নিজের ইচ্ছে মত তৈরি করুণ QR কোড। পনির মত সহজ পদ্বতিতে :)

QR আর কোড সম্পর্কে আমাদের অনেকের জানা আছে।

অনেকের জানা নেই। যারা জানেন না তারা এখান থেকে জেনে নিন।
এবার দেখবো কিভাবে নিজের জন্য QR কোড তৈরি করতে হয়।

প্রথমে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন।

এই লিঙ্ক এ

এবার নিচের ছবির মত করে কাজ করুন:

প্রথমে আপনার কোড এর মধ্যে কোন ধরনের ডাটা রাখবেন সেটা সিলেক্ট করুন। আপনি যদি কোন লিঙ্ক রাখতে চান তাহলে URL সিলেক্ট করুন। আপনি যদি কোন লিখা/text রাখতে চান তাহলে TEXT সিলেক্ট করুন।

এবার খালি ঘর এ আপনার লিঙ্ক অথবা আপনার লিখা/টেক্সট লিখুন। আমি আমার ফেসবুক এর লিংক দিলাম।  এবার ”create QR code”  এ ক্লিক করুন।

Create QR code এ ক্লিক করার পর আপনি আপনার QR code পেয়ে যাবেন পাশের বক্স টাতে।

এবার আপনি চাইলে আপনার QR কোড টি ছবি আকারে সংরক্ষন করতে পারেন। আপনি চাইলে এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারন।

আপনার কোডটি ছবি আকারে সেইভ করতে চাইলে :

পাশের বক্সটিতে DOWNLOAD ক্লিক করুন।

এবার আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে QR-CODE.zip  নামে একটি ফাইল পাবেন। এটা ওপেন করলে আপনার কোড এর একটি ছবি পাবেন। এবার আপনি এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

এবার QR কোড তো পেয়ে গেলেন। কিন্তু এটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন??

এটা দিয়ে কাজ করার জন্য আপনার এন্ড্রয়েড/আইফোনে একটা QR code scanner সফ্টওয়্যার ডাউনলোড করতে হবে। এন্ড্রয়েডের জন্য এখান থেকে নিয়ে নিন।

এই সফ্ট টা ওপেন করলে আপনার ফোনে ক্যামেরা ওপেন হবে। এবার এই ক্যামেরাতে আপনার তৈরি করা কোড টি ধরে রাখুন।  এবার দেখুন কি হয় 🙂

সবাইকে ধন্যবাদ। ক্ষমা এবং দোয়া প্রার্থী।  🙄

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaia link e dhuktechenah… likha ase. This webpage is not available

thanks vi
তবে Create QR code তা offline কোন softer পাওয়া গেলে better হত।