FL Studio টিউটোরিয়াল [পর্ব-০২] :: গানে গানে বেসিক উইন্ডো পরিচিতি

FL Studio টিউটোরিয়াল

আগের টিউনে আপনাদের কিছু Software দিয়েছিলাম। আশা করি সবাই Download করতে পেরেছেন। আজ FL Studio’র বেসিকটা আপনাদের জানাবো। আর তা প্র্যাকটিস করাতে করাতে। মনোযোগ দিয়ে পড়বেন। ধৈর্যহারা হবেন না। আপাতত এই কয়েক মিনিট এই দিকে মনোযোগ শুরু করা যাক তাহলে।

1.Browser (F8):

এটা হলো ব্রাউজার। শর্টকাট কী হলো F8. একবার চাপ দিলে আসবে আরেকবার চাপ দিলে চলে যাবে। আপনিও চেষ্টা করুন। দরকার আছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড নিয়ে কাজ করতে পারি। আবার আমরা কোনো কাজ করতে নিলে এটা সয়ংক্রীয়ভাবে তার ক্ষেত্র উল্লেখ করবে। যেমন: আপনি ভুল করলে Ctrl+Alt+Z চাপলে সাথে সাথে আগের History গুলো এখানে চলে আসবে। কাজের সময় আমরা বিস্তারিত আলোচনা করব।

2.Pattern (F6):

এটা হলো প্যাটার্ন। মূল কাজ এখানেই। এখানকার কাজ একটু ভালভাবে বর্ণনা করা যাক। এইখানে আপনাকে গানের এক লাইন-এক লাইন করে তাল অনুসারে মিউজিক তৈরি করতে হবে।

যেমন ধরুন। আপনি “শ্রাবণের মেঘগুলো” গানটার মিউজিক কম্পোজ করতে চান। সেক্ষেত্রে তাল অনুসারে আপনাকে গানটাকে খন্ড খন্ড করতে হবে। আর তারপর আপনাকে এই খন্ড খন্ড লাইন গুলো বসাতে হবে Playlist (F5)-এ।

যেমন: (তাল অনুসারে)

Pattern1:

শ্রাব

নের

মেঘ

গুলো

Pattern2:

জড়ো

হলো

কা

Pattern3:

শে...

Pattern4:

ঝোরে

নাম

বে বুঝি

Pattern5:

শ্রাব

ণ্‌

ঝরা

Pattern6:

য়ে

-

-

-

এখন মূলগানে এই দুই লাইনটা আবার গায়। সেক্ষেত্রে কি আপনি আবার দুইটা Pattern করবেন? না, FL Studio’র সুবিধাই হলো এটি। একই সুরবিশিষ্ট লাইন একবার তৈরি করলে দ্বিতীয়বার তৈরির প্রয়োজন পড়ে না। Playlist এ এই দুইটা Pattern আবার বসাতে পারবেন। Playlist এর ব্যাপারে পরে যখন আমরা প্র্যাকটিস করব তখন বিস্তারিত বলব।

কিন্তু ভাবছেন আরেকটা Pattern নেবেন কীভাবে? কি-বোর্ডে সবার ডানপাশে যে Numeric কি-বোর্ড থাকে সেখানে ‘+’ (প্লাস) বাটন চাপলেই দেখবেন পরের প্যাটার্নে চলে গেছেন। তখন প্যাটার্ন বক্সের উপরে লেখা দেখতে পাবেন Pattern2. আর আগের প্যাটার্নে ফিরতে ‘-’ (মাইনাস)বাটন চাপুন। আর F4 এ চাপ দিলেই আপনি একটা নতুন ফাঁকা প্যাটার্ন নিয়ে কাজ করতে পারেন।

ফাইলটা ডাউনলোড করুন। মাত্র 56kb কিলোবাইট।

ফাইলটা ডাউনলোড করে FL Studio 11 দিয়ে ওপেন করে স্পেসবারের চাপ দিন। প্রথম প্যাটার্ণটা বাজবে। আমি হালকা একটা ড্রাম আর একটা ইলেট্রিক গিটার ব্যবহার করেছি। এরপর ‘+’ বাটন চেপে চেপে সবগুলো প্যাটার্ণ শুনুন। দেখুন আমি যে প্যাটার্ণ উপরে উল্লেখ করেছি। তার সাথে মেলে কি না।

 Playlist (F5):
বলেছিলাম যে প্যাটার্ণগুলো বসাতে হয় Playlist-এ। তো আমি 6 টা প্যাটার্ণই Playlist-এ বসিয়েছি। এবার তাহলে পুরোটা কী হলো সেটা শোনার পালা। যখন আমরা স্পেসবারে চাপ দিয়ে প্যাটার্ণ বাজাচ্ছিলাম তখন খেয়াল করবেন যে উপরে ডিজিটাল ঘড়ির মতো অংশের নিচে PAT এর পাশে বাদামী আলো জ্বলছিল।আর যখন আমরা Playlist বাজাবো তখন আমাদের অবশ্যই PAT এর নিচে SONG এর পাশের সবুজ লাইটটা জ্বালাতে হবে। এবার স্পেসবারে চাপ দিন। সবগুলো একসাথে বাজবে।এতো খুশি হয়ে গেলেন! কিন্তু তারপরও ভাবছেন আমি যে ইলেট্রিক গিটার ব্যবহার করেছি সেটা কোথায় পেলাম। আর Playlistএ প্যাটার্ণগুলো বসালামই বা কী করে। সবকিছুই বলছি।

প্রথমেই বলি যে Playlist এ প্যাটার্ণগুলো বসালাম কী করে। আপনি যখন Pattern1 এ, তখন আপনি Playlist এ গিয়ে যদি Track1/Track2 (ইচ্ছা)-এর ঘরে মাউসের বাম বাটন চাপেন তাহলে ঐ অংশে আপনার তৈরি Pattern1 বসে যাবে। তাল রক্ষার জন্য মাউস দিয়ে এটাকে বামে-ডানে সরিয়ে ঠিক জায়গায় স্থাপন করুন। এরপর ‘+’ বাটনে চাপ দিন অর্থাৎ Pattern2 তে যান। এরপর মাউসের বাম বাটনে চাপ দিয়ে ঠিক Pattern1 এর পাশে স্থাপন করুন। এবার আবার ‘+’ বাটনে চাপ দিনআর একে একে ৬ টি প্যাটার্ণই বসান। তারপর SONG পাশের সবুজ আলো জ্বালিয়ে Playlist এর গানটা চালু করুন। এইতো আপনি পেরেছেন!যদি না পারেন তবে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখে নিন। আরে ভাই, আমার এলাকায় 3G থাকলে কি আর এতক্ষণ ধরে লিখতে বসি। আপনাদের ভিডিও টিউটোরিয়াল দিয়ে ভরিয়ে দিতাম।

https://db.tt/Z2Nj6eguVideo Tutorial (4.51mb)

3. Mixer (F9):

এটার এখন কোনোই দরকার নেই। কারণ এটা যখন গান রেকর্ডিং শেখাবো তখন এ বিষয়ে বিস্তারিত বলবো। তবে এটুকুই বলি যে এটা দিয়ে আমার অপছন্দের কিছু শিল্পীদের গানের মতো Vocal ইডিটিং বেশ ভালোভাবেই করা যায়। পরে এ বিষয়ে বিস্তারিত বলব। আর সেই ইলেট্রিক গিটার কোথায় পেলাম তা এখন বলি। ভাইজান, FL Studio হলো অসংখ্য ভার্চুয়াল বাদ্যযন্ত্রের সমুদ্র। আপনাকে একটা কথাই বলব। FL Studio ওপেন করে একবার মাউসের চাকাতে বা Ctrl+F8 এচাপ দিয়ে দেখুন।

অবাক হলেন এতো বাদ্যযন্ত্র দেখে? আপনাকে আরো একটু অবাক করে দিই। All থেকে Sytrus বাদ্যযন্ত্রটা মাউস দিয়ে টেনে এনে FL Studio’র মাঠে ছেড়ে দিন।

এখন কি-বোর্ডের Q থেকে ] পর্যন্ত, A থেকে Enter এর আগ পর্যন্ত, Z থেকে / পর্যন্ত বোতামগুলো চাপুন। একটা হারমোনিয়াম/পিয়ানোর সাথে কোনোই পার্থক্য নেই। আর একটু অবাক করে দিই? Sytrus এর উপরের ডান কোনায় যেখানে ক্রস (x) চিহ্ন আছে তার বাম পাশে দেখবেন দুইটা বাম-ডান অ্যারো চিহ্ন আছে। সেখানে মাউস রেখে শুধু মাউসের ডান বাটন একবার ক্লিক করে দেখুন।

শেষ হচ্ছেনা? মাউসের চাকা ঘুরান। আমি এখান থেকেই Electric 3 নিয়ে একটু আগে কাজ করলাম। একটা বাদ্যযন্ত্রতেই যদি এত সাউন্ড থাকে তাহলে আরগুলোর কথা না হয় না-ই বললাম। তবে সত্যি কথা হলো একটা গান তৈরিতে সবগুলো বাদ্যযন্ত্র লাগেনা।আর ড্রামের ব্যবহার তো মনে হয় এতক্ষণে শিখে ফেলেছেন। তবে আরো কয়েকভাবেড্রাম ব্যবহার করা যায়। সবই শিখাবো ধীরে ধীরে।

আজ অনেক বকবক করেছি। FL Studio তে কম্পোজ করা আমার কন্ঠের একটা গান আপনাদের দিয়েই আজ শেষ করতে চাই। (আমি কী নির্লজ্জ!) এটা আপনাদের শুনতে ভালো না লাগুক, আপনাদের উৎসাহ বাড়বে। আর যদি সৌভাগ্যবশত প্রশংসা পেয়েই যাই তাহলে আমিও উৎসাহ পাব।

https://db.tt/RJ4VXXvzRopto Kora Shobdogulo by Mehedee

কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।
 বিঃদ্রঃ ধর্মীয়ভাবে সঙ্গীত নিয়ে কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ দলিল অনুযায়ী ইসলামে বাদ্যযন্ত্র হারাম। তাই সঙ্গীতও হারাম। কারণ, তৎকালীন আরবসমাজে সঙ্গীত, মদ-জুয়া ও নারী এই তিনটি জিনিসই মানুষকে ধর্ম থেকে দুরে নিয়ে যেত। তাই অশ্লীল, খারাপ বা উত্তেজক কোনো গান শ্রবণ করবেন না। সত্য, সুন্দর ও পবিত্র গান শুনুন। আর খেয়াল রাখবেন যেন সঙ্গীত আপনাকে কোনোভাবেই যেন ধর্ম থেকে দূরে নিয়ে না যায়। অবসর সময়েই কেবলমাত্র শিক্ষার জন্যই আমার টিউনটি। এর দ্বারা কোনো পাপকাজ সংঘটিত হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই নিজ দায়িত্বে সফটওয়্যারগুলো ব্যবহার করুন।

টিউনটি সর্বপ্রথম প্রকাশ করেছি এখানে >>

আপডেট ১:

Download FL Studio 11 Producer Edition Full.

ডাউনলোডের নিয়ম:
আমি 4shared সাইট পছন্দ করি। আর আগে থেকেই ব্যবহার করি। তাই এতেই যাবতীয় জিনিসপত্র আপলোড করি। অন্যগুলোতে ট্রাফিকজনিত অনেক সমস্যা ফেইস করেছি। তো, ডাউনলোড লিংক-এ ক্লিক করার

আগে যা যা করে নিবেন।
১। http://www.4shared.com/ এ গিয়ে প্রথমে Sign Up করবেন। ইমেইলের ঝামেলা এড়িয়ে Facebook দিয়েও Sign Up করতে পারবেন। এর জন্য আপনি 15

GB জায়গা পাবেন ফাইল আপলোড করে রাখার জন্য। মূল্যবান যেকোন কিছু সংরক্ষণ করতে পারবেন।
২। Sign Up করার পর সেটাতে Sign In বা Log in করবেন।
৩। এরপর Download লিংকে ক্লিক করবেন। কিন্তু...কিন্তু...কিন্তু...আগেই Download এ ক্লিক করবেন না। কারণ, ট্রাফিক বেশি হয়ে গেলে আমার ফাইলটি ডিলিট হয়ে যাবে। এরকম

আগেও হয়েছিল। তাই...
৪। Add to my Acoount করবেন। তাহলে Sign Up করার জন্য আপনি যে এই সাইটে আপনি যে 15 GB জায়গা পেয়েছিলেন তাতে এই ফাইলটি জমা হবে। তার মানে অ্যাকাউন্ট খুললে

অনলাইনেই আপনার একটা ভার্চুয়াল হার্ডডিস্ক বা পেনড্রাইভ বা বসতবাড়ি বলেন আর যাই বলেন সেটা তৈরি হবে। আর ফাইলটিও সেখানে জমা হবে।
৫। এবার ফোনে হলে 4shared এ আপনার ইউজারনেমে ক্লিক করুন আর পিসিতে হলে My Account এ যান। সেখানে ফাইলটি দেখতে পাবেন। এবার Download এ ক্লিক করুন। এরপর

Free Download এ ক্লিক করুন। একটু পর ডাউনলোড শুরু হবে।
৬। এই একটা অ্যাকাউন্ট করলেন। ভবিষ্যতে আমি আবার কোনো ফাইল আপলোড করলে আপনাকে আর কষ্ট করে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না। একবার একটা গ্রুপ ওয়ার্কের সুবিধার্থে সবাইকে 4shared ব্যবহার

করিয়েছিলাম। তারপর থেকে একটা মায়া পড়ে গেছে এটাতে। একদম ডাইরেক্ট লিংক দিতে পারলাম না বলে দুঃখিত।

Download Link: http://www.4shared.com/rar/aiLY18Oxce/FL_Studio_11_Producer_Edision_.html

৭। ডাউনলোডের পর Zip থেকে Extract করে FL Studio ইন্সটল করুন। Patch ওপেন করে Crack এ ক্লিক করুন। ব্রাউজিং উইন্ডো দেখাবে। এবার যেখানে FL Studio সেটাপ দিয়েছেন সেই ফোল্ডারে FLEngine.dll ফাইলটি দেখিয়ে দিন। Registry ফাইলটি ওপেন করে ওকে করুন। ব্যস কাজ শেষ।

ডাউনলোড করতে প্রবলেম হলে আমার ফেইসবুকে জানান। আর নতুন ভিডিও টিউটোরিয়ালের জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি পড়ে খুবই ভালো লাগলো । আমার কাছে FL-Studio এর CD ছিলো , ইন্সটল করলাম সঙ্গে সঙ্গেই । আশা করি আপনি আপনার টিউটোরিয়াল টিউনগুলো চালিয়ে যাবেন । ভালো থাকবেন ।

    ধন্যবাদ ভাই। আপনারা পাশে থাকলে চালিয়ে যাবো ইনশাল্লাহ।

অনেক কস্ট করে লিখেছেন,
ধন্যবাদ।
কিন্তু যেহেতু আমি এটি সম্পর্কে একদম জানিনা।
তাই প্লিজ বলুন যে এটা দিয়ে আমরা কি সিখছি এবং এটা দিয়ে কি কি করা যায়।

    @SAHEB BISWAS: আপনি হয়তো প্রথম পোস্টটা পড়েন নি। পড়ে নিলেই বুঝতে পারবেন। এটা মূলত মিউজিক বা সঙ্গীত রচনার Software. একটু ভালভাবে শিখতে পারলে আপনিও এ বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারেন।

thanks . আশা করি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন । তবে অনুরধ – লেটেস্ট ভার্সন নিয়ে টিউন কবেন ।

    ধন্যবাদ ভাই। আপনি যে ভার্সনই ব্যবাহার করুন না কেন কাজ পুরোপুরি একই। আর লেটেস্ট ভারসন ঠিকই পাওয়া যাবে কিন্তু বেশিরভাগ সময়ই Demo পাওয়া যায়। Full Version পাওয়া যায় না। তাই সবার সুবিধার্থে মুটামুটি একটা মাঝারি ভার্সন ব্যবহার করেছি। আর শেখার জন্য Demo হলেও চলবে।

Level 0

টিউনটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই।

    আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 2

Go Ahead Bro. We all r with u….

@Musician Mehedee: টেকটিউনস থেকে রিপ্লাইয়ের কোনও নটিফিকেসান পাচ্ছিনা, আপনারা পাচ্ছেন ?

kub sundor chalia jan

    @latif sheik: আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য।

অসাধারণ টিউন… মন ভরে গেলো। শেষে আপনার গাওয়া গানটা ডাউনলোড করে শুনে লগ ইন না করে পারলাম না। গানটা চমৎকার গেয়েছে, এটা কি আপনার সুর ও কথা? গানের সাউন্ড কোয়ালিটি আরো ভালো হলে বেশ হতো। তারপরও যতটুকু শুনেছি মন ভরে যাওয়ার জন্য যথেষ্ট। আমাকে কি কিছু ট্র্যাক দেয়া যাবে? আগ্রহী হয়ে উঠছি।

    @বড় ভাই: ধন্যবাদ এত কষ্ট করে আমার টিউনটা পড়ার জন্য। আসলে গানটা আমার না। গানটার লিখেছেন রফিক মুয়াজ্জিন আর সুর করেছেন নকীব খান। আর মূল গানের কন্ঠশিল্পী ক্লোজআপ তারকা রিতুরাজ। আর গানটি কনভার্ট করে আপলোড করা হয়েছে তাই অডিও কোয়ালিটি একটু লো। আর তার উপর আমার বাসাটা একদম বিশ্বরোডের সাথে হওয়ায় আর নয়েজপ্রুফ কোনো রুম না থাকায় হরতালের দিন ছাড়া ক্লিয়ার রেকর্ডিং করতে পারিনা। তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করে যাই। আর আপনার আগ্রহ দেখে ভালো লাগল। সাথে থাকুন আরো টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ।

      @Musician Mehedee: মূল গানের লিংকটা দিবেন, গানটা অসম্ভব ভালো লেগেছে, আপনার কন্ঠও কোন ভাবে কম মনে হয়নি কিন্তু… Keep it up bro. Best wishes always for you.

        @বড় ভাই: এমপি থ্রী পেলাম না। ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। প্রথমবার গানটি শুনে আমি আমার ফোনেই গানটি রেকর্ড করে নিয়েছিলাম।
        https://www.youtube.com/watch?v=SfXa6c0Gh7w

          @Musician Mehedee: অনেক ধন্যবাদ, এতেই হবে। 🙂

পোস্টটি আপডেট করা হলো।

অসম্ভব ভালো লেগেছে ভাই

FL Studio diye ki background music abong remix music gula banano jabe?