একটা ওয়েবসাইটের সকল তথ্য দেখবেন কীভাবে জেনে নিন

আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি এবং অনেক সময় জানতে ইচ্ছা করে সেই ওয়েব এর বিস্তারিত কিছু তথ্য।

অনেক তথ্য ওয়েব সাইটের অ্যাবাউট অপশন থেকে জানা যায়, তবে ভেতরের অনেক তথ্য থাকে যা জানা যায় না।

যেমন, ওয়েবসাইট টি কবে থেকে চলছে (প্রতিষ্ঠা সাল), ডোমেইন কেনা কোথা থেকে, হোস্টিং কোথা থেকে করা ইত্যাদি ইত্যাদি।

এগুলো জানার জন্য আপনাকে অন্য ভাবে জানতে হবে। থার্ড পার্টি কিছু সাইট আছে এগুলো বিস্তারিত দেখার জন্য।

আসুন জানি আমরা সেই পদ্ধতি।  (একদম নতুনদের জন্য)

কীভাবে-

  • প্রথমে who.is এই সাইটে প্রবেশ করুন।
  • তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েব-এড্রেস প্রবেশ করান। নিচের ছবি দেখুন,

  • তারপর সার্চ অপশনে ক্লিক করুন। দেখবেন সকল ভেতরের তথ্য পেয়ে যাবেন।
  • তারপর পরিবর্তী মেনু গুলা পর পর ক্লিক করে সকল তথ্য নিয়ে নিন। নিচের ছবি দেখুন,

আশা করি সমস্যা হবে না। কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

ধন্যবাদ। 🙂

আমি এবং আমার ব্লগ 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx… khub valo hoyece..

সুন্দর

সুন্দর তো

techtunes.io এর whois দেখা যায় না ক্যান? 😛

Level 0

কিযে করেন ভাই। একসাথে দিয়া দিবেন সবটা । টা না খামাখা দাড় কইরা রাখেন।