কি ভাবে Nero দিয়ে ISO ফরমেটে File তৈরি করবেন

প্রথমে আমার সালাম নিবেন, আল্লাহর রমহতে নিশ্চয় সবাই ভাল আছেন? আজকে আপনাদের মাঝে নতুন একটি তথ্য শেয়ার করব। হয় তো অনেকেও জনাতে পারেন। আবার অনেকেও না জানতে পারেন। তবে যারা জানে না তাদের জন্য আমার এই টিউন। আশা করি ভাল লাগবে। তো শুরু করা যাক। আপনারা যারা তথ্য প্রযুক্তি ব্যবহার করেন তারা হয়তো ISO ফরমেট সম্পর্কে জানেন। তবে সেটা অনেক Application ব্যবহার করে সেই ফরমেটে ফাইল রুপান্তর করতে পারবেন। তবে আপনার ইচ্ছা করলে Nero Application ব্যবহার করে খুব সহজে এই ফরমেটে ফাইলকে রুপান্তর করতে পারবেন। আপনারা Nero 9 এর মাধ্যমে তৈরি করতে পারবেন। আমি Nero 9 এর মাধ্যমে আপনাদের ISO ফরমেট তৈরি করে দেখাছি। তো শুরু করা যাক।

প্রথমে Start Menu থেকে StartSmart icon ওপেন করি

Window তে Nero Express Essentials Menu না থাকেল নিচের ছবির মত করে নিয়ে আসি।

Add/Remove Option এ Click করি, এবার নতুন Option আসবে সেখানে Nero Express Essentials Menu তে Click করি তার পর Ok তে Click করি

Ok তে Click করলে Window তে Nero Express Essentials Menu আসবে

তারপর Nero Express Essentials Menu তে Click

নতুন আরেকটি Window আসবে যা নিম্নের ছবির মত

সেখানে যদি সিডি কিংবা ডিভিডি কে ISO File রুপান্তর করতে চাই সেই Option এ Click করি (মনে রাখতে হবে DVD Drive যদি DVD দিয়ে থাকি সেক্ষে্ত্রে Copy Entire DVD নির্বাচন করতে হবে আর CD হলে Copy Entire CD নির্বাচন করতে হবে)

যেমনঃ – প্রথমে Image, Project, Copy তে Click তারপর Copy Entire CD নির্বাচন করি যেহেতু আমি DVD Drive এ CD দিয়েছি।

আবার নতুন আরেকটি Window আসবে যা নিম্নের ছবির মত

সেখানে Source Drive আপনার Drive টি নির্বাচন করুন এবং Destination Drive a Image Recorder টি নির্বাচন করুন এবার Copy তে Click করি এবার Save Option আসবে সেখানে Save as type এর Down Arrow তে Click করে ISO Image Files(*.iso) নির্বাচন করি। যা নিম্নের ছবির মত

ইচ্ছা মত ফাইলের নাম দিয়ে Save এ Click করি

Save এ Click করলে প্রক্রিয়া শুরু হবে এবং অপেক্ষা করি। প্রক্রিয়া শেষ হলে নিচের মত ছবি আসবে

ISO Image File যেখানে Save করেছি সেখানে দেখি। সবাইকে ধন্যবাদ।   আমার জন্য দোয়া করবেন। কেমন লাগলো জানাবেন। কোন মতামত থাকলেও জানাবেন।

 

Level 2

আমি মোহাম্মদ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বেশ কাজের টিউন । চালিয়ে যান ভাইয়া