
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এটা আমার চতুর্থ টিউন।
আজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ন নতুন এক টিউন নিয়ে।আজ দেখাব কিভাবে আপনার কম্পিউটার/ল্যাপটপে orcad 9.2 family release ওরফে PSPice ইনস্টল করবেন,কিভাবে ওয়েব-আপডেট ইনস্টল করবেন,এবং কিভাবে PSPice দিয়ে সার্কিট ড্র করে সিমুলেট করবেন।
চলুন শুরু করা যাক। টেকটিউনের কন্ডিশন ফিল আপ করার জন্য মনে হয় গরু রচনা লিখা লাগবে 😀 😀
আমরা যারা EEE এর ছাত্র অথবা হবিস্ট তাদের জন্য একটা নিত্য প্রয়োজনীয় সফটওয়ার হচ্ছে PSPice.ইলেকট্রনিক্সের ছাত্র অথচ PSPice এর শুনেনাই এমন মানুষ খুজে পাওয়া অসম্ভব।
এত যে বকবক করতেছি PSPice নিয়ে এখনো বললামইনা এর কাজ কি ? এটা খায় নাকি মাথায় লাগায়।
আমরা বিভিন্ন প্রকার সার্কিট এনালাইসিস করে ভোল্টেজ,কারেন্ট,পাওয়ার বের করেছি।এক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি,
যেমনঃ নোডাল এনালাইসিস,লুপ এনালাইসিস,মেশ এনালাইসিস ইত্যাদি।PSPice এর সুবিধা হচ্ছে এই সকল পদ্ধতির দরকার পড়েনা।
সার্কিট ড্র করবেন আর সিমুলেট বাটনে ক্লিক করবেন,ব্যস পেয়ে যাবেন আপনার কি কি লাগবে।
প্রথমে এখান থেকে Orcad 9.2 family release+web update.rar ফাইল/সফটওয়ারটি ডাউনলোড করে নিন।এই rar ফাইলের ভিতর আপনি যা যা পাবেন তা হলঃ-
Capture
Capture CIS
Layout
layout plus
Layout Engineer's Edition
PSPice
PSPice A/D
ইনস্টল করা একটু ভেজালের নতুনদের জন্য। অনেকেই পারেন।তারা বিরক্ত হবেননা আশা করি।এই টিউন এক্সপার্টদের জন্য না,নতুনদের জন্য।
ইনস্টল করার সময় কী দরকার হবে। ফোল্ডারের ভিতরে key code.txt এবং readme.txt এ আছে।
আমি তানভীর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dear bro, do you have ORCAD right now? latest version?