর্য়ন্ত পড়তে পারেন।
লিংকঃ Trick and Tips
আমি sadin_08। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই,
ধন্যবাদ শেয়ার করার জন্য।