ব্লগিং উন্নত বিশ্বে নিজেকে চেনানোর এবং ইনকামের খুব বড় একটি মাধ্যম।
আমি নিজে ব্লগিং করছি এবং বাংলাতে ব্লগিং নিয়ে একটা বড় রিসোর্স তৈরি করতে চাচ্ছি। আমি জানি অনেকের মনে ব্লগিং নিয়ে অনেক প্রশ্ন আছে।
আমার নিজেরও ছিল। এজন্য ব্লগিং নিয়ে একটা জরিপ নিচ্ছি।
সবার অংশগ্রহণ আশা করছি।
আপনারা টিউমেন্টে জানান ব্লগিং এবং ব্লগিং নিয়ে আরনিং নিয়ে যার যত প্রশ্ন আছে।
আমি পরবর্তী টিউন গুলোতে চেষ্টা করবো, আপনাদের প্রশ্ন অনুসারে টিউন করার।
একের অধিক প্রশ্নও করতে পারেন।
শর্তঃ স্প্যাম করবেন না।
ব্লগিং নিয়ে লেখা গুলো টেকটিউনস সহ আমার পার্সোনাল ব্লগিং সাইটে পাবলিশ করা হবে। আমার ব্লগ এড্রেস পরবর্তী টিউনে জানানো হবে।
তার আগে ঝটপট আপনার মনের প্রশ্নগুলো করে ফেলুন টিউমেন্টে।
আপডেটঃ এখন আপনি ব্লগিং এর সব রিসোর্স পাবেন এই ব্লগে। 🙂
ধন্যবাদ সবাইকে। আমার ফেসবুকেও জানাতে পারবেন।
শেয়ার করতে ভুলবেন না।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
blogging a earning somporke jante chai.Ar vi akta kota apner skype address kinba gmail ta dile aro kota boltam.Ar na dite chayle amake skype te add koyren username=kingkhulna