এবার আপনিও হবেন রেডিও স্টেশন এর মালিক

আপনাদের স্বাগতম জানাছি রেডিও তৈরীর সম্পূর্ণ  পর্বে, আজ আমি দেখাবো কিভাবে আপনি অনলাইন রেডিও তৈরী করবেন, আমি সম্পূর্ণ কাজ ধাপে ধাপে দেখিয়ে দেবো এই টিউটোরিয়াল এর মাধ্যমে, চলুন শুরু করি রেডিও তৈরীর কাজ

অনলাইন রেডিও তৈরী করতে যা যা লাগবে
১. কম্পিউটার অথবা ল্যাপটপ
২. ইন্টারনেট কানেকসন
৩. রেডিও সার্ভার
৪. ব্রডকাস্ট সফটওয়ার
৫. রেডিও প্লেয়ার, মোটামুটি এইগুলো হলে রেডিও তৈরী করা যাবে
চলুন শুরু করি, প্রথমে আপনাকে রেডিও সার্ভার এর জন্য রেজিস্ট্রেশন হবে এখানে, রেজিস্ট্রেশন শেষ করার পর একটা ইমেইল যাবে আপনার ইমেইল এ এরপর ইমেইল এ দেওয়া লিংক এ ক্লিক করে download করে নিন প্রজনীয় সফটওয়্যার, অথবা এখান থেকে সরাসরি download করে নিন SHOUT CAST এবং WINAMP download হয়ে গেলে install করুন আপনার কম্পিউটার অর লেপটপে।

ইনস্টল হয়ে গেলে অ্যাডমিন প্যানেল প্রবেস করুন এখানে, তারপর ১৫-৩০ মিনিটের মধ্যে আপনি আপনার রেডিও ইনফরমেশন দিয়া দেওয়া হবে  C প্যানেল এ

সেখানে লক্ষ্য করে দেখবেন যে Status এর নিচে OFF লিখা আছে।এর মানে হল বর্তমানে আপনার রেডিও ষ্টেশন বন্দ আছে।আর এটা চালু করার জন্য control থেকে stat এ ক্লিক করেন।কিছুক্ষন loding হওয়ার পর দেখবেন যে Status এর নিচে on লেখা দেখাচ্ছে। পেইজটা open করেই রাখুন।

এবার সফটওয়্যার দুটি ইনষ্টল করে নিন।  ইনষ্টল করার পর winamp ওপেন করলে নিচের ছবির মত আসবে।

কিন্তু পরে যদি আপ্নে shoutcast menu টা কেটে দেন তাহলে পরের বার আর  shoutcast menu টা আসবে না।এর জন্য আপনাকে manually shoutcast menu টা আনতে হবে।এর জন্য winamp এর ওপরে কার্সর দিয়ে একটা ক্লিক ক রে Ctrl+p চাপলে  নিচের ছবির মত একটা menu আসবে:

menu এর ভিতরে দেখবেন নিচের ছবির মত দুইটা অপশ ন আছে।

এবার Null SHOUTcast Source DSP v2.3.3 লেখাতে ক্লিক করার পর output অপশনে ক্লিক করবেন। দেখবেন নিচের ছবির মত একটা menu আসবে।

এবার Server Address এ Host এর নিচে যে Address টা আছে তা বসান।  port box এ port number দিন এবং  password box এ password দিন।সব কিছু দিলে নিচের ছবির মত দেখাবে। এইখানে যানো শুধু আমি যা লিখছি আপনারা তাই দিয়েন না।এই খানে আপনার একাউন্টে যা যা আছে তাই দিবেন।কেউ যদি না বুঝে থাকেন তাহ লে নিচের ছবিটা দেখে নেন।

এবার Directory তে ক্লিক করে name এ যে কোন একটা নাম দিন।Encoder এ ক্লিক করে Encoder type দেন MP3 Encoder    Encoder setting দেন  64kbps,44100Hz,stereo।কেউ যদি না বুঝে থাকেন তাহ লে নিচের ছবিটা দেখে নেন।

এবার connect ক্লিক করলে Status নিচের ছবির মত দেখবেন।
যদি নিচের ছবির মত দেখায় তাহলে সব কাজ ঠিক আছে।

এখন আপনার winamp প্লেয়ারে একটা গান বাজান।এবং sound একদম কমিয়ে দিন।

এখন হয়তো অনেকে চিন্তায় পরে গেছেন সব কাজ তো শেষ হল।কিন্তু অনলাইনে কোন ঠিকানাই যেয়ে আমার গান গুলো শুনব।আপনার  C প্যানেল এ Radio Player Enable Code  থাকবে সুধু কপি করে আপনার সাইট এ পেস্ট করতে হবে.

যদি কোনো সমসসা হয় আমি আছি ফেসবুকে

Level 0

আমি এম ডি রুহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Android mobile এর মাধ্যমে কি করা সম্ভব এই কাজটা। বিভিন্ন ভাবে আয় করতে টিউটোরিয়াল সহ দেতে ভিজিট করুন bdblog24.wordpress.com

PC or Laptop lagbe

Stream Type: Shoutcast
Stream Status: OFF

Vay amar stream status: OFF a thaktacha, kivaba somadhan korba please helpl me!!!!!!!!!!!!

apnar cpaner a mobile or fb deua ase jogajog korun khub druto on kore debe

vai Stream Status: OFF…… TURN ON click kirle eita ashe…..help me bro

Contact Us
যোগাযোগ করুন Facebook

অথবাv Imo, Viber, Whatsapp: +60162311246