সহজেই কনটেন্ট লিখুন সঙ্গে সার্চ ইঞ্জিনের রাঙ্কিং এ আনুন

আপনি সুন্দর ও মানসম্মত  SEO Content কিভাবে লিখতে পারেন সঙ্গে সার্চ ইঞ্জিনের রাঙ্কিং এ আনবেন সেই স্মমন্ধে পূর্ণাজ্ঞ  ধারনা দিতে পারব আশা করছি। কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ ছাড়া সার্চ ইঞ্জিনে আপনার Content ভাল অবস্থানে আনা আপনার জন্য খুবই কষ্টসাধ্য হবে । আপনি যদি কনটেন্ট সাজানোর সময় কিছু নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনার কনটেন্টটি হতে পারে গুগলের সর্বশ্রেষ্ঠ কনটেন্ট । সবার মনে এখন একটিই প্রশ্ন জাগতে পারে যে  আদো কি এমন কোন নিয়ম আছে? আসলেই কি সম্ভব? এমন প্রশ্ন যদি কেউ করে থাকে তাহলে আমার উত্তর একটাই হবে তা হল “এমনটা আসলেই সম্ভব” । এটি একমাত্র কনটেন্ট অপটিমাইজেশন দ্বারাই সম্ভব যা শুধু মাত্র  On-Page Optimization এ ই করা হয়ে থাকে । আপনার কনটেন্টটি সুন্দর করে সার্চ ইঞ্জিন এর কাছে উপস্তাপন করতে পারলেই আপনি পেতে পারেন আপনার টার্গেট ভিজিটর এবং সর্বচ্চ ভাল পেজ রেঙ্কিং ।

পোস্টটি  আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ  :

  • সঠিক পেজ টাইটেল নির্বাচন কি ভাবে করবেন তা জানতে পারবেন –
  • কনটেন্ট এর সাথে সম্পর্ক বজায় রেখে কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন –
  • ওয়েব সাইট বা কনটেন্ট Ranking এর জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস জানতে পারেন ।
  • কিভাবে কনটেন্ট সাজালে আপনি পেতে পারেন বিপুল টার্গেট ভিজিটর
  • বিষয়বস্তু দৈর্ঘ্য কেমন হবে তা জানতে পারবেন
  •  আপনার কনটেন্ট পাবলিশ কারার আগে আপনার কি কি করনীয় তা জানতে পারবেন

সঠিক পেজ টাইটেল নির্বাচন যেভাবে করবেন :

       এটা খুবই গুরত্বপূর্ন একটা ওয়েব পেজের জন্য যা ইউজার এবং সার্চ ইঞ্জিন উভয়কে বলে দেয় যে সেই পেজের মধ্যে কি আছে অর্থ্যাৎ একটা টাইটেল একটা পেজের সরাংশ অথবা এর বিষয়বস্তু । আপনার পেজের টাইটেল হতে হবে এমন যাতে এটা আপনার এবং অন্যের সাইটের অথবা অন্য কোন পেজের টাইটেলের সাথে মিলে না যায় অর্থ্যাৎ সম্পূর্ণ ইউনিক এবং অবশ্যই নির্ভূল ।
সার্চ ইঞ্জিনে এর রেজাল্ট যখন আমরা ব্রাউজারে দেখি তখন পেজের টাইটেল থাকবে সবার আগে । যেমন আমরা যদি genesisblogs লিখে গুগলে সার্চ দেই তাহলে আমরা নিম্নের চিত্র অনুযায়ী দেখতে পারব ।

কোন ব্যবহারকারী অথবা ইউজার যখন যে কিওয়ার্ড দিয়ে সার্চ  ইঞ্জিনে সার্চ করবে এবং সেই নির্দিষ্ট কিওয়ার্ডটি  যদি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে বোল্ড আঁকারে দেখায় এবং  তা যদি আবার পেইজের সম্পূর্ণ টাইটেলটি হয়  তাহলে আপনি সহজেই ভেবে নিতে পারেন আপনার সাইটের ট্রাফিক বহুগুন বেড়ে যাবে । পেইজের টাইটেল ট্যাগ সবসময় এমনভাবে দিতে হবে যেটার সাথে  আপনার  পেজের কনটেন্টের অনেকটাই  মিল রয়েছে। বেশী লম্বা টাইটেল ট্যাগ দেওয়া মোটেও উচিৎ নয় কারন এতে অনেক অপ্রয়োজনীয় শব্দ টাইটেলে চলে আসে । যার ফলে আপনার সার্চকৃত টাইটেল  সার্চ ইঞ্জিনে সম্পূর্ন দেখায় না বরং তার কিছু অংশ সার্চ রেজাল্টে দেখায় সেহেতু বেশী গুরুত্বপূর্ণ হল পেইজ টাইটেল ছোট প্রাসঙ্গিক এবং তথ্যবহুল করা ।

কনটেন্ট এর সাথে সম্পর্ক বজায় রেখে কিওয়ার্ড নির্বাচন :

SEO আসলে এমন একটি বিষয় যেখানে আপনাকে সবসময় আপডেটেড থাকতে যেমন আপনার প্রিয় মানুষটির সব খোঁজ কবর রাখেন । কথায় গেল কেন গেল এখন কি করছে ? তেমনি আপনিও এসইও এর বিষয় সম্পর্কে খোঁজ কবর নিবেন । সার্চ ইঞ্জিন এর নতুন নতুন আপডেট সর্ম্পকে জানতে চেষ্টা করুন এবং সেই অনুযায়ী কাজ করতে থাকুন।তাইলেই তো এসইও আপনার প্রেমে পরবে। শুধু একারণেই আপনাকে খুবই সতর্ক ভাবে কিওয়ার্ড নির্বাচন করতে হবে । কোনভাবেই ভুল তথ্য এর পিছনে সময় এবং শ্রম নষ্ট করা যাবে না । আপনি সেরা Keyword Research এর জন্য কিছু টুলস ব্যবহার করতে পারেন । । আমার মতে সেরা Keyword Research টুলস হচ্ছে Google Ad words: Keyword Planner, webmaster Tool । এখানে আপনি সবচেয়ে ভাল Keyword এর পরামর্শ পেতে পারেন ।জানতে পারেন ট্রাফিক বিবরণ এবং আর অনেক কিছু । আপনি Google এ Search দিয়ে আরও অনেক Keyword Research টুলস পাবেন ।

এই পর্যন্ত বুঝতে সমস্যা হয় নি আসা করি >>>
ঠিক তো !

 এখন আসি কিভাবে সেরা Keyword নির্বাচন করবেন ?

Step 1 : প্রথমে আপনার বিষয়ভিতিক Keyword নির্বাচন করুন ।
Step 2 : আপনার পছন্দের Keyword টুলস এ আপনার সেরা Keyword Research করুন ।
Step 3 : আপনি আপনার কাংখিত Keyword গুল পাবেন ইনশা-আল্লাহ ।
Step 4 : Research করা Keyword গুল থেকে আপনার কাংখিত Keyword গুল নির্বাচন করুন ।

আমি মনেকরছি আপনি আপনার কনটেন্ট এর জন্য সেরা Keyword নির্বাচন করতে পারবেন । এই বেসিক নলেজটি আপনার মধ্যে আছে ।
ঠিক আছে >>>>

ওয়েব সাইট বা কনটেন্ট Ranking এর জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস :

কনটেন্ট Ranking এর প্রধান শর্তই হল ভাল কনটেন্ট খুঁজে পাওয়া । আমাদের ওয়েবসাইটে যে content গুলো থাকবে তার সবই যে ভাল হবে এমন কোন কথা নেই। কিছু ভাল, কিছু মাঝারি ,কিছু নিম্ম মানের কন্টেন্ট থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অবশ্য সবসময় চেষ্টা করতে হবে ভাল কন্টেন্ট তৈরি করা । তার জন্য আমরা ভাল আর্টিকেল রাইটার হায়ার করতেও পারি অথবা নিজেরাও লিখতে পারি। কিন্তু মূল কথা আমদের ভাল কনটেন্ট লাগবেই ।
আসলে কোনগুলাকে আমরা ভাল কন্টেন্ট বলব?

•    ওয়েব সাইটের সাথে পেজ গুলোর সাবজেক্ট এর রিলেশন থাকতে হবে।
•    টার্গেট ভিজিটরদের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন থাকবে।
•    টার্গেট ভিজিটরদের বিভিন্ন সমস্যার সমাধান থাকবে।
•    বিভিন্ন প্রশ্নের উত্তর থাকবে।
•    অবশ্যই ওয়েবসাইটটি তথ্যবহুল হতে হবে।
•    যেসব কন্টেন্ট শুধুমাত্র Search engine কে টার্গেট করে লেখা হয়।

এই ধরনের কন্টেন্ট গুলো তে সাধারনত প্রচুর পরিমানে keyword থাকে এবং এগুলো শুধুমাত্র search engine এ ranking বৃদ্ধি করার জন্য তৈরি করা হয়। Visitor এর জন্য content তৈরি করুন তাহলে আপনার চাহিদা ও পূরন হবে আবার  SEO তে ভাল রেঙ্কিং ও পাবেন। তাই আমরা চেষ্টা করব এগুলোর সদ্য ব্যবহার করতে ।আবার আসুন একটু নিজেকে পরিবর্তন করি । একটু স্মার্ট হই ।
থাক! আপনারা অনেক স্মার্ট জানি এবার অন্তত আপনার ওয়েব সাইট কেও স্মার্ট করুন । আসুন দেখি কি কি পরিবর্তন লাগবে ।

  • আপনার ওয়েবসাইটের পুরানো খারাপ কন্টেন্টগুলাকে Edit করে ফেলেন । কি পারবেন না। জানি আপনার দ্বারাই হবে ।
  • Fake Page তৈরি করবেন না অর্থাৎ এমন পেজ যা আপনার ওয়েবসাইটের অংশ না যা হয়ত ভিজিটরকে অন্য কোন পেজে redirect করবে।
  • সবসময় যথাসম্ভব পরিষ্কার, সহজ এবং বর্ণনামূলকভাবে বা ধাপে ধাপে আপনার আর্টিকেলটি লিখুন, যাতে করে এটা বুঝতে এবং আপনার target audience দের কোন প্রকার সমস্যা না হয় ।

কাজেই আপনার ওয়েবসাইটের এর জন্য এমন কন্টেন্ট লিখুন যা আপনার টার্গেট অডিয়্যন্স ও সার্চ ইঞ্জিন দুটাকেই প্রাধান্য দেবে। অর্থাৎ SEO ও কন্টেন্ট এর মধ্যে একটি সামঞ্জস্য বিধান করা। সবচেয়ে ভাল হয়, প্রথমে আপনি user এর জন্য লিখুন পরবর্তীতে লেখাটাকে edit করুন relevant keyword গুলোকে সঠিক জায়গায় placement করুন ।

ঠিক আছে ভাইয়েরা ।
বুঝলেন কিছু কি নাকি শুধুই বক বক করছি?
প্রশ্ন রেখে গেলাম জানাবেন কিন্তু মনে করে ।

একটা ওয়েবসাইটে সব একই ধরনের পেজ থাকেনা এটাতে বিভিন্ন ধরনের পেজ এবং বিভিন্ন ধরনের content থাকে। ওয়েবসাইটকে Brochures এর সাথে তুলনা করলে চলবে না। মানুষ আপনার সর্ম্পকে সবকিছু জানে বা তারা যে শুধুমাত্র search engine এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসছে এমন ভাবার কোন কারণ নেই। ভিজিটররা অন্য অনেক সোর্স থেকেও আসতে পারে। তাই আপনাকে ধরে নিতে হবে যে ভিজিটর আপনার ওয়েবসাইট বা আপনার সর্ম্পকে কিছুই জানেনা।
ইনফরমেশন গুলো এমনভাবে রাখবেন যেন যে কেউ তার প্রয়োজনমত সঠিক তথ্য খুজেঁ নিতে পারে । একারনের প্রতিটি তথ্য সঠিক স্থানে রাখতে হবে। আর এ কারণেই পেজের বিভিন্নস্থানে keyword use করতে হবে, যাতে করে ভিজিটররা যা খুজছে তা সহজেই খুজে পায়।  আপনি বিভিন্ন ক্যাটাগরি সর্ম্পকিত তথ্য ও যোগ করতে পারেন SEO এটাকে ভাল গুরুত্ব দেয়।

কিভাবে কনটেন্ট সাজালে আপনি পেতে পারেন বিপুল টার্গেট ভিজিটর :

সব কিছুর ই একটি সুন্দরয থাকে । আপনার  কনটেন্ট গুলোকে এমন ভাবে সাজান যেন দেখতেই মায়া লাগে । ঠিক যেমন করে আপনার প্রেমিকা/প্রেমিককে সাজালে ভাল লাগত । আসুন আমরা আমাদের কনটেন্ট কে সুন্দর করে সাজিয়ে তুলি ।

•    home page
•    main category pages
•    sub category pages
•    product/serice pages
•    Information/articles/news/posts
•    About us page
•    Help pages
•    search engine home pages কে সবচেয়ে বেশি weight দেয়। তাই হোম পেজের জন্য    এই কাজগুলো করতে পারেন।
•    broad ও competitive keyword phrases
•    use keyword rich tag line
•    মানুষদের অন্যান্য গুরুত্বপূণ ক্যাটাগরি পেজে directory করুন ।

উপরের অংশ টি ভাল করে দেখুন  আসা করি  home page, main category pages, sub category pages, About us page এবং  Help pages  নিয়ে আপনাদের কোন সমস্যা নেই । বাকি থাকে  product/serice pages ওInformation/articles/news/posts
product/serice pages পেজেস গুলাতে সাধারণত নির্দিষ্ট কোন product বা service সর্ম্পকে তথ্য থাকে এবং এখানে আপনারা related keyword গুলো ব্যবহার করতে পারেন।এই পেজগুলার সাধারনত একের অধিক কপি থাকতে পারে কারন অনেক সময় বিভিন্ন product বা service এর একই ধরনের ফিচার থাকতে পারে।
Information/articles/news/posts পেজগুলাতে সাধারণত অন্যান্য  পেজ থেকে সাধারণত কন্টেন্ট বেশি থাকে । এখানে আপনি আপনার expertise দেখাতে পারেন ।

বিষয়বস্তু দৈর্ঘ্য কেমন হবে তা জানতে চান :

আগেই বলেছি সবকিছুই হতে হবে ইউনিক, সবার থেকে আলাদা, দেখেই যেন পরান জুড়ায় যায় । ঠিক যেমন আপনার গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ডকে দেখেই পরান ঠাণ্ডা হইয়া যায় । থামেন পড়ে ঠাণ্ডা হইয়েন আগে একটা কনটেন্ট লিখেন । কি ভাবেন ১০০-২০০ ওয়ার্ড এর লিখলেন হইয়া গেল ।  না ভাই হবে না ।বিস্তারিত

লিখেন দেখতে কেমন, চুলের কালার, তার কি কি ভাল লাগে , কেন তাকেই শুধু ভাল লাগে ।লিখে ফেলেন ৫০০ ওয়ার্ড এর বেশি । আপনার Content Length অব

শ্যই কমপক্ষে 500 Word হতে হবে । এখন এমন এক সময় যে ছোট বিষয় বস্তুর জন্য সার্চ ইঞ্জিন থেকে টার্গেট ট্রাফিক

পাওায়া খুব কষ্টকর । তাই আপনার কনটেন্

ট এর বিষয় খুব ব্যাখ্যা মুলক হতে হবে । কমপক্ষে 500 Word এর ভাল কনটেন্ট হওয়া দরকার ।

ঠিক আছে >>>>>>

আপনার কনটেন্ট পাবলিশ কারার আগে আপনার কি কি করনীয় তা জানতে পারবেন :

এইটা কোন কথা হইল ফেসবুক এ কত পোস্ট করলাম । এমন যারা ভাবছেন তারা তারা শুনেন এইটা অনেক গুরুত্বপূর্ণ । এটা ছাড়া আপনার পরিশ্রমই বিথা যাবে ।
আপনার কনটেন্ট পাবলিশ কারার আগে আপনাকে আরও কিছু কাজ করতে হবে । আপনার কনটেন্ট কি পাঠ্যযোগ্য কিনা চেক করুন । আপনি একজন লেখক নয় পাঠক হিসেবে আপনার কনটেন্ট এর বিষয়গুল ভাল করে লক্ষ করুন । পাঠক এই কনটেন্ট পড়ে কুতটুকু উপক্রিত হবে সেদিকে নজর দিন । যদি আপনি English Content লিখেন তাহলে আপনাকে Spelling ও Grammar ঠিক আছে কিনা খুব ভাল করে চেক করুন । সবকিছু ঠিক থাকলে পাবলিশ করুন ।
বুজলেন বিষয় টা ............

আজ এইটুকই !
সম্পুন্ন টা এতোক্ষণ পড়ছেন হয়ত । আমার বক বক শুনার জন্য ধন্যবাদ।

আগে জেনিসিসব্লগ

এ আমি প্রকাশ করেছিলাম ।

যেকোনো প্রশ্ন থাকলে ফেসবুক এ আমাকে জিজ্ঞেস করতে পারেন ।

হুম ভাল কথা পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না যেন ।

“ভাল থাকবেন অসম্ভব ভাল ভীষণ ভাল এই কামনাই রইল”

Level 0

আমি নাসরিন আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vi vlo tune……
vi apnar site a dukte gele pwd vay kan.?

ওয়েলকাম মোঃ সজিব সরকার

welcome to techtunes. A researchful tune. Go aheAD and carry on. 🙂

site kicu tutir karone off asee . kicudin er modhe assa kori tik hoye jabe

মাহফুজুর রহমান মারুফ

khub sundor tune. ami sohoje comment kori na. sundor howay log in kore comment korte holo
sudhu matro utshaho dewar jonno.

একজন আপু এত বুদ্ধি রাখে! এগুলো পড়েই তো আমার মাথা ঘুরে গেছে! তবে আমি কিন্তু একটা চান্স মিস করি নাই, ফেসবুকে ঠিকই ফ্রেন্ড রিকয়েষ্ট পাঠাইছি। accept না করলে অনশন!

thnks for giving us a informative tune

এক কথায় তথ্য সমৃদ্ধ মানসম্মত টিউন। সুন্দর হয়েছে। চালিয়ে যান।
ধন্যবাদ

অনেক ভালো লিখেছেন,সাথে আছি চালিয়ে যান। ধন্যবাদ ।

টেকটিউনস এ মেয়ে টিউনার প্রথম দেখলাম… এবং টিউন টা আসলে কাজের টিউন… কিন্তু মধ্যখানে মনটা একটু অন্যদিকে নিয়া গেলেন।। 🙂 ধন্যবাদ আরও টিউন আসা করছি আপনার থেকে।

তথ্য পূর্ণ কন্টেন্ট । থ্যাংকস ।

ভাল লাগল পড়ে # ধন্যবাদ

চালিয়ে যান…… আপনার মত লেখকদের জন্যই টেকটিউনস। আশা করি আমাদের ভালোবাসা রাখবেন। এখানে সব সময় আপনার কাছ থেকে ভালো কিছু আশা করব। আমি চাই টেকটিউনসে যেন স্প্যাম না হয়।

কিন্তু আপনার ব্লগটাতে ঢুকা যাচ্ছে না কেন?

চালিয়ে যান আপু। খুব ভাল টিউন হয়েছে।আপনার ব্লগে ঢুকা যাচ্ছে না।

Level 0

খুব ভাল লাগল। ওয়েবমাষ্টার টুলস বিষয়ে আরেকটা এরকম পোষ্ট আশা করছি।

i like it

ধন্যবাদ আপনার কমেন্ট আমাকে আর্টিকেল লিখতে হেল্প করবে
জাহিদুর রহমান

ব্লগার মারুফ ভাইয়া আপনার কমেন্ট পাব এসো করি নি থ্যাংকস

Level 0

প্রথমে ধন্যবাদ । ক্রিয়েটিভ আই তে আপনার কথা সুনলাম। আজকে পোস্ট টা অনেক ভাল লাগল।।

creative it te amr kotha ke bollo abong kii bollo #emran

আপা, অসাধারন লিখেছেন। আশাকরি সবাই উপকৃত হবে। ধন্যবাদ।

valo hoiche