স্বপ্ন এবার হাতের মুঠোয় – আপনিও হয়ে উঠুন- RJ (চতুর্থ পর্ব)

সুপ্রিয়  টেকটিউন কমিউনিটি সবাই কেমন আছেন?ভালই আছেন আশা করি।

তো আজকের  পর্বে  আলোচনা করবো  pronunciation নিয়ে।

আরজেইং এর প্রাথমিক যোগ্যতা বলতে  সুন্দর উচ্চারণ ও বাচনভঙ্গি এবং একটি সুন্দর কণ্ঠ।  আর হতে হবে স্বতঃস্ফ‚র্ত এবং প্যাশনটা থাকতেই হবে। আমি আমার এই টিউনে শুধু বাংলা উচ্চারণ গুলো নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করবো। আর আপনাদের যাদের  জিব্বার জড়তাটা বেশি তারাও নিয়মিত প্র্যাক্টিস এর মাধ্যমে জড়তা দূর করতে সক্ষম হবেন আশা করি।

 

১। Vocal work (আপনি যখন যেভাবে পারেন গাইবেন। কখনো চিল্লাই কখনো আস্তে, মোট কথা কার্টুনের মত)

২।মাইকেল মধূসূধন দত্তের মেঘনাধ বদ পড়বেন। প্রথমে আবৃত্তি করে পরে খুব দ্রুত পড়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার কোন কোন বর্ণ উচ্চারনে সমস্যা হয় দ্যান ঐ উচ্চারণ গুলো ঠিক করবেন।

উচ্চারণ ঠিক করার জন্য বা জিহ্বার জড়তা দূর করার জন্য নিম্নোক্ত লাইন গুলো চর্চা করত পারেনঃ

 

১. চাচা তুমি চাঁছা চটা চাঁছ নাকি অচাঁছা চটা চাঁছ (চ-ছ শুদ্ধিকরন)

২. আমরা আমড়া খাই (র-ড় শুদ্ধিকরন)
(ড় শুদ্ধিকরনের জন্য অশ্বখুড়ো ধ্বনি চর্চা করতে হবে এবং জিহ্বার সামনের অংশ উল্টো করে
উচ্চারন চর্চা করতে হবে)

৩. গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায় (ড়-র শুদ্ধিকরন)

৪. জলে চুন তাজা তেলে চুল তাজা (জিহ্বার জড়তা দূরীকরনের জন্য)

৫. তবলার তালে তনু তা তা থৈ থৈ তালে থামিয়া থামিয়া তাল তুলিতেছে (ত-থ শুদ্ধিকরন)
(কন্ঠে অনাবশ্যক চন্দ্রবিন্দুর ভাব দূরীকরনের জন্য থ্রোট (কন্ঠনালী) থেকে উচ্চারনের চর্চা করতে হবে)

৬. She sells sea sells near the sea shore (শ-স শুদ্ধিকরন,SH-স,S-শ)

৭. খসখস ঘরঘর ছমছম
থমথম ভমভম ঝমঝম
ধ্রুমধ্রুম ঠাসঠাস
ঢাকঢোল ফিসফাস
(’ফিসফাস’ ছাড়া সব মহাপ্রাণ ধ্বনি)

৮. আর সইতে পারিনা সই ফুল ঝামেলা
প্রাতে মল্লি চাঁপা সাঁঝে বেলা চামেলা
হের মাধবী হুরি ডগোমগো তরুপুরি
পথেপথে ফুলঝুরি সজিনা ফুলে
এত ফুল দেখে কুলবালা কুল নাও
(প-ফ শুদ্ধিকরনের জন্য কবি নজরুলের কবিতার অংশবিশেষ)
(ঠোঁট বন্ধ করে ধাক্কা দিয়ে ‘ফ’ উচ্চারনের চর্চা করতে হবে)

৯. ক চ ট ত প
খ ছ ঠ থ ফ
গ জ ড দ ব
ঘ ঝ ঢ ধ ভ

১০. শ্যামবাজারের শ্রীযুক্ত সত্যশর্মা চক্রবর্তী অসুস্থ শরীরে বৃষ্টির মধ্যে ব্যস্তসমস্ত হয়ে পায়ে হেঁটে অনেক কষ্ট করে শ্রমিক শ্রেনীর স্বার্থে শহীদ মিনারের পাদদেশে সিপিএম এর সমাবেশে সশরীরে উপস্হিত হলেন।
(এক দমে পড়ার চর্চা করতে হবে)

 

-আপনাদের আরও কয়েকটি কাজ দিয়ে দেই।

১।বর্তমানে আমাদের দেশে কতগুলো এফ এম রেডিও স্টেশন আছে সেগুলোর নাম সহ ফ্রিকুয়েন্সির একটা লিস্ট বানাবেন

২। বাংলাদেশের দশজন solo singer এর নাম এর লিস্ট তৈরি করবেন

৩।বাংলাদেশ এবং ইন্ডিয়ার ২০জন পুরাতন singer  এর লিস্ট বানাবেন

৪।গানের বিভিন্ন ধরনের general লিখবেন।

৫।গান নিয়ে একটু ঘাটাঘাটি বেশি করবেন। পছন্দের অপছন্দের সব গান শুনবেন। অনেকে আছেন শুধু পছন্দের গান গুলোই ঘুরে ফিরে শুনতে থাকেন।

যতটা সম্ভব আপনাদের সামনে আরজেইং এর বিষয় বস্তু গুলোকে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করছি। কতটুকু সফল আমি জানি না। সেটা আপনারাই ভাল জানেন

 

আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে আলোচনা করবো " Intro " টপিক  নিয়ে।সেই পর্যন্ত ভাল থাকবেন এবং সবাইকে ভালরাখবেন :)।

হাতে সময় থাকলে আমার শূন্য ডায়রী  ব্লগটি একবার ঘুরে আসতে পারেন, আশা করি ভাল লাগবে। (shunnodiary.blogspot.com)।

Level 1

আমি রেদোয়ান আহমেদ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Unknown


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice Tune bro.wait korci porobotti tune er jonno.

darun vai , carry on

আশিক ভাই ধন্যবাদ 🙂

Level 2

যাদের উচ্চারনের সমস্যা তারাও এই টিউটি পড়ে উপকার পাবেন। আমি মনে করি আপনার এই টিউনটি ছোটদের উচ্চারন শিক্ষার ক্ষেত্রে অনেক বেশী কাজে দিবে। আচ্ছা ভাই শুধু এরকম ভাষার ব্যাবহার নিয়ে কোন এন্ডোএড় এপস্ হয় না। না হয় আপনি যদি একটা তৈরী করেন তাহলে অনেকেই উপকৃত হবে। সুন্দর টিউন।

    ধন্যবাদ সোহেল ভাই । আর এন্ড্রয়েড এপ্স ডেভেলপমেন্টের উপরে আমার কোন ধারনা নাই । না হলে চেষ্টা করে দেখতাম । 🙂

ভাইয়া, পরবর্তী পোস্ট এর অপেক্ষায় রইলাম…………