

বাংলাদেশে ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং-এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে সম্পুর্ন বিনা মূল্যে “চল করি অনলাইনে আয়” নামক একটি ফ্রি ফ্রিল্যান্সিং ওয়ার্কশপের আয়োজন করে BLACK iz IT Institute । সৌভাগ্যক্রমে ২টি ক্লাস নেবার সুযোগ হয়েছিল ওয়ার্কশপটিতে । ২য় ক্লাসের বিষয় ছিল ফটো এডিটিং, ব্র্যান্ডিং এবং ফ্রিলান্সিং । ক্লাস টি ভিডিও সহ পোস্ট করলাম । মনে রাখবেক ক্লাসটি নতুনদের জন্য সাজানো, তাই অনেক কিছুই ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে ।
ফটো এডিটিং এ রয়েছে অনেক ধাপ। এর মধ্যে উল্লেক্ষ্য কিছু ধাপ আছে যা প্রতিটি মানুষেরই কম বেশী জানা থাকা অতন্ত জরুরি। যেমন আপনি ফেসবুকে কভারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ৮০-ভাগ থেকে ৮২-ভাগ ফেসবুক ব্যবহারকারীই তার ফেসবুকের কভার ঠিক মত বসাতে পারে না। আর এমন হলে অবশ্যই আপনার স্বাধের ফেসবুক আইডিটি অসুন্দর থেকে যাবে। যদি এমন হয় খুব সহজেই কিছুটা সময় ব্যায় করে হয়ে ঊঠতে পারেন একজন ফটো এডিটর? অথবা একটু সময় দিয়ে একটু কষ্ট করে যদি খুব সহজেই জেনে নিতে পারতেন ফটো এডিটিং? তাহলে আসুন আমরা টিউটরিয়ালটি দেখে জেনে নেই ফটোস্কেপ এর মাধ্যমে বাল্ক ছবি রিসাইজিং, ইমেজ ক্রপিং, সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইনিং, এনিমেটেড ব্যানার ইডেটিং, এনিমেটেড ওয়েব এডস, ব্লার, ফোকাস ইত্যাদি কিভাবে করবো।
চলুন তাহলে নিচের লিংক ক্লিক করে দেখেনেই ক্লাসটিঃ
https://www.youtube.com/watch?v=uK3rrJJm0Bg
এই ভিডিও টিউটরিয়ালটি থেকে আপনি আরো জানতে পারবেন,
• What is image format? what is the diffrent? (সকল ফটো বা ইমেজ ফর্মেটের উপর মূল ধারানা।)
• What is transparent image? (ট্রান্সপারেন্ট ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।)
• What is animated image? (অ্যানিমেটেড ইমেজ কি?)
• How can I make animated image by photoscape? (অ্যানিমেটেড কিভাবে তৌরি করবেন।)
• Resizing, Croping by PhotoScape. (রিসাইজ, ক্রপ, ইমেজের সাইজ ছোট করা।)
• How to use photoscape? (ফটো স্কেপ সফটওয়ারের সম্পুর্ন ব্যবহার।)
• How to make facebook cover/profile photo? (ফেসবুক কাভার ফটো, ফেসবুক প্রফাইল ফটো।)
...............................
নিচের নিঙ্ক থেকে টিউটরিয়াল দেখে নিন।
https://www.youtube.com/watch?v=uK3rrJJm0Bg
আমি ইমতিয়াজ বিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aro aro class upload korben ki tahole upokrito hotam, dhonnobad