মাত্র ২০ টাকা খরচ করেই সারা বছর মশা থেকে মুক্ত থাকুন (ভিডিওসহ)

সারা বছর মশার প্রচন্ড উপদ্রব-এ আমরা প্রচুর বিরক্ত। মশা থেকে মুক্ত থাকার জন্য আপনার মনে হয়তোবা কয়েলের ছবি ভাসছে। কিন্তু একবারও ভেবে দেখেছেন, এক বছরে আপনি কয়েলের পিছনে কত টাকা খরচ করেছেন? আর সব থেকে বড় কথা হলো, কয়েল মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আপনি জানেন? আপনি হয়তোবা বলতে পারেন আমি কয়েল ব্যবহার করিনা। আমার আছে অ্যারোসল! সেটাতো মানব শরীরের জন্য আরো ভয়াবহ ক্ষতিকর। অথবা আপনি বলতে পারেন আমার কাছে ব্যাট আছে। কিন্তু মশার সাথে কতদিন ব্যাডমিন্টন খেলবেন? ১০টা মারবেন ১০০ মশা সামনে এসে হাজির হবে। আপনি মরে যাবেন কিন্তু আপনার মশা মারা আর শেষ হবে না!

আজকে আপনাদের শেখাব কিভাবে মাত্র ২০ টাকা খরচ করে পুরো ১ বছর মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। তবে তার আগে আপনাকে কয়েল এবং অ্যারোসলের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে হবে। তা নাহলে আপনার মাথায় ওগুলোই ঘুরপাক খাবে।

আমাদের পেজ, সর্বশেষ আপডেট পেতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন

কয়েলের মানব দেহের জন্য ক্ষতিকর দিকঃ

(১) আপনি যদি একটি মশার কয়েল টানা ৮ ঘন্টা জ্বালিয়ে রাখেন তাহলে ১৩৭টি সিগারেটের পরিমান বিষাক্ত ধোঁয়া আপনি গিলছেন।
(২) কয়েলে যে গুঁড়া দেখেন সেটা এতটাই সূক্ষ্ম যে তা সহজেই আমাদের শ্বাসনালীর এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ততা তৈরি করে।

(৩) কয়েলের ধোঁয়া চোখের ভীষন ক্ষতি করে, দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়াবহ ক্ষতিসাধন হতে পারে।

(৪) কয়েল মশাকে তাৎক্ষনিক মারে কিন্তু মানব দেহে স্লো পয়জনিং করে, ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়।

অ্যারোসলে মানব দেহের জন্য ক্ষতিকর দিকঃ

(১) অ্যারোসল হার্টের জন্য খুবই ক্ষতিকর। মানব দেহের হার্ট সরাসরি অ্যারোসলের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়।

(২) অ্যারোসলের ক্যামিকেল চোখের ক্ষতি করে, দীর্ঘদিনের ব্যবহারে চোখের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

কিভাবে বানাবেন মশার ফাঁদঃ

প্রয়োজনীয় উপকরনঃ

(১) দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল (সেভেনআপ/কোক/ফান্টা/আরসি কোলা যে কোন পিইটি বোতল)

(২) এক গ্লাসের তিন ভাগের দুই ভাগ (২০০ এমএল) ফুঁটানো ইষৎ গরম পানি

(৩) এক কাপের তিন ভাগের ২ ভাগ ব্রাউন সুগার (খোলা চিনি হলে ভালো তবে পরিশোধিত চিনি হলেও চলবে)

(৪) এক চামচ ইষ্ট (যে কোন সুপার শপ বা বড় মুদি দোকানে পাবেন)

