*** SEO গুপ্ত বিদ্যা *** একই ডোমেন লিঙ্ক SERP ও ‍SEO এর ওপর কেমন প্রভাব ফেলে?

প্রিয় টেক রিডারস ও টেকটিউনারস সবাইকে জানাই আন্তরিক ভালবাসা। আমি হাশমী বিন মোস্তফা, টেকটিউনসের টিউম্বার (মেম্বার) হয়েছি আজ থেকে ৬ বছর ৪ মাস ১০ দিন আগে, হয়ত টেকটিউনসের দীর্ঘ পথচলায় আমার টিউম্বারশীপ (মেম্বারশীপ) বেশ পুরাতন, যাইহোক অনেকদিন পর আজকে যখন আমার দীর্ঘ জীবনের টেকনোলজির পথচলার স্মৃতি হাতড়াচ্ছিলাম তখন যাদের প্রতি সবথেকে কৃতজ্ঞ তাদের কথা ভাবতেই প্রিয় টেকটিউনস এর কথা মনে পড়ল, আবার মনে পড়ে গেল তাদের যাদের জন্য মাঝে মাঝে আমি টিউন করতাম, পাশাপাশি তাদের কথাও যাদের কাছথেকে টেকনোলজির অনেক কিছু শিখেছি। আবারও একবার ধন্যবাদ জানাতে চাই সেই সকল টেকটিউনারস দের যাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আবার ফিরে আসতে চাই ভালোবাসার Tech Land of Techtunes.com.bd এ, আর শিখতে চাই যাকিছু জানি না, আর শেখাতে চাই যা কিছু অর্জন Tech Land of Techtunes.com.bd এর সাথে দীর্ঘ নীরবতায় আর দীর্ঘ সুত্রতায়।

এ টিউনটি তাদের জন্য উৎসর্গ করছি যারা SEO এবং অনলাইন মার্কেটিং করেন, এবং যারা SEO এবং অনলাইন মার্কেটিং শিখতে বা করতে চান। আজকে আলোচনা করব: একই ডোমেন লিঙ্ক SERP ওপর কেমন প্রভাব ফেলে?

হয়ত আমরা অনেকেই ভাবি বা মনের ভেতরে প্রশ্ন উকি দেয় যে, যদি একই পেজ বার বার র‌্যাংঙ্ক করা হয় তবে পেজ র‌্যাঙ্ক এর ওপর পজিটিভ প্রভাব পড়ে নাকি পরেই না, নাকি কিছুই হয়না। এবার আসুন আমরা আমাদের মনের ভেতর উকি দেয়া প্রশ্নের উত্তর খুঁজে নেই, আর SEO যুদ্ধে এক ধাপ এগিয়ে যাই আর যারা ক্রিয়েটিভ ও SEO তে ভবিষ্যৎ গড়তে চান তারা বহুধাপ আগান।

আসুন আগে জানি SERP আসলে কি! SERP পুরো নাম হল Search Engine Results Page, আসলে SERP এর মাধ্যমে Search Engine তাদের ক্লায়েন্টদের সঠিক রেজাল্ট দেবার জন্য এক ধরনের ফরমুলা ব্যবহার করে যাকেই আমরা SERP বলতে পারি, SERP এর মাধ্যমে Search Engine আপনার ওয়েব সাইটের র‌্যাংঙ্ক কেমন হবে তাও নির্ধারণ করে, তো SERP সম্বন্ধে জানাটা খুবই জরুরী SEO এর জন্য, এটা ভালোভাবে বুঝতে পারলে আপনার কাছে SEO করাটা একটা সময় কাটানোর খেলার মত সহজ হয়ে যাবে।

SEO এবং SERP এর সাথে সম্পর্ক

SEO আপনার ওয়েব সাইটকে র‌্যাঙ্ক করতে যত ধরনে যাচাই বাছাই করে এর 200 টি কাজই করে SERP এর মাধ্যমে, যেমন ব্যাকলিংঙ্ক সংখ্যা, লিঙ্কের টাইপ, এই লিঙ্কের আন্ডারে কি কনটেন্ট বা আর্টিকেল আছে তা যাচাই বাছাই করে, এসবের পরেই SERP যদি প্রমাণ পায় যে আপনার কন্টেন্টের মাঝে কোন ঝামেলা নেই তবেই আপনার ওয়েবসাইট বা লিংকটি SEO Ranking উঠবে কিনা তা নির্ভর করে। তাই SEO সংক্রান্ত কোন কাজ বিশেষ কারে আর্টিকেল লেখার সময় কাজে ফাকি দিবেন না, এক্ষেত্রে White Hat SRO করুন।

কাজের ক্ষেত্রে, নিজের কাজগুলোকে একই ব্রান্ড এর আন্ডারে করতে চেষ্টা করুন, মানে নিজের একটি ব্যান্ড দাড়করানোর চেষ্টা করুন, আর যত ধরনেরই অনলাইন ভিত্তিক ভিন্ন ভিন্ন কাজ করুন না কেন অনলাইনে সবার সাথে আপনার মূল ব্রান্ডের লিংক-আপ করুন। যেমন মাইক্রোসফট বা গুগলের মত প্রতিষ্ঠান যতই নতুন সার্ভিস থাকুক না কেন তারা কিন্তু তা তাদের মূল প্ল্যাটফর্মের আঙ্গিনায় ছারে এবং আমরা তা পারে ভিন্ন ভিন্ন সার্ভিস নামে জানি। সফলতার পথে পা বাড়াতে এটা কিন্তু একটা দূরদর্শী পরিকল্পনা। তাই আপনার কার্যক্রম এবং কর্মকাণ্ডকে একটা প্ল্যাটফর্ম এর মাধ্যমে দাড়করান, তা হলে SERP এর বড় একটা প্রভাব পরবে যখন আপনি একই ডোমেন লিংক বার বার লিংঙ্কআপ করার জন্য SEO কর্মকাণ্ড শুরু করবেন (Article Marketing, Social Media Marketing etc).

 

হাই কোয়ালিটি SERP লিংক তৈরি করুন

আপনার মূল ডোমেইনকে বিভিন্ন সাইটে প্রমোট করুন (একে আমরা Link Building বলি) তবে মনে রাখবেন আপনার ওয়েব সাইট এর Link এমন ভাবে Place করুন যাতে ভিজিটর সহজেই তা খুজেপায় ও ক্লিক করে, আর আপনার ওয়েব পেজে যত গুলো Page আছে তা সব গুলোরই কোন না কোন ভাবে Backlink তৈরি করুন আর এক লিংক অন্য লিংকের সাথে ইন্টার কানেক্ট করুন। এর ফলে Search Engine এর কাছে আপনার ওয়েব সাইটের (আপনার ব্রান্ডের/মূল লক্ষ্যের) গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ততা বাড়বে। তাই আপনার যতগুলো ভিন্ন ভিন্ন SEO নির্ভর কর্য়ক্রম চলছে তা সবকিছুই Search Engine এর কাছে ভিন্ন ভাবে অভিন্ন গ্রহণযোগ্যতার দিক থেকে এগিয়ে থাকবে এবং Search Robot আপনার সাইটে অন্য সাইটের তুলনায় বেশি বেশি অগ্রাধিকার দিবে। আর নতুন কোন সার্ভিস বা মাথায় নতুন কোন আইডিয়া আসলে নতুন ডোমেনে শুরু করার চেয়ে সাব-ডোমেনে বানিয়ে শুরু করুন এটা আপনাকে SEO তে ব্রান্ড দাড় করাতে আরও একধাপ সাহায্য করবে। তবে মনে রাখবেন আপনার সকল সার্ভিস যেন মূল সার্ভিসের সাথে সম্পর্কিত থাকে।

SERP আরও বেশী Effective করতে যা করনীয়

একটি উদাহরণ এর মাধ্যমে বলি, ধরুন আপনা ডোমেইনের নাম mysite.com এবার অন্তত এই ডোমেইনের আন্ডারে নিম্নে দুটো সাব-ডোমেইন নেম বানান, যেমন blog.mysite.com এবং forum.mysite.com এর ফলে আপনার মূল ওয়েবসাইটের কার্যক্রম Search Engine এবং SERP তে ভিন্নমাত্রা যোগ করবে এবং আপনার কার্যক্রম Search Engine এর কাছে একটি ব্রান্ড হিসেবে পরিচয় পাবে।

সবশেষে আপনার সাইট/ব্রান্ড SERP এর কাছে পাকাপোক্ত ভাবে স্থান করে নিন

এবার আপনার সাব-ডোমেইন গুলোকে মূল ডোমেইন বা ব্রান্ডের কার্যক্রমের সাথে তাল-মিলিয়ে কন্টেন্ট দিয়ে আপটুডেট রাখুন। আর মূল ডোমেইন ও সাব-ডোমেইনের মাধ্যমে Cross Link বানান যাকে আমরা Link Crossing ও বলে থাকি। এখন আপনার প্রশ্নের উত্তর আপনার কাছে, আর সিদ্ধান্তও আপনার কাছে।

প্রিয় টেকটিউনস বন্ধুরা, এখন থেকে নিয়মিত আমি আপনাদের জন্য লিখতে চাই সুবিশাল এই প্ল্যাটফর্মে, যার হাত ধরেই আমার বাংলা ব্লগিং এর শুরু হয়। আপনাদের সুচিন্তিত ও প্রসাঙ্গিক টিউমেন্ট কাম্য। আর আপনাদের জন্য নিয়মিত ভিডিও টিউটোরিয়াল বানাতে চাই, এজন্য আপনাদের সহযোগিতা কাম্য।

সবাইকে ধন্যবাদ
হাশমী বিন মোস্তফা

ধীরে শিখুন, ভালভাবে শিখুন এই প্রত্যাশায়……

Level 0

আমি NGN-BD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখেছেন

    Level 0

    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ভালোথাকবেন।

অসাধারণ হইছে। আরো টিউন চাই

    Level 0

    আশাকরি এখন থেকে নিয়মিত টিউন করব, মন্তব্যের জন্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাই। আমি এসইও জানিনা। কিভাবে বা কোথায় শিখতে পারি?

    Level 0

    ধন্যবাদ আপনার আগ্রহের জন্য, ভাই আপনার নিজের কি কোন ওয়েবসাইট আছে? যদি থাকে তবে প্রথমে আপনার ওয়েব সাইটকে সুন্দর ভাবে সাজান রিলেভেন্ট কন্টেট দিয়ে, একে বলাহয় অন পেজ অপটিমাজেশন, অনপেজ অপটিমাইজেশন আগে করুন, তারপর আপনার সাইটকে Search Engine এ আনার জন্য কাজ করতে হবে- এজন্য বিভিন্ন ব্লগ ও ফেরামে একটিভ থাকুন আর নিজেকে আপ টু ডেট থাকুন, আশাকরি এ অভ্যাস যদি টানা 3 মাস করতে পারেন তবে SEO এর A to Z আপনিও জানবেন, আর নিজেকে নিজে SEO গুরুর স্থানে দেখুন, ভালো থাকবেন।

      আমার নিজের ওয়েবসাইট আছে একটা। দেখুনতো কেমন এসকিউও হলো? বা আদো হলো কিনা?
      http://bloggerbd24.com