নিজের ইচ্ছা মত যে কোন সাইট ব্লক করে রাখুন খুব সহজে ।

আপনার কম্পিউটারে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যেন না খোলে সে ব্যবস্থা আপনি সহজেই করতে পারেন।এ জন্য অনাকাঙ্ক্ষিত সাইট ব্লক করতে হবে।

ছোট্ট একটা ফাইল সম্পাদনা করেই এ কাজটি করা যায়। কম্পিউটারে নোটপ্যাড খুলুন।ফাইল থেকে ওপেনে ক্লিক করুন। নিচে Files of type থেকে All files নির্বাচন করুন।

এবার C:/WINDOWSystem32/drivers/etc ফোল্ডারটি খুঁজে বের করুন।HOSTS ফাইলটি খুলুন। নিচে দেখুন একটা লাইন আছে এমন ‘127.0.0.1 localhost’।

এর নিচে লিখুন 127.0.0.2 http://www.abc.com ( যে সাইট ব্লক করতে চান) এবং সেভ করুন।তাহলে ওই সাইটটি ব্লক হয়ে যাবে এবং আপনার কম্পিউটার থেকে আর কেউ এটায় যেতে পারবে না।

অনেকগুলো সাইট ব্লক করতে চাইলে একইভাবে শুধু 127.0.0.1 এর জায়গায় 127.0.0.2 দিন, আরও করতে চাইলে 127.0.0.3 লিখে সাইটের পুরো ঠিকানা লিখবেন।
আনব্লক করতে চাইলে ব্লক করার জন্য যে লাইনটা লিখেছিলেন, সেটা মুছে দিয়ে ফাইলটি সেভ করলেই চলবে।

Post টি ভাল লাগলে আমার ব্লগে ঘুরে আসবেন ।

আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।

 


একই সাথে Techolopo.com এ প্রকাশীত ।

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন কিছু করেন|এটা একবার প্রথম আলোতে প্রকাশ হয়েছিল|

আপনি যত সহজে লিখলেন তত সহজে এটা করা সম্ভব নয়। কারন- উইন্ডোজ এটা করার অনুমতি দেয় না…