টেলিকমিউনিকেশন সিস্টেম (মোবাইল) [পর্ব-০৩] :: ফিডার ক্যাবলে কানেক্টর সেটিং, ক্যাবল গ্রাউন্ডিং ও ক্যাবল ক্লাম্পিং

প্রথম পর্বের লিংক

২য় পর্বের লিংক

৩য় ধাপঃ

উন্নত প্রযুক্তির ফলে দিন দিন নেটওয়ার্ক আপগ্রেড হচ্ছে। আমরা ২জি থেকে ৩জি তে চলে এসেছি, আগামী কয়েক বছরেই ৪জি তে চলে যাবো। আর এই আপগ্রেডের ফলে দেশে বিদেশে প্রচুর টেলিকম ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে। আমাদের বাংলাদেশেই ৬টি ফোন কোম্পানী রয়েছে। সুতরাং টেলিকমিউনিকেশন এর কাজ শিখে আপনিও হতে পারে একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার। আর আমি কিন্তু টেলিকম ইঞ্জিনিয়ার নই, সামান্য ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ার। কিন্তু টেলিকমে জড়িত ছিলাম প্রায় ২ বছরের অধিক সময়। এবার মুল কথায় চলে যাই-।

বিভিন্ন কোম্পানী বিভিন্ন ব্র্যান্ডের ইকুইপমেন্ট ইউজ করে থাকে। মুলতঃ এখানে যে বেইস ট্রান্সমিশন সিস্টেম(BTS) নিয়ে আলোচনা করছি এটা চাইনীজ হুয়াউয়ে ৩৯০০A মডেলের। কারন বাংলাদেশের টেলিকমে সবচেয়ে বেশি ইউজ হয় এই চাইনীজ মডেল। তাছাড়া সব BTS এর সংযোগ প্রণালী প্রায় একই রকমের। পুরো নেটওয়ার্ক এর প্রতিটি ইকুইপমেন্ট কানেকশন করার জন্য বিভিন্ন প্রকার ক্যবল ব্যবহার করা হয়। এখন সকল প্রকার ক্যাবল ফ্যাক্টরি মেড অবস্থায় আসে, তাই হাতে বানানোর প্রয়োজন নেই, তবে আগের মডেলের নকিয়া / জেট টি ই / এরিকসন / মটোরোলা / সিমেন্স এর প্রায় সকল ক্যাবল বানিয়ে হাতে বানিয়ে নিতে হত। জিএসএম পোর্ট থেকে BTS এর RRU বা MRFU পর্যন্ত অপটিক্যাল ফাইবার দিয়ে কানেকশন নেয়া হয়। সচরাচর ৯০০+ ব্যান্ডের জন্য ৭/৮” আর ১৮০০+ ব্যান্ডের জন্য ৫/৮” আর পোর্টের শর্ট জাম্পার হিসেবে ১/২” মাপের ক্যাবল ইউজ করা হয়। কানেক্টর লাগানোর ক্ষেত্রে ৯৮% সুক্ষ্ম মাপে ক্যাবল কেটে নিতে হবে কানেকটর ও ক্যাবল টাইপ অনুযায়ী। কিভাবে বানাবেন সেটা না বুঝতে পারলেও সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ ছবি সহ প্রতিটি কানেক্টরের সাথে ম্যানুয়াল দেয়া থাকে। সুক্ষ্ম পরিমাপের করার জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হবে।

ক্যবলের সাথে কানেক্টর ফিটিং করার পরে ভালো ভাবে টাইট দিতে হবে, নাহলে গেইন ভোল্টেজ বেড়ে যাবে। কানেকটর গুলো দুই রকমের হয়ে থাকে, মেল আর ফিমেল। কানেকটর লাগানোর আগেই বুঝে নিতে হবে কোন কানেক্টর লাগাতে হবে। পন্ডশ্রমের ফল হিসেবে নয়ত আবার খুলে নতুন করে বানাতে হবে।

গেইন ভোল্টেজ পরিমিত রাখতে প্রতিটি ক্যাবল উপরের অংশের ২.৫ মিটারের মধ্যে ও BTS অংশের ৩ মিটারের মধ্যে অবশ্যই গ্রাউন্ডিং সংযোগ করে দিতে হবে।

৫/৮(১৮০০MHz) এর ক্যবলে এন্টেনা পোর্টে ৩ মিটারের অধিক নয় এবং ৫/৮, ৭/৮ উভয় ক্যাবলের MRFU পোর্টে ৩ মিটারের অধিক নয় এমন জাম্পার ক্যবল(১/২) ইউজ করতে হবে। এগুলো হাতে বানিয়ে নিতে হবে। BTS রুমে প্রবেশ কৃত সকল ক্যবলের হোল সিলিকাজেল দিয়ে লাগিয়ে দিতে হবে।

প্রতি ক্যাবলে লেফট রাইট জোড়া জোড়া করে ল্যাডারের সাথে ক্যবল ক্লাম্প দিয়ে টাইট করে লাগাতে হবে, যেন ঝড়ো হাওয়ায় ক্যাবলে ছুটে না যায়।

৪র্থ ধাপঃ

MRFU এর পাওয়ার সংযোগ, টিএক্স/আরএক্স শর্টিং, সিপিআরআই ক্যাবল, আর লেফট রাইট ফাইবার ক্যবল সঠিকভাবে সংযোগ দিতে হবে।

ফোন কোম্পানীর বৃহত্তর স্বার্থে কিছু কিছু জিনিস তুলে ধরতে পারছিনা। কেউ প্রাক্টিক্যালি কাজে গেলে শিখে যাবেন পুরোপুরি ভাবে। আর আমার টিউনে অনেক ভুল হতে পারে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা না করতে পারার জন্য দুঃখিত, পরের ১/২ টিউনের মধ্যে আলোচনা করবো ইনশা আল্লাহ। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারো আসবো MRFU & RRU সংযোগ এর বিস্তারিত আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

Level 2

আমি জনি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

techtune proflie a puture dib kivabe

Onk sundor …onk easy ….apnar tune gulo por c