স্বপ্ন এবার হাতের মুঠোয় – আপনিও হয়ে উঠুন্-RJ (পঞ্চম পর্ব)

শুভ সকাল।

আজকের টিউনে আলোচনা করবো intro নিয়ে।

তার আগে link নিয়ে কয়েকটা কথা বলে নেই –

সোজা সাপ্টা ভাবে বলা যায় লিঙ্ক হচ্ছে রেডীও প্রোগ্রামের ধাপ গুলো। রেডীও প্রোগ্রামে আরজের  কথা গুলোই হচ্ছে লিঙ্ক। ধরুন কোন আরজে রেডীও প্রোগ্রাম শুরু করে যে কথা গুলো বলে সেটা একটা লিঙ্ক  তারপর আবার গান থেকে ফিরে এসে কথা বলা শুরু করে সেটা আরেকটা লিঙ্ক।মোট কথা আপনাদের মন মাতানোর জন্য আরজেরা যে কথা গুলো বলে সেটাই হচ্ছে লিঙ্ক।

তো প্রতি ঘন্টায় চারটা standard লিঙ্ক দিতে হয়। কিভাবে ?

-ধরুন প্রথমে বকবক করে শো টা শুরু করলাম দ্যান গানে চলে গেলাম। -১টা লিঙ্ক দেয়া শেষ

-গান থেকে ফিরে এসে আবার কিছু কথা বলে আবার গানে চলে গেলাম। - দ্বিতীয় লিঙ্ক শেষ

এইভাবে প্রতি ঘন্টায় চারটা লিঙ্ক দিতে হয়।ধরুন আপনার শো এক ঘন্টার এবং সেই শো টা ৯টা থেকে ১০টা পর্যন্ত।

-9:00টায় শো শুরু করলেন একটা লিঙ্ক দিয়ে, মাঝখানে   Add/promo/Song  আবার

-9:15 তে  একটা লিঙ্ক দিয়ে, মাঝখানে   Add/promo/Song  আবার

-9:30 তে  আরেকটা লিঙ্ক দিয়ে, মাঝখানে   Add/promo/Song  আবার

-9:45 এ Extro দিয়ে show  শেষ করবেন।

 

**চলুন এখন জানবো, intro কী ?

সব intro একটা link কিন্তু সব link ...intro না। কেন ? এই কেনর উত্তর আপনারাই দিতে পারবেন যদি intro টা বুঝতে পারেন।

intro মানেই হচ্ছে introduction। কোন রেডিও প্রোগ্রাম শুরুর প্রথম লিঙ্কটিকেই intro বলে। কারন প্রথম লিঙ্কের মাধ্যমে আপনি রেডিও স্টেশন টির পরিচয় দিবেন নিজের পরিচয় দিবেন আনুষাঙ্গিক কিছু কথা বলবেন এই তো। আর একটা শো তে শুধু মাত্র একটা intro থাকে।

 

**একটি intro তে পাচটি তথ্য থাকে –

  • Station name .
  • Host name .
  • Show name.
  • Show time duration .
  • Time and date .

প্রথম তিনটা তথ্য যদি কোন intro লিঙ্কে না থাকে সেটাকে ঝারজ লিঙ্ক বলে।

** এখন আপনাদের intro দিয়ে বোঝানো তো সম্ভব না আমি লিখে বোঝাচ্ছি।

-এক পশলা বৃষ্টিতে অথবা কোন রৌদ্দুরে স্মৃতি গুলো ভীর করে হৃদয়ের দৃষ্টিতে,

মনে পরে কি তেমনি দিনে আমাকে ?

শুভ সকাল বন্ধুরা,

আপনারা এই মূহুর্তে টিউন করে আছেন দেশের সর্ব বৃহৎ অনলাইন রেডিও স্টেশন – রেডীও ভাষা, হৃদয়ে বাংলার সুর।

আমি রেদোয়ান আছি আপনাদের সাথে সবার প্রিয় ‘স্বপ্ন সকাল’ নিয়ে। এখন সময় ঠিক ১০টা আমি আপনাদের সাথে থাকবো ১টা পর্যন্ত আজ সোমবার ১৮ই অগাস্ট ২০১৪। আজকের দিনটা পার করার জন্য হয়ত আপনাদের অনেক অনেক প্ল্যান থাকতে পারে। আপনি চাইলেই প্ল্যান গুলো শেয়ার করতে পারেন। মনের কোমলতা কে ছাপিয়ে আজকের সকালটা যেণ আরো বেশী কোমল হয়ে উঠেছে, তার কারণ হয়তবা এক পশলা ঝুম বৃষ্টির পর মিষ্টি মিষ্টী রোদটা। এই মন কেমন করা সকালটাকে চলুন স্বাগত জানাই পুরানো দিনের রোমান্টিক একটি গান দিয়ে – ইশারায় শীষ দিয়ে আমাকে আর ডেকো না। ফিরছি গানটির ঠিক পরেই, সাথে থাকুন শুনতে থাকুন রেডীও ভাষা, হৃদয়ে বাংলার সুর।

 

 

 

আমি যখন কোর্স করি আমাকে intro দিতে যখন বলা হয় তখন আমি intro টা দেই। আমার লাইফের প্রথম ইন্ট্রো ছিলো এইটা  😛

 

1. আপনারা এই মূহুর্তে টিউন করে আছেন দেশের সর্ব বৃহৎ অনলাইন রেডিও স্টেশন – রেডীও ভাষা, হৃদয়ে বাংলার সুর। (station name + tag line)

2.আমি রেদোয়ান আছি আপনাদের সাথে সবার প্রিয় ‘স্বপ্ন সকাল’ নিয়ে।(host name + show name)

3.এখন সময় ঠিক ১০টা আমি আপনাদের সাথে থাকবো ১টা পর্যন্ত (show time duration)

4.আজ সোমবার ১৮ই অগাস্ট ২০১৪। (time & date)

 

**এবার আসি  intro লিঙ্ক কতখনের হবে ?

-Standard  time for intro -

 

Fm এর প্রোগ্রাম গুলোর intro  হয় 45sec এর আর online radio station গুলোতে  intro শেষ করতে হয় 58sec এ।

RJ Arko – অর্ক সাকিব ভাই বলেছেন একটা স্টেন্ডার্ড ইন্ট্রো হয় 40-45sec  এর।

 

আপনারা নিজেরা চেষ্টা করুন intro তৈরি করার। বেশি বেশি রেডিও শো শুনুন আর শুনুন কিভাবে শোটাকে শুরু করে। intro লিঙ্ক গুলো থেকে ঐ পাচটা তথ্য খুজে বের করার চেষ্টা করুন। আর বেশি বেশি intro দেয়র প্র্যাক্টিস করুন।

পরবর্তী পর্বে আসছি ‘Basic’ টপিকটি নিয়ে। আর কোন confusion থাকলে টিউমেন্ট করুন। আপনার কনফিউশন গুলো দূর করার চেষ্টা করবো। ভাল থাকুন।

 

সময় পেলে  আমার শূন্য ডায়রী  ব্লগটি একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভাল লাগবে .(shunnodiary.blogspot.com)।

 

Level 1

আমি রেদোয়ান আহমেদ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Unknown


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

owwow boss darun tune..ami wait korci apnar porobotti tune er jonno.