প্রস্তুত প্রনালীঃ
মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রানালী ধাপে ধাপে অনুসরন করতে হবে। প্রথমে প্লাষ্টিকের বোতলটি উপর থেকে ৩/৪ ইঞ্চি রেখে একটি চাকু দিয়ে কেটে ফেলুন। তারপর নিচের বড় (বোতল) অংশটিতে ব্রাউন সুগার বা খোলা চিনা বা পরিশোধিত চিনি ঢেলে দিন। নাড়ানোর কোন প্রয়োজন নেই। তারপর এক কাপ ফুটানো পানি ঢালুন। তারপর এক চামচের তিন ভাগের দুই ভাগ ইষ্ট ছেড়ে দিন। এবার বোতলের উপরের অংশটিকে চিৎ করে বড় বোতলের ভেতর বসিয়ে দিন। খেয়াল রাখবেন বোতলের উপরের অংশের মুখের ছিপিটি যেন অবশ্যই খোলা রাখেন। কারন ওখান থেকেই মশা ভেতরে ঢুকবে। এরপর একটি টেপ দিয়ে বড় এবং ছোট অংশটির জোরা শক্ত করে লাগিয়ে দিন। ব্যস! হয়ে গেলো মশা মারার হোমমেড ফাঁদ। এবার ফাঁদটিকে ঘরের যেকোন কোনায় রেখে দিন। চলতে পারবেন পুরো এক বছর।

সর্তকতাঃ

বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। যাতে তারা ভুলে খেয়ে না ফেলে।

যদি মনে করেন এই পদ্ধতিটি ব্যবহার করে হাজার হাজার মানুষ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর কেমন লেগেছে সেটা আমাদের টিউমেন্টস করে জানাতেও ভুলবেন না। মশা থেকে মুক্ত থাকুন এই কামনায় আজকে শেষ করছি।

ভিডিও এখান থেকে দেখুন

বিঃদ্রঃ নেট থেকে সংগ্রহ করা।

আমার সাইট চাইলে ঘুরে আসতে পারেন

Level 0

আমি মনিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thnak you bhi share korar jonno. amit ai tips ta jantam kinto , i am confuse for this tips make carbondi oxide, does co2 is not harm for human ?

Brown sugar ki normal sugar ja amora bass barite use Kori?

ভাই আমি কয়দিন 3-4 দিন আগেই এইটা ট্রাই করেছি।আমি এটা নেটে পেয়েছিলাম।”মশা মারার ফাঁদ’ লিখেই সার্চ দিলেই পাবেন।যাই হোক,যে কথা বলার জন্য দীর্ঘ 2 বছর পর লগিন করলাম তা হল: এই ফাঁদ সিম্পল একটা মশাও মারতে পারে নি।হ্যাঁ, এটা পুরোপুরি ভুয়া।তবে আপনারা ট্রাই করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার।আমার ক্ষেত্রে আমি কোনো লাভ পাই নি। বাসায় ইস্ট থাকার জন্য এটা ট্রাই করতে পেরেছিলাম।আর 52 টাকা দরে ব্রাউন সুগার(প্রচলিত নাম লাল চিনি) কিনে বৃথা আমার 3 ঘন্টা সময় নষ্ট হয়েছিল।নেটে অনেক ঘেটেও কোনো রিভিউ না পেয়ে এটা বানিয়েছিলাম।সবার উপকার করার জন্যই আমার এই তিক্ত অভিজ্ঞতাটা শেয়ার করলাম।

*
(3-4) এটা ব্র্যাকেটে হবে।

আমিও কালকে ট্রাই করলাম, একটি মশা পড়লেও শান্তি পাইতাম, কিন্তু একটাও পরে নাই,

হুদাই খালি সময় নষ্ট করলাম। বাকি চিনি দিয়া লেবু শরবত বানাইছি। এইভাবে বানানোর পরে মশা বোতলে ঢুকা তো দূরে থাকুক আরো বেশি কামড়ায়, ভাইরে মশা বোতলে ভরার চেয়ে বোতলে ভুত/পেত্নী ঢুকানোও সহজ।

Level 0

আমি আজই ইস্ট আর বাদামী চিনি কিনেছিলাম, মশা মারার ফাঁদ বানাবো বলে।
কিন্তু, উপরের কমেন্টকারীদের ব্যার্থতার জন্য মনে হয় সরবত আর কেকে ওগুলি ব্যাবহার করাই ভালো।

যা হোক, কেউ সফল হলে আওয়াজ দিয়েন।

ajayra tune , kaj kare na.

Level 0

er chaite electric Bat kinen… Mosha direct morbo… mon e shanti o paiben…

Thanks for try and let us know about the result.