আপনার ল্যাপটপ,পিসি এবং স্মার্টফোনে সহজেই 3D হলোগ্রাম দেখুন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা আমার তৃতীয় টিউন।
আজকের টিউন থ্রি ডি হলোগ্রাম দেখার কৌশল নিয়ে। আসুন জেনে নেই প্রথমেই হলোগ্রাম কি ? হলোগ্রাম হল আলোর প্রতিফলনের মাধ্যমে কোন দৃশ্য প্রদর্শনের বিশেষ উপায়। মূলত এটা দর্শকদের বাড়তি ভাল লাগার  কথা ভেবেই উদ্ভাবন করা হয়েছে। বস্তুতপক্ষে আমাদের এই পুরো পৃথিবীটাই একটা হলোগ্রাফিক পৃথীবি।
কথা না বাড়িয়ে চলুন কাজে যাই।

কাজটি করতে একটি স্বচ্ছ প্রতিফলক পেপার, একটি সিডি কেস, টেপ, একটি কলম, কাঁচি, একটি চাকু অবশ্যই  প্রয়োজন হবে। প্লাস্টিকের তৈরি সিডি কভারটি কেটে একটি 'ট্র্যাপজয়েড' বানাতে হবে।সিডি কেসের বদলে স্বচ্ছ যে কোন পর্দা যেমন ট্রান্সপারেন্ট পেপার ব্যবহার করা যাবে।  ট্র্যাপজয়েড এমন এক চুতুর্ভুজক্ষেত্রে যার দুটো দিক সমান্তরাল থাকে। পেপারে আগে কলম দিয়ে ট্র্যাপজয়েড এঁকে সেই মাপে পেপার কেটে নিন।আমাদের চার টুকরা একই সাইজের কাগজ / পেপার দরকার হবে। বিস্তারিত ইউটিউব বাংলা টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি।  এবার এগুলো টেপ দিয়ে চারটি পেপারকে আটকে  ফানেল এর মত তৈরী করে নিতে হবে।। এটাকে এবার  স্মার্টফোনের/ল্যাপটপের  স্ক্রিনে রাখলে ছবি থ্রিডি ছবির মতো প্রতিফলিত হবে। - সব থেকে ভাল করে দেখা যাবে অন্ধকার কক্ষে।
আসুন দেখে নেই ট্রাপিজিয়াম আকৃটির ফানেল দেখতে ঠিক কেমন হবে এবং এর কার্যপ্রনালী।

চলুন ঘুরে আসি ইউটিউব থেকে।
বিস্তারিত দেখতে ইউটিবে আমার বাংলা করা টিউটোরিয়াল দেখুন।
ইউটিউব লিংক

ফেসবুকে টিউমেন্ট করতে পারেন,
ফেসবুকে আমি

হ্যাপি টেকটিউনিং।

Level New

আমি তানভীর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস