যাই হোক। ভেবেছিলাম আপনাদের জন্য আজ কর্ডের ব্যবহার শেখাবো। কিন্তু তার আগে আপনাদের জানা প্রয়োজন কর্ড জিনিসটা কী।
সংক্ষেপে বলি কর্ড হচ্ছে একাধিক নোটের মিলিত শব্দ তা গানের শ্রুতিমধুরতা বাড়ায়। এটা নিয়ে বিস্তারিত লিখতে পারলাম না বলে দুঃখিত।
তবে কয়েক বছর আগে আমি সচলায়তনে আরাফাত ভাইয়ের ব্লগে কর্ডের উপর বিস্তারিত একটা লেখা আপনাদের জন্য তুলে ধরলাম। আমার মনে এর চেয়ে সহজভাবে আর স্কেল ও কর্ড বোঝানো সম্ভব না। এমন কি আমি নিজেও হয়তো বোঝাতে পারব না। তার উপর আমি কখনো কারো কাছে মিউজিক শিখিনি। তাই কর্ডের ব্যবহারের আগে আপনারা নিচের লিংক থেকে কর্ড সম্পর্কে জেনে নিন। কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। যারা স্কেল বোঝেন তার শুধু ২য় টা পড়লেই চলবে। আর যারা স্কেল বোঝেন না তারা দুটোই পড়বেন। নতুবা বুঝবেন না কিন্তু।
কর্ড যতক্ষণ না বুঝবেন ততক্ষণ কর্ডের ব্যবহার আপনাদের দিয়েও লাভ নেই। কারণ, কর্ড না শিখতে পারলে এর ব্যবহারও করতে পারবেন না।
তাই আজ আর বেশি কিছু বলব না। এমনিতেই শিশু জিহাদের অকাল মৃত্যুতে মনটা খারাপ 😥 , এতো খারাপ যে মনের অজান্তেই কিছু অপেশাদার লিরিক রচনা করে, মনে আসা হালকা একটা সুর দিয়েই FL Studio দিয়েই একটা গান রচনা করে ফেললাম। শিশুটার ফটো দেখে সত্যিই আমার চোখ দিয়ে পানি পড়েছে। যাই হোক আমার রচিত গানটি নিচের লিংক হতে দেখে নিন।
কেমন লাগে তা অবশ্যই জানাবেন।
আর একটা কথা যারা কর্ড সহজে বসাতে চান তারা Piano Roll-এ নিচের পদ্ধতি অনুসরণ করুন।
আর আরেকটা কথা। Charlie and the Chocolate Factory (2005) মুভিটার বাংলা সাবটাইটেল করেছি। Johnny Depp-এর অভিনয়ের কথা তো আর নতুন করে কাউকে বলতে হবে না। তাই মুভিটা দেখবেন অবশ্যই বাংলা সাবটাইটেল দিয়ে। আর ভালো লাগলে অবশ্যই রেট করবেন। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
Charlie and the Chocolate Factory (2005)'s Subtitle Download↓↓↓
যাইহোক, আজকে কেমন যেন অগোছালো টিউন হলো। আসলে জিহাদ'এর ব্যাপারটাতেই মনটা বেশি খারাপ। তাই কিছু মনে করবেন না। সমস্যা হলে ফেসবুকে বা গ্রুপে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
thanks . Continue bro ………………