ইউটিউব থেকে সহজেই কিভাবে ভিডিউ ডাউনলোড করবেন তা আপনাদেরকে দেখাবো
আসসালামু আলাইকুম,
কেমন আছেন আশা করি ভাল আছেন,এই তথ্য প্রযুক্তির যুগে সবারি ভাল থাকার কথা
আচ্ছা জাই হোক,কাজে আশা জাক,
Youtube Downloader সারা বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষ এই সাইট থাকে ভিডিও & এমপি থ্রি ডাউন লোড করে আসছে। এড বিজ্ঞাপন মুক্ত দুইটা ওয়েবসাইট। খুব সহজে ডাউনলোড করা যায় বলে এই সাইট টি এত জনপ্রিয়। শুধু তাই নয় আপনি এই সাইট থেকে যে কোন ধরনের মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ, টেব ইত্যাদি প্লাটফরমে সকল কিছু ডাউন লোড করতে পারবেন।
এই নতুন ইউটিউব ভিডিউ ডাওনলোডার আপনি পাচ্ছেন।
যে কোন ফরমেটে ভিডিউ ডাউনলোড করতে পারবেন যেমন, 3gp,mp4,mkv,wmv,mp3 আরো অনেক ফরমেটে আছে। একবার ডেমো দেখে আসেন
যে কোন সাইজের ভিডিউ ডাওনলোড করতে পারবেন যেমন, ৮০ এমবির একটি ভিডিও সেটাকে আপনি আপনার মনমত সাইজের
ভিডিও ডাওনলোড করতে পারবেন। একটই ভিডিও হাই রেজুলেশন (High Quality) এবং ল রেজুলেশন (Low Quality) কম সাইজ নিয়েও ডাওনলোড করতে পারবেন
আমি Shimanto Neer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