চলুন এসিও কে অনেকদিন কার্যকর রাখার কিছু উপায় জেনে নেই……..

আমরা সবাই এসইও সম্পর্কে কমবেশি জানি । এই বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নাই । আজকে আমি এই পোস্টে এসইও নিয়ে কিছু কথা বলবো । একটি ওয়েব সাইটের প্রান হচ্ছে ভিজিটর । ভিজিটর ছাড়া ওয়েব সাইটের কোন মূল্য নেই । আর এই   ভিজিটর যাতে নিয়মিত ওয়েব সাইটে থাকে এ জন্য এসইও করার পাশাপাশি কতগুলি বিষয় খেয়াল রাখতে হবে। নিচে আমি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম;-

১। সবসময়   টপ লেভেলের ডোমেইন (যেমনঃ .com, .net ইত্যাদি) নেওয়ার চেষ্টা করুন  ।

২। আপনার সাইট তৈরি করার পর বিভিন্ন সার্চ ইঞ্জিনে (যেমন; google, yahoo, bing ইত্যাদি) সাবমিট করুন ।

৩। আপনার ব্লগে পোষ্ট বা আর্টিকেল নিয়মিত লিখুন ও তা বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করুন ।

৪। পোস্ট বা আর্টিকেলগুলো সবসময় এসইও ফ্রেন্ডলি লেখার চেষ্টা করবেন । এতে করে সার্চ ইঞ্জিন এ আপনার আর্টিকেলটি গুরুত্ব দিবে ।

৫। আপনার পোষ্ট বা আর্টিকেল যাতে কোন কপি পেস্ট না হয় । এতে করে আপনার সাইটে ভিজিটর কমবে এবং সার্চ ইঞ্জিন এর কাছে আপনার ব্লগ সাইটের মান কমে যাবে ।

৬। যথাসম্ভব আপনার সাইটের ব্ল্যাকলিংক তৈরি করুন ।

৭। যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন All in One SEO Pack কিংবা WordPress SEO by Yoast এই প্লাগিনটা ব্যবহার করতে পারেন । যা আপনার সাইটের এসইও কে আরও কার্যকরী করে তুলবে ।

৮। কাখনই ব্ল্যাক হ্যাট এসইও করবেন না । কারন এর সুবিধা সাময়িক । যা পরবর্তীতে  আপনার সাইটকে সার্চ ইঞ্জিন ব্লক করে  দিবে।

৯। সবসময় ভাল মানের কিওয়ার্ড বাছাই করুন । এতে আপনার ভিজিটর বাড়বে।

১০। আপনার পোষ্টগুলি করার সাথে সাথে টা সার্চ ইঞ্জিন সাবমিট করে ফেলুন।

উপরোক্ত কাজগুলি করলে আপনার ওয়েবসাইটের ভিজিটর প্রতিনিয়ত বাড়বে । আসা করি আপনাদের কাজে আসবে । ধন্যবাদ সবাই ভাল থাকবেন ।

আমার একটা ছোট ব্লগ আছে । আশা করি সবাই একবার ঘুরে আসবেন , আমার ব্লগ এ ।

আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।


একই সাথে Techgolpo.com এ প্রকাশীত ।

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস