কাগজের ফুল [পর্ব-০৬] কুসুদামা কাগজের ফুল অত্যন্ত সুন্দর একটি ফুল দেখে নিন এবং আপনি নিজেই তৈরী করুন

আসসালামুআলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেইন টিউন এর "কাগজের ফুল" এর ৬ষ্ঠ পর্ব। অনেক দিন পর TT তে টিউন করতেছি। ব্যাস্ততার কারনে অনেক দিন হয়ে গেল টিউন করতে পারছিলাম না। তাই আজ ফ্রি হয়ে TT তে টিউন করতে বসলাম। তো চলুন দেরী না করে সরাসরি টিউন এ চলে যায়।

কুসুদামা কাগজের ফুল

কুসুদামা হলো জাপানের একটি ঐতিহ্যবাহী কাগজের তৈরী ফুল। এটি চাইলে আপনি উপহার বা বাড়ির ডেকোরেশনের কাজেও লাগাতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কুসুদামা ফুল তৈরির প্রক্রিয়া-

যা যা লাগবেঃ

  • কাগজ

  • আইকা বা গাম

  • কাঁচি

যা করতে হবেঃ

প্রতিটি কাগজের টুকরো দৈর্ঘ্য ও প্রস্থে সমান হবে (যেমন-দৈর্ঘ্য ১৩ ও প্রস্থ ১৩ সে.মি.)। প্রতিটি ফুলে ৫টি পাপড়ি থাকবে।

২ নং চিত্রের ন্যায় কাগজের নিচের অংশ ভাঁজ করে উপরের অংশের সাথে যোগ করুন, ফলে একটি ত্রিভুজ হবে।

৩ ও ৪ নং চিত্রের ন্যায় ডান ও বাম প্রান্ত ভাঁজ করে মাঝ বরাবর সংযুক্ত করুন, ফলে দু’পাশে দু’টি ত্রিভুজ হবে।

৫ ও ৬ নং চিত্রের ন্যায় ডান ও বাম পাশের ত্রিভুজ দুটিকে আবারও ত্রিভুজ আকৃতিতে ভাঁজ দিন (সামনের দিকে) চিত্র অনুসারে।

৪ নং চিত্রে দেয়া ভাঁজটিতে ভাঁজের মাঝখানের অংশে আঙ্গুল ঢুকিয়ে ফুলিয়ে নিন, ফলে ৬ নং চিত্রের ভাঁজটি খুলে যাবে। দু’পাশে দুটি বড় ত্রিভুজ হবে।

৯ ও ১০ নং চিত্রের ন্যায় ত্রিভুজ দুটির মাথা সামনের দিকে চিত্রের ন্যায় ভাঁজ দিন। এখন ৬ নং স্টেপে দেয়া ভাঁজটি আবার দিন।

১২ নং চিত্রের ন্যায় ডান ও বামপাশ আইকার সাহায্যে সংযুক্ত করুন। ফলে একটি cone তৈরী হবে, একে আমরা পাপড়ি হিসেবে ব্যবহার করব।

 

এভাবে আরো ৪টি পাপড়ি তৈরি করে আইকার সাহায্যে সবগুলো একসাথে মুখোমুখি জোড়া দিলেই হয়ে যাবে এই অসাধারণ ফুলটি।

এবার দেখুন কি চমৎকার ফুল আপনি বানিয়েছেন।ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউনটি দেখার জন্য।আগামী টিউন এর জন্য সাথেই থাকুন।

আমাকে follow করতে পারেন

Facebook

Twitter

Youtube

Google+

Instagram

Imo ও whatsapp এ 01782823779 এড করতে পারেন।

Level 0

আমি সাদ্দাম হোসাইন শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am just a simple boy....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস