আপনার নিজস্ব অপট ইন ফর্ম তৈরি করুন

সুপ্রভাত টেকটিউন এর বন্ধুরা।

আশাকরি ভালো আছেন সবাই। অনেকদিন পর আজ টিউন করতে বসলাম, সময়ের অভাবে বসা হয় না। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউন এ চলে আসি। আজকের টিউন এ আমি আপনাদের দেখাব, একটি সাধারন ইমেইল অপট ইন ফর্ম তৈরি করা, CSS এর দ্বারা সেটিকে সুন্দর ভাবে স্টাইল দেওয়া এবং পরিশেষে ফর্মটিকে একটি অটরেসপন্ডার সার্ভিস এর সাথে যুক্ত করা।

যারা ইন্টারনেট মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, তাদেরকে আশ করি বলে দিতে হবে না অপট ইন ফর্ম বা অটরেসপন্ডার কাকে বলে। যারা ইমেইল মার্কেটিং করে থাকেন তারা অবশ্যই জানেন এ দুটো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবুও যারা জানেন না, তাদের জন্য বলে রাখি, একটি ইমেইল অপট ইন ফর্ম হল এক ধরনের ওয়েব ফর্ম যার দ্বারা আপনি আপনার ওয়েবসাইট ভিসিটরদের ইমেইল সংগ্রহ করতে পারেন  এবং অটোরেস্পন্ডার হল একটি প্রোগ্রাম যা একসাথে এক বা একাধিক ইমেইল আইডি কে একই সময়ে রেস্পনড করে থাকে।

 

একটি ভাল মানের অপট ইন ফর্ম যা ভিসিটরদের দৃষ্টি আকর্ষণ করে, তার জন্য বেশীরভাগ সময়য়ই আমরা ডিসাইনার এর শরণাপন্ন হই। কিন্তু নিজে তৈরি করবার মত স্বাধীনতা তাতে নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার নিজের অপট ইন ফর্ম তৈরি করবেন। তবে এবারে আর লিখলাম না, আমি অলস 🙂  তাই না লিখে একটি ভিডিও তৈরি করে ফেললাম আপনাদের জন্য। ভালো লাগলে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি হলে দয়া করে  মার্জনা করে দেবেন। ধন্যবাদ।

টিউটোরিয়াল ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শিবায়ন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .

বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ব্লগিং করুন।এই লিংক এ যান এবং রেজিষ্টার করুন :
http://www.TechBDblog.com

ধন্যবাদ