শিখুন C++ এর A to Z [পর্ব-২৪] :: Print out multidimensional array by using loop

শিখুন C++ এর A to Z

সি++ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের  ২৫ তম পর্বে multidimensional array কিভাবে লুপ ব্যবহার করার প্রিন্ট আউট করতে পারি তা  নিয়ে আলোচনা করেছি  ।আমারা আগের আগের পর্ব গুলো থেকে জেনেছি  যে  এটা হচ্ছে এমন এক ধরনের ভেরিএবল যেখানে আমরা অনেক গুলো ভ্যেলু রাখতে পারি। যেমন আমরা নরমাল যে ভেরিএবল গুলো চিনি সেগুলতে সুধু মাত্র একটা ভ্যেলু রাখতে পারতাম কিন্তু এখানে আমরা অনেক ভ্যালু রাখতে পারবো। এটা ব্যবহার করার ফলে আমাদের প্রগ্রামকে যেমন সাজাতে পারবো ঠিক তেমনি প্রগ্রামকে অনেক সহজ করে দেয়।তো আজকের পর্বে দেখবো কিভাবে আমরা multidimensional array আমাদের প্রোগ্রাম এ কিভাবে ব্যবহার করতে পারি  ।  সি++ এটার ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। আমরা যেমন এখন প্রাথমিক পরজায়ের প্রোগ্রাম গুলো শিখছি array প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সি++ অনেক গভির পর্যায় পর্যন্ত এটার বহুল ব্যবহার হয়ে থাকে।আমি একদম সহজ ভাবে তুলে ধরেছি  আশা করি আজকের টিউটোরিয়াল টি বুঝতে  কোন সমস্যা হবেনা।   আর একটা বিষয় মনে রাখতে হবে সি++ এ ভাল হতে হলে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম বারবার টেস্ট করতে হবে কি কি ভুল হচ্ছে সে গুলো ঠিক করার জন্যে। তাছাড়া পারদর্শী হওয়া খুব কঠিন হবে।

এই পর্বটি বুঝতে সমস্যা হলে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। সেই সাথে টিউমেন্ট করেও জানাতে পারেন। কোন সমস্যা হলে আমি সেটা পরবর্তী তিউতরিয়ালে আলছনা করে সমস্যা সমাধান দিয়ে দেব। আর অবসস্যই টিউমেন্ট করবেন টিউটোরিয়াল গুলো বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার হওয়া যাবে।

সৌজন্যে ঃ টেক শিক্ষা

ফেসবুকে আমি  ঃ Mustakim Billah Hemel

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar tune gulo #TextTune hole valo hoto…video tune dekhar moto mb nai