এস ই ও এর বিষয়টা আরও সহজ ও বাস্তব উদাহরন দিয়ে বুঝে নিন।

যারা ই-কমার্স ব্যাবসায়ে আছেন বা অনলাইন কেন্দ্রিক ব্যাবসায়ের সাথে জড়িত তাদের জন্য তো বটেই, ওয়েব সাইট যাদের আছে এবং যারা চান তাদের ওয়েব সাইট মানুষ দেখুক তাদের সবার জন্যেই এস ই ও অত্যন্ত গুরুত্বপূর্ন একটা বিষয়। কিন্তু অনেকের কাছে এই বিষয়টা জটিল মনে হয়। এস ই ও এর বিষয়টা আরও সহজ ও বাস্তব উদাহরন দিয়ে বুঝে নিতে চেষ্টা করবো আজকের এই আলোচনায়।

পরিষ্কার করা যাক ব্যাপারটা। ধরা যাক একজন আলু ব্যবসায়ী আলু বিষয়ক ওয়েবসাইট তৈরি করেছেন এবং তিনি চাচ্ছেন কেউ যখন গুগলের মতো সার্চ ইঞ্জিনে আলু লিখে সার্চ করবে তখন অন্যসব ওয়েবসাইট/ব্লগ ছাড়িয়ে তার আলু বিষয়ক ওয়েবসাইটটা প্রথম সারিতে দেখাক। এর জন্যে তিনি তার ওয়েবসাইটের ডিজাইনে, কনটেন্ট এ বেশ হেরফের করলেন পাশাপাশি তিনি বিভিন্ন ওয়েবসাইটে গেস্ট টিউন করলেন যেখানে লেখকের পরিচিতিতে তাকে আলু বিষয়ক ওয়েবসাইটের মালিক হিসেবে

এতো কিছু করার পর একটা নির্দিষ্ট সময় পর দেখা গেলো তার ওয়েবসাইট টা গুগলে আলু লিখে সার্চ করলে প্রথম সারিতেই দেখাচ্ছে। নিঃসন্দেহে তিনি বেশ খুশি হলেন, কারণ তার কষ্ট সার্থক ! তিনি যদি এই কাজগুলো না করতেন তাহলে হয়তোবা তার ওয়েবসাইটকে গুগল প্রথমে দেখাতো না। এক্ষেত্রে এমন না যে এই কাজগুলো করলেই গুগল প্রথমে দেখাবে বা এই কাজগুলো না করলে প্রথমে দেখাবে না। বিষয়টা এমন যে স্কুলে ভর্তি হবার পর হাজারো ছাত্র থাকে, এখানে সবাই ছাত্র কিন্তু সবাইকেই ভালো ছাত্র বলা যায়না, একজন ভালো ছাত্র চেনা-যাবে তার আচার-ব্যবহার, শিক্ষকদের সাথে আর অন্যান্য ছাত্রদের সাথে তার ভালো সম্পর্ক আর ভালো ফলাফলের মাধ্যমে। এভাবেই হাজারো ছাত্রের মধ্যে গুটিকয়েক ভালো ছাত্রকে আলাদা করা যায়।

*সম্পর্ক বোঝা যায় লিঙ্ক এর মাধ্যমে।

ধরা যাক আলু ব্যবসায়ীর ওয়েবসাইট হচ্ছে ছাত্র, গুগল হচ্ছে শিক্ষক। শিক্ষক তথা গুগল তখনই তার ছাত্রকে ভালো বলবে যখন ছাত্রের সাথে অন্যান্য ছাত্র (সমমনা অন্যান্য ওয়েবসাইট) এর সম্পর্ক* ভালো থাকবে, ছাত্র ভালো ও পরিপাটি থাকবে (ডিজাইন) এবং ভালো ফলাফল করবে (কনটেন্ট)। সবগুলো বিষয়ে যখন ছাত্র স্বয়ংসম্পূর্ণ থাকবে তখনই কেবল তাকে সেরা ছাত্র বলবে শিক্ষক। এক্ষেত্রে আলু ব্যবসায়ী তার ওয়েবসাইটে ভালো সাজানো-গোছানো ডিজাইন করেছিলেন, ভালো সম্পর্ক ছিলো সমমনা ব্লগ/ওয়েবসাইটগুলোর সাথে এবং ভালো কনটেন্ট তৈরি করেছিলেন। তাই তার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এ প্রথম সারিতে এসেছিলো।

এক্ষেত্রে আলু ব্যবসায়ী তার ওয়েবসাইটকে গুগলে প্রথম সারিতে দেখানোর জন্যে যা যা করেছেন তাই এক কথায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

 

প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাজানো আমার নিজস্ব ব্লগ tanveerrazwan.com আপনাদের সবাইকে আমার ব্লগে ঘুরতে আসার আমন্ত্রন রইলো।

About Me:

Hello, this is Tanveer Razwan a Digital Marketing Expert and Web Developer, Working for brands who are willing to grow bigger in the digital atmosphere. I’m now working at TanTheta as Head of Development.

Wanna to knock? You can find me on:

Facebook Twitter Linkedin Slideshare | Google Plus  | My Website

Phone: 0088 018 63 66 99 22 | Mail: [email protected]

Level 0

আমি তানভীর রেজোয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a professional web designer and developer. Experience with HTML, CSS, JS, PHP and MySQL. Very familiar with WordPress and OpenCart. I have experience in designing what works, traffic conversion, email campaigns, landing pages, social media marketing and digital branding.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসম্পুর্ন টিউন। বুঝা গেলোনা।